ফরেক্স ইনডিকেটর পরিচিতি: Relative Strength Index(RSI)

rsi জনপ্রিয় একটি মোমেনটাম ইনডিকেটর। rsi স্ট্যান্ডার্ড পিরিয়ড হল ১৪ এবং এটা সব টাইম ফ্রেমে ব্যবহার করা যায়।একটি নির্দিষ্ট সময়ে আপ এবং ডাউন ক্লোস রেটের এভারেজ করে।

ট্রেডিং সিগনালঃ

  • RSI যদি ৫০ লেভেলের উপর থাকে তবে বুঝতে হবে আপট্রেন্ড শুরু হয়েছে এবং  রেট যদি ৫০ লেভেলের নিচে থাকে তবে বুঝতে হবে ডাউনট্রেনড শুরু হয়েছে। ৭০ লেভেলের উপরে উঠলে মার্কেট ওভারবাই অবস্থায় চলে যাবে। rsi ৭০ লেভেলের উপর থাকলে আপট্রেন্ড শক্তিশালী।
  • RSI ৭০ লেভেলের নিচে নামলে downtrend শুরু হতে যাচ্ছে কিন্তু কনফার্ম না। আবার এটা কারেকশন হতে পারে কারন মার্কেট আবার ৭০ লেভেলের উপর উঠতে পারে।
  • RSI ৩০ লেভেলের উপর উঠলে বা নিচে নামলে একই পদ্ধতি প্রয়োগ করতে হবে।
  • RSI trend লাইন ব্রেকআউটঃ চার্ট ট্রেন্ডলাইন ব্রেকআউট সম্পর্কে আগেই বুঝা যাবে।
  • RSI ডাইভারজেন্স চার্টঃ   RSI ট্রেন্ড লাইন পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

RSI দিয়ে কিভাবে ট্রেড করবেনঃ

RSI কে অনেকে ওভারবাই বা ওভারসেল  ইনডিকেটর বলে থাকে। কিন্তু তা ঠিক নয় ,rsi ওভারবাই বা ওভারসেল অবস্থায় গেলে বাই বা সেল সিগনাল দেয় , তবে কিছু শর্ত পূরণ হলেই আপনি বাই বা সেল দিতে পারবেন এবং এক্সিট সম্পর্কেও ধারণা পাবেন।

রেট যদি ৭০ লেভেলের উপর থাকে তবে ওভারবাই মার্কেট এবং ৭০ লেভেলের নিচে থাকলে ওভারসেল মার্কেট।

RSI ৭০ লেভেলের উপর গেলেই সেল দেয়া যাবে না। rsi ৭০ লেভেলের উপর অনেকক্ষণ থাকতে পারে। আসলে রেট যখন ৭০ লেভেলের উপর থাকে তখন শক্তিশালী uptrend শুরু হয় এবং এটা অনেকক্ষণ ধরে থাকতে পারে। তেমনি রেট ৩০ লেভেলের নিচে থাকলে downtrend শক্তিশালী হবে।

এখন সঠিক সময়ে ট্রেড বসাতে হলে মার্কেট রিভার্সের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনাকে সেল দেবার জন্য প্রস্তুতি নিতে হবে এবং যখন রেট ৭০ লেভেলের নিচে নামবে তখন ট্রেড বসাতে হবে।

একই নিয়ম ওভারসেলের ক্ষেত্রে। মার্কেট রেট ৩০ লেভেলের নিচে নামলে শক্তিশালী downtrend  এবং মার্কেট যখন ৩০ লেভেল ক্রস করে উপরে উঠবে তখন বাই দিতে হবে।

ফরেক্স ট্রেডিং ৫০ লেভেল দিয়েও ট্রেড করা যায়। ৫০ লেভেল বাই force এবং সেল force আলাদা করে। RSI ৫০ লেভেলের উপর থাকলে বাই দেয়া যায় এবং ৫০ লেভেলের নিচে থাকলে সেল দেয়া যায়। এক্সিট হবে ৭০ লেভেল ক্রস করলে। তবে ৫০ লেভেল দিয়ে ট্রেড করতে গেলে কিছু সমস্যা দেখা দেয়। যেমনঃ মার্কেট ৫০ লেভেল ক্রস করে ৫৫ পর্যন্ত গিয়ে আবার রিভার্স করে নিচে নেমে পরতে পারে। তাই ৫০ লেভেল ক্রস করলে কিছুক্ষণ দেখে তারপর ট্রেড বসালে ভালো। সাথে অন্য ইনডিকেটর ব্যবহার করতে পারেন।

RSI trend লাইনঃ

RSI  ট্রেডাররা  trend লাইন আঁকতেও ব্যবহার করে থাকেন।যখন RSI লাইন একটা নির্দিষ্ট দিকে অনেকক্ষণ ধরে অবস্থান করে ,তখন ঐ দিকে trend লাইন শক্তিশালী ধরতে হবে। RSI trend লাইন দিয়ে ট্রেডাররা অনেক আগেই  trend পরিবর্তন ধরতে পারেন। মার্কেট রেট ব্রেকআউট চার্টের trend লাইনের আগেই বুঝতে পারা যায় RSI দিয়ে।

RSI মূলত বড় টাইমফ্রেমে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

ডাইভেরজেন্স ট্রেডিং

RSI দিয়ে ডাইভারজেন্স সিগনাল বের করা যায় সহজে। বুলিশ ডাইভারজেন্স ঘটে যখন rsi লেভেল নিচে থাকে এবং রেট উপরের দিকে উঠতে শুরু করবে এবং প্রাইস সবচেয়ে নিচের বারে থাকে।RSI লেভেল উপরের দিকে ধীরে ধীরে উঠতে থাকবে এবং মার্কেট রেট নিচের দিকে নামতে থাকবে।  বেরিস ডাইভারজেন্স ঘটবে যখন rsi আপ থেকে নিচের দিকে নামতে শুরু করবে এবং মার্কেট রেট উপরের দিকে উঠতে শুরু করবে। rsi  আপ +মার্কেট প্রাইস ডাউন= বুলিস ডাইভারজেন্স এবং rsi ডাউন + মার্কেট প্রাইস আপ=বেরিস ডাইভারজেন্স।

ডাইভারজেন্স সবসময় ঘটে না বরং নির্দিষ্ট টার্নিং পয়েন্টে ঘটে।একটা নির্দিষ্ট দিকে রেট যাওয়ার পরে যখন ডাইভারজেন্স দেখা যাবে তখন মার্কেট রিভার্সের সম্ভাবনা বেশী থাকে।

ফেইলোর সুইংঃ ৭০ বা ৩০ লেভেলে যদি মার্কেট সুইং ফেইলোর হয় তবে মার্কেট রিভার্স হবার সম্ভাবনা বেশী থাকে।

বিভিন্ন ধরনের ফর্ম বা প্যাটার্ন তৈরি করে থাকে যেমন ট্রাইএঞ্জেল,ডাবল টপ এবং ডাবল বটম, হেড এবং সোলডার । ডেইলি চার্ট এই প্যাটার্ন ধরার জন্য সবচেয়ে ভালো।প্যাটার্ন ব্রেকআউট ১ বা ২ দিন পরে ঘটে থাকে, যা থেকে চার্ট ব্রেকআউট সম্পর্কে ভালো ধারনা পাওয়া যায়।

ইনডিকেটর ফর্মুলাঃ

RSI = 100 - 100 / (RS + 1)

where:

RS = Average Upward Price Change / Average Downward Price Change

Average Upward Price Change = [(previous Average Upward Price Change) x 13 + current Upward Change] / 14


First Average Upward Change
= Total of Upward Changes during past 14 periods / 14

Average Downward Price Change = [(previous Average Downward Price Change) x 13 + current Downward Change] / 14
First Average Downward Change = Total of Upward Changes during past 14 periods / 14

Level 0

আমি bijoym48। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ