[টিউন] উইন্ডোজ রেজিস্ট্রি এবং রেজিস্ট্রি এডিটিং সম্পর্কে যাবতীয় তথ্য [টিউন]

বিসমিল্লাহির রাহমানির রাহিম

রেজিস্ট্রি কি?

রেজিস্ট্রি একটি ডাটাবেস সিস্টেম। যেখানে উইন্ডোজ এর সকল সেটিং এবং অপশন সংক্রান্ত তথ্য রয়েছে। অন্যভাবে বলা যায়, রেজিস্ট্রি হার্ডওয়্যার, সফ্টওয়্যার, ব্যবহারকারীদের সকল তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত। Win 95 or 98 এর বেলাই ২ টি হিডেন ফাইল (USER.DAT & SYSTEM.DAT) নিয়ে রেজিস্ট্রি গঠিত হয়েছিল। কিন্তু এখন এর সাথে CLASSES.DAT নামক আর একটি ফাইল যুক্ত হয়েছে।

রেজিস্ট্রি ষ্ট্রাকচার :

রেজিস্ট্রি একটি Hierarchical Structure। যা দেখতে ঠিক disk’s directory tree অখবা Windows explorer এরমত।

রেজিস্ট্রি খোলা:

রেজিস্ট্রি ওপেন করতে হলে Start -> Run -> Regedit টাইপ করতে হবে। তাহলে রেজিস্ট্রি ওপেন হবে। রেজিস্ট্রি ফাইল: রেজিস্ট্রি ওপেন করার পর আমরা ৬ টি ফাইল দেখতে পাব।এই ফাইল গুলোকে HIVE বলা হয়।

১ম টা- HKEY_CLASSES_ROOT – এটিতে File Association, OLE and Windows Shortcut সংক্রান্ত্র সকল তথ্য রয়েছে।

২য় টা- HKEY_CURRENT_USER – এটিতে উইন্ডোজ এর একটিভ ইউজার নেম(আপনার কম্টিউটার মোট কতজন ব্যবহার কারী ব্যবহার করে), desktop settings এবং start up menu সংক্রান্ত্র সকল তথ্য রয়েছে।

৩য় টা- HKEY_LOCAL_MACHINE – এটিতে হার্ডওয়্যার ও সফ্টওয়্যার সংক্রান্ত্র সকল তথ্য রয়েছে। ৪র্থ টা- HKEY_USERS – এটাতে ও কম্পিউটার ব্যবহার কারীর তথ্য এবং প্রত্যেক ব্যবহারকারীর জন্য থাকে একটি SID subkey আছে।

৫ম টা- HKEY_CURRENT_CONFIG - এটিতে হার্ডওয়্যার কনফিগারেশন ও বর্তমান ব্যবহারকারী সংক্রান্ত এবং HKEY_LOCAL_MACHINE এর কনফিগারেশন সেটিং সংক্রান্ত তথ্য রয়েছে।

৬ষ্ঠ টা - HKEY_DYN_DATA - এটিতে plug-n-play ডিভাইস সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে।

প্রত্যেকটি রেজিস্ট্রির মান ৫টি ATA (Advanced Technology Attachment) ড্রাইভারের মতো মধ্যে রয়েছে -

REG_BINARY – এখানে সারিবদ্ধভাবে ডাটা গুলো বাইনারি ফরমেটে রয়েছে।এখানে হার্ডওয়্যার সম্পর্কিত বাইনারি ডাটা আছে.

REG_DWORD – এখানে ডাট হিসেবে বাইট সংখ্যা সংরক্ষিত। e.g, ‘0’ or Disable and ‘1’ or Enable. REG_MULTI_SZ – এখানে একাধিক স্ট্রিং এবং নাল অক্ষর হিসেবে ডেটা সংরক্ষিত আছে। REG_SZ – এখানে ডাটাগুলো টেক্সট হিসেবে সংরক্ষিত রয়েছে।

রেজিস্ট্রি এডিট:

রেজিস্ট্রি এডিটর ওপেন করলে আপনি ২টি উইন্ডোজ দেখতে পাবেন। বাম সাইটের উইন্ডোজ কে Navigation Pane বলা হয় এবং ডান সাইটের উইন্ডোজ কে Navigation Pane values বলা হয়। রেজিস্ট্রি এডিট এর জন্য আমরা প্রত্যেকটি HIVE এর পাশে একটি চিহ্ন দেখতে পাব। এই চিহ্নে কিল্ক করলে আমারা HIVE এর values গুলো দেখতে পাব এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় রেজিস্ট্রিগুরো এডিট করতে পারব। কিছু গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি সম্পাদনা!

১. সিস্টেম BIOS-র তথ্য জানার জন্য? নিচের নিয়ম অনুসরণ করুন - HKEY_LOCAL_MACHINE/HARDWARE/DESCRIPTION/System এখন আপনি নিচের মত values গুলো দেখতে পাবেন। SystemBiosDate, SystemBiosVersion, ইত্যাদি 2. আপনার

2.প্রসেসর এর পূর্ণ তথ্য জানার জন্য? নিচের নিয়ম অনুসরণ করুন - HKEY_LOCAL_MACHINE/HARDWARE/DESCRIPTION/System/Central/Processor/O এখন আপনি আপনার প্রসেসর এর পূর্ণ তথ্য খুঁজে পাবেন। 3. কিভাবে উইন্ডোজ এর

3. Autorun disable করবেন? নিচের নিয়ম অনুসরণ করুন - HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\Curre ntVersion\policies\Explorer\NoDriveTypeAutorun তারপর নিচের কোড টুকু পেষ্ট করে দিন।

বি:দ্র: {শুধুমাত্র উইন্ডোজ এক্সপির জন্য}

কোড :

Value                          Meaning
0x1 or 0x80			Disables AutoRun on drives of unknown type
	0x4				Disables AutoRun on removable drives
	0x8				Disables AutoRun on fixed drives
	0x10				Disables AutoRun on network drives
	0x20				Disables AutoRun on CD-ROM drives
	0x40				Disables AutoRun on RAM disks
	0Xff				Disables AutoRun on all kinds of drives

ডিফল্ট কোড :

Value				Operating System
	0x91				Windows Server 2008 and Windows Vista
	0x95				Windows Server 2003
	0x91				Windows XP
	0x95				Windows 2000

While editing the registry, don’t forget to make restore point because wrong editing of registry may crash your Windows!

Be Careful and Enjoy!

Level 0

আমি মো: জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অত্যন্ত অমূল্যবান ! জীবনে কাউকে কখোনো সাহায্য করতে পারিনি ! আমি একট অপধার্থ ! শুধু এই ব্লগ থেকে অন্য ব্লগে দৈাড়াতে শিখেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.