মনিটরে যা দেখা যাবে তাকেই ভিডিও ফাইল হিসাবে রেকর্ড করুন

কেমন আছেন সবাই ???

আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। তবে এ সফটওয়্যার সম্পর্কে হয়ত অনেকে আগে থেকে জানেন। যাইহোক সফটওয়্যারটির নাম হচ্ছে Ashampoo Snap 3। এর সাহায্যে আপনি আপনার মনিটরে যা দেখা যাচ্ছে তা ভিডিও ফাইল হিসাবে রেকর্ড করতে পারবেন। আমরা সাধারনত Print Screen কী চেপে কোন স্টিল ইমেজ ধারন করি। এ সফটওয়্যারের মাধ্যমে আমরা এ সুবিধাটা আপডেটসহ মনিটরে যা দেখা যাবে তা ভিডিও করতে পারি। এই সফটওয়ারটি যারা ভিডিও টিউটোরিয়াল তৈরী করেন তাদের উপকারে আসবে বলে আশা রাখি।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে

সফটওয়্যারটি সেটআপ করে রান করলে আপনার মনিটরের উপরে মাউস পয়েন্টার নিন।

www.mybd.99k.org

তাহলে নিচের টুল গুলো দেখা যাবে।

screen

টুলগুলো হলঃ

toolbar

Capture a video

Capture Scrolling Window (text)

Capture Scrolling Window (website)

Capture Single Window

Capture Free Rectangle Region

Capture Free Style Region

Capture Fixed Region

Stop Capture/Edit file

Configure

টুলবার থেকে Capture a video টি সিলেক্টে করুন।

screen

যে ডায়ালগ বক্স দেখা যাবে সেখান থেকে A Rectangular Region সিলেক্ট করুন। তারপর স্টার্ট-এ ক্লিক করুণ।

box

অতঃপর আপনি আপনার মনিটরের যে অংশটুকুকে Capture করতে চান সেই অংশটুকু ড্রাগ করে সিলেক্ট করুন। এরপর সিলেক্টকৃত অংশের মাঝখানে লেফট ক্লিক করুন।

অতঃপর আপনার কাজটি ঐ অংশের মধ্যে সম্পন্ন করুন। কাজ করা শেষ হলে Stop Capture/Edit file টুলে ক্লিক করুন।

সেভ করার জন্য Save Video in Other Location…..(Ctrl+S) এ ক্লিক করুন।

save

আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হলে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।।

ফ্রি মুভি, গেমস এবং সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে

Level 0

আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

——————————@ ধন্যবাদ @——————————–

আমি খুব মজা পাইছি । however thanks for d tune..

ভাই লিংক কিভাবে তৈরী করে দয়া করে বলবেন কি।

Level 0

তথ্য ও প্রযুক্তির খবর http://www.alamgers.blogspot.con

moja pailam……….

ভাল তবে আমার টা দেখেন তো,
NCH software limited এর

Debut video capture software (Google search করে)

Quality ভাল আবার সাইজ ও কম হয়।

ফালতু সব …………ডাউলোড হয়না