প্রিয় টেকটিউনবাসি, আশা করি সবাই ভালো আছেন । আপনাদের সবাইকে আমার প্রথম টিউনে স্বাগতম । টেকটিউন পড়ি প্রায় দুইবছর কিন্তু এই প্রথম লেখালেখি করার চেষ্টা করছি। যেহেতু এটা আমার প্রথম লেখালেখি তাই কিছু ভুলত্রুটি থাকতেই পারে, তাই আশা করছি আপনারা ব্যপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনারা সবাই হয়ত Google SketchUp এর নাম শুনেছেন । যারা জানেন না তাদের জন্য বলছি SketchUp হল Google এর 3D Modeling Software যার ব্যবহার অনেক বিস্তৃত। SketchUp তৈরি করেছে startup company। Google ২০০৬ সালে এটা কিনে নেয়। এদের ভিশন হল সবার জন্য 3D।
SketchUp দিয়ে আপনি কি করতে পারবেন?
যেহেতু SketchUp 3D Modeling সফটওয়্যার তাই এটা দিয়ে অবশ্যই আপনি 3D Modeling করতে পারবেন। Architectural, civil, mechanical, video game design ইত্যাদি ক্ষেত্রে Google SketchUp প্রয়োগ অনেক।
3D Modeling সফটওয়্যার তো আরো অনেক আছে । যেমন 3Ds Max, Maya, Rhino ইত্যাদি এবং এগুলো অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় সফটওয়্যার। আপনি প্রশ্ন করতে পারেন এগুলা বাদ দিয়ে কেন আমি SketchUp শিখবো ?
এটা যদি আপনার প্রশ্ন হয় তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর নিচে দেয়ার চেষ্টা করছি –
কিছু চেয়ার এর মডেল 3D Warehouse থেকে নেওয়া
এইরকম হাজার হাজার ছবি পাবেন Google এ Search দিলে।
এটা আমার টিউটোরিয়াল সাইট। সাইটে ঘুরে এসে মন্তব্য করলে খুব খুশি হব।
আমার টিউন কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু এবং যেকোন সমস্যা থাকলে প্লিজ জানাবেন। কোন ভুল করে থাকলে সরি। টিউন তা কিভাবে আরো ভালো করা যায় তা জানাতে ভুলবেন না।
আমি তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস পরিবারে স্বাগতম। নিয়মিত টিউন করবেন আশাকরি। প্রথম টিউন অনেক সুন্দর হয়েছে 🙂