বিসমিল্লাহির রহমানীর রাহীম। আশা করি সবাই ভালো আছেন।আজ আমি প্রথম টিউন লিখছি।তাই কিছু ভুল হলে মাফ
করবেন।আজ আমার প্রথম টিউন হলেও আমি চেইন টিউন করব এবং আপনাদের কমেন্ট পেলে নির্বাচিত টিউন
হবে।
আজ আমি google+ নিয়ে বিস্তারিত বলব।ফেসবুককে টেক্কা দিতে গুগল নিয়ে হাজির হয়ে ছিল google+ ।এই google+ আমাদের কিছু অনন্য সুবিধা দিয়েছে যা থেকে আমরা এতকাল বঞ্চিত ছিলাম । ফেসবুককে পিছনে ফেলতে google+ সুবিধার দিক থেকে নিয়ে এল কিছু নতুনত্ব ।আর যা আমাদের কাছে নতুন তাই আমাদের কাছে অজানা ।এই অজানাকে আমাদের সাথে পরিচিত করাতে আমি
চেইন টিউন করব।এই নিয়ে একটা ধারাবাহিক টিউটোরিয়াল করব।যার কারনে google+ ব্যবহারে অপরিসীম । google+ এ রেজিস্টার থেকে কি করে google+এ ইউটিউবের চলমান ছবি যোগ করা যায় তার সচিত্র বর্ণনা কুশলতার সহীত বর্ণীত করব ।যেটাকে একটি পরিপূর্ণ গুগল প্লাসের গাইড বলেও অত্যুক্তি করা হবে না ।
🙄 এত দিনে আপনার একটি google+ account নিশ্চয় আছে।এটি একদমই নতুন। তাই্ অনেকেই এটা ঠিক মতো বুঝে উঠতে পারেন নি।
আজকে দেখাব কিভাবে “ইউটিউব এর ভিডিও গুগল+ এর শেয়ার করা যায়"।
ইউটিউব জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং সাইট। বেশির ভাগ লোকই তাদের ভিডিও গুলো ইউটিউব এর আপলোড করে শেয়ার করে। এখন আপনি ইউটিউব এ আপনার একটি ভিডিও আপলোড করেছেন। সেটা এখন আপনি Google+ এ শেয়ার করতে চাচ্ছেন। তাহলে নিচের ধাপ অনুসরণ করুন।
আমি রকার কার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ai
চালিয়ে যান …।