ফটোসপ টিউটোরিয়ালঃ আপনার চুলের রং পরিবর্তন করে ফেলুন সহজেই :D

আসসালামুয়ালিকুম।

অনেক দিন পর আজ টিউন করতে বসলাম। খুব সহজ একটা বিষয়। কিভাবে আপনার চুলের রং পরিবর্তন করে ফেলতে পারবেন ঘরে বসেই ফটোসপ দিয়ে!!!!!!!

এই জিনিসটা খুব ই মজার 😀 চুলের কালার পরিবর্তনের সাথে সাথে চেহারার LOOK  টাই পরিবর্তন হয়ে যায়!!

আসুন দেখি কিভাবে করা যায়।

STEP 1:

প্রথমে আপনি আপনার একটি ছবি ফটোসপ দিয়ে ওপেন করুন।

এ বার ছবিটি Smooth করার জন্য Filter>Blur>Surface Blur  এ যেয়ে নিচের ছবিটির মত সেটিং করুন_________

STEP 2:

এ বার D ও X  বাটন চাপুন আপনার ছবির foreground and background এর রং পরিবর্তন করার জন্য। এ বার Q প্রেস করুন Quick Mask Mode  যাওয়ার জন্য। সফট ব্রাশ ব্যাবহার করতে হবে চুলের যত তুকু অংশের রং পরিবর্তন করতে চান সেই তুকু অংশ অন্য কালার দিয়ে Select করার জন্য। নিচের ছবির মত সেটিং করুন।

এ বার Quick Mask mode  Exit করলে আপনি দুইটি এরিয়া দেখতে পারবেন selected area and unselected area. নিচের ছবিটির মত____

STEP 3:

Press Ctrl+SHIFT+I সিলেকশন ইনভার্ট করার জন্য। এতে উপরের ছবির Unselected Area টি Selected হয়ে যাবে।

STEP 4:

Press Ctrl+J যেই এরিয়া টা Select করলেন তার একটা নতুন লেয়ার তৈরি করার জন্য।

 

STEP 5:

এ বার Image>Adjustments>Hue/Saturation (Ctrl-U) এ যেয়ে নিচের মত সেটিং করুন

এই খানে আপনি আপনার চুলের যেই কালার করতে চান সেই রকম ভাবে সেটিং দিতে পারবেন।

STEP 6:

নেচারাল লুক দিতে চাইলে Filter>Blur>Gaussian Blur এ যেয়ে নিচের মত সেটিং দিন

STEP 7:

সবশেষে লেয়ার থেকে Soft Light ব্যাবহার করতে পারেন নরমাল লুক আনার জন্য 😀

ব্যাস কাজ শেষ!! করে দেখতে পারেন অবশ্যই মজা লাগবে 😀

টিউন টি নতুন দের জন্য 😀

ভালো লাগলে জানাবেন। নতুন কিছু দেখার ইচ্ছা থাকলে সেটাও জানাবেন। ভুল গুলি ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন 😀

ভালো থাকেন সবাই।

Level 0

আমি Color Splash Turturi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে আমি ধন্যবাদ জানাই এরকম একটি টিউন নতুনদের প্রতিকরার জন্য। আর আপনি বলেছেন যে (নতুন কিছু দেখার ইচ্ছা থাকলে সেটাও জানাবেন) সেই পরিপ্রেক্ষিতে আমি বলব আমারা যারা নতুন তাদের জন্য ফটোশপ এর উপর ভাল ভাল টিউন করার জন্য। তবে আমি একটি কথা আগে থেকে বলে রাখি অনেকেই আছেন নতুনদের কোন কিছু শিখানো কথা বলে। কিন্তু শিখায় না ……………?

অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।

    @Md.Rafiqul Islam:
    😀 😀 এত ধন্যবাদ পেয়ে অনেক খুশি হয়ে গেলাম!!!
    আমার ইচ্ছা আছে ফটোশপ নিয়ে এই রকম বেসিক আরু কিছু দেয়ার যাতে নিজেরা করেই মজা পাওয়া যায় 😀

এইটা কী করলেন? 😛 বিউটি পার্লার ওয়ালাগো তো ব্যবসায় লাল বাত্তি জ্বালায়া দিবেন দেখি? 😆
এখন তো তাহলে, বিউটি পার্লারে না গিয়ে ফটুকশপে চুলে রঙ দিয়া ফডু ফেসবুকে আপলোডাইবো 😀 😈
দেখি গিম্পে কীভাবে করা যায়, ধন্যবাদ 🙂

Level 0

ভাই আপনি Photoshop এর কোন Version ব্যাবহার করেন? আমাকে একটু জানাবেন।

আমাকে পারলে কেউ একটু হেল্পান!!
আমি আমার স্ট্যাটাস টা আপডেট করতে পারছি না।

কিছু তেই আপডেট হয় না 🙁

Level 0

টাশকি খেয়ে গেলাম দেখি 😉 বড়ই তাজ্জব হয়ে ব্যপার

😀

apnar shob tune e chorom hosse dekhi!!!!!!!!!keep it up 🙂

ভাই আমি বোকা আমাকে photoshop download এর link দেন।আপনি জেটা use করেন।(same version)

ও আমার বতমানে photoshop 7 আসে আমার কাছে। আপনার সাথে আমার option মিলে না।