আমরা সবাই পি টি সি সাইট সম্পর্কে জানি । অনেক পি টি সি সাইট এর নামে নতুন নতুন গালি বের হচ্ছে । যাই হোক এখন আমরা লক্ষ করি কোন প্রকার দক্ষতা ছাড়ই এ বি সি জেনে কিভাবে পি টি সি সাইট তৈরী করা যায় । [বিঃদ্রঃ এর মানে এই নয় যে আপনি জানার পর ১১০০ টাকা দিয়ে ডোমেইন এবং হোস্টিং কিনে সাধারন জনগনকে ধোকা দিবেন । যারা দিতে চান অনুগ্রহ করে তাদের টিউনটি না দেখাই ভালো ]
এখন দেখা যাক ফ্রি ডোমেইন এবং ফ্রি হো্স্টিং দিয়ে কিভাবে পি টি সি সাইট তৈরী করা যায় ।
প্রয়োজনীয় উপকরন ।
ডোমেইন যে নামে নিতে চান তা লিখে সার্চ দিয়ে চেকআউট করে নিয়ে রেজিস্টেশন শেষ করুন এক আইপি থেকে একটি একাউন্ট ই খোলা যাবে এবং এক একাউন্টে ১০০ টি ফ্রি ডোমেইন নেয়া যাবে । রেজিস্টেশন সাধারন নিয়মে ।
তারপর ফ্রি হোস্টিং এর জন্য
আর একটি মাত্র ডাউনলোডের জন্য আছে সেটা হল স্ক্রিপ্ট বাবাজি
এর পর আপনার কাজ শুরু হবে এভাবে প্রথমে ডোমেইন ও হোসিটং সেট করা । তা প্রথমে হোস্টিং এ লগইন করুন ।
এবং অন্য ট্যাবে অপেন করুন ডোমেইন এর পর ।
এর পর ম্যানেজ থেকে নে ম সার্ভার সিলেক্ট করুন ।
সেখানে লিখুনঃ
ns1.cuccfree.com
ns2.cuccfree.com
এবং হোস্টিং এর প্যানেলে Addon Domain Management এ গিয়ে লিখুন আপনার ডোমেইন নাম www. বাদ দিয়ে যেমন : অমুক.cu.cc । ব্যাস আপনার সাইট তৈরী হয়ে গেছে এবার কিছু কাজ বাকি আছে সেটা হল ।
Control Panel থেকে Database Management> MySql Database সিলেক্ট করুন তারপর নতুন ডাটাবেজ তৈরী করুন যেকোন নামে এবং ডাটাবেজ নামটা একটা নোটপ্যাডে সেভ করে রাখলে ভালো হয় আর সেই সাথে নোট প্যাডে সেভ করে রাখবেন । তারপর আপনার ডাটাবেজ তৈরী হলে এডমিনে ক্লিক করে Import ট্যাবে যেতে হবে । তারপর আপনার স্ক্রিপের কিছু কাজ করতে হবে সেটা প্রথমে জিপ ফাইল টি আনজিপ করুন । এবং সেখান থেকে How To Install > Database এর new_database.sql এই ফাইলটি সেখানে ইমপোর্ট করতে হবে ।
নোটপ্যাডে sql database যেটা ক্রিয়েট করেছেন সেটা আর নিচের নামগুলো সেভ করে রাখুন ।
তারপর স্ক্রিপ্টের lib ফোল্ডারের Lib database.php , Includes>DBconn.php , Forum>Lib>Lib_database.php এবং Forum>LIb>Connect.php
এই ফাইলগুলো যদি ড্রিমওয়েভার থাকে সেখানে অথবা নোটপ্যাড দিয়ে ওপেন করুন তার পর
সব ফাইলের
DEFINE('DB_DETAILS', true);
DEFINE('DB_HOST', "এখানে মাই এস কিউ এল হোস্ট এড্রেস");
DEFINE('DB_USER', "এখানে মই এস কিউ এল ইউজার নেম");
DEFINE('DB_PASS', "পাসওয়ার্ড");
DEFINE('DB_NAME', "fees0_অমুক_তমুক");
চারটি ফাইলেরই ইডিট করুন এবং সেভ করুন [Ctrl+S]
এবার সহজভাবে হোস্টিং সার্ভারে আপলোড করার উপায় হলো আপলোড ফোল্ডারের সব ফাইল মার্ক করে জিপ/টার করে নিন [রার করবেন না]
এবার হোসিং সাইটে লগইন করার পর হোম পেজে Online File Manager এ যান তারপর আপনার ডোমেইনের নামের ফোল্ডারে যান তারপর htdocs এই ফোল্ডারে গিয়ে আপলোড অপশন এ যান গিয়ে দুইটা আপলোড অপশন থেকে ডান দিকের আপলোড অপশন জিপ/টার এর সেখানে ফাইল ধরিয়ে দিয়ে উপরে সবুজ টিক এ ক্লিক দিলে আপলোড হতে সময় নিবে তারপর দেখবেন অটো আনজিপ হয়ে ফাইল ঐ ফোল্ডারে যাবে ।
এবার সর্বশেষ কাজ আপনার সবুজ টিকে আর ক্লিক করলে ফাইল গুলো দেখাবে তারপর ব্যাক এ ক্লিক করে Lib ফোল্ডারে গিয়ে
configuration.php,lib.php এবং lib_database মার্ক করে Chmod এ ক্লিক দিয়ে সব ভ্যালু ৭৭৭ করে দিন সেভ করুন কাজ শেষ । সাইটের এড্রেস দিয়ে ঢৃকে যান । আর এডমিনের এড্রেস হলো । www. আপনার web.cu.cc/admin
password: admin
কাজ শেষ ।
ভাই অনেক কষ্টে লিখলাম ।আলসেমীর ভয়ে কখনো টিউন করিনি এটা আমার প্রথম টিউন তাই অনুগ্রহ করে কমেন্ট করবেন । উৎসাহ পাবো ।
আমি samrattex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডিপ্লোমা ইন টেক্সটাইল এর শেষ প্রান্তে দাড়িয়ে আজ আমার হাতে কটন,ভিসকোস কিংবা নাইলন বা এক্যাইলিক , ডাই মলিকুল, সোডা, এসিড যতক্ষন না থাকে তার চেয়ে বেশী থাকে এইচ পি ৪৩০!! হায় রে ..............
ভাই script tar লিংক কই । script তা সম্ভবত Gen2 or Gen3 or Gen4