Average directional index(ADX)
Adx মার্কেটের ট্রেন্ডের অবস্থা নির্দেশ করে। অর্থাৎ ট্রেন্ড চলতে থাকবে এবং এর ট্রেন্ড ধরে রাখার শক্তি এবং ট্রেন্ড তার অবস্থান পরিবর্তন করবে কিনা তা নির্দেশ করে।এই ইনডিকেটর থেকে প্রথম দেখেই ট্রেন্ড অবস্থা বুঝা যায় না তাই ট্রেডাররা এই ইনডিকেটর ব্যবহার না করে আরও বোধগম্য ইনডিকেটর ব্যবহার করেন।ট্রেডারদের ট্রেন্ড সবল বা দুর্বল সম্পর্কে ধারণা দেয় ।
Adx ট্রেড করার নিয়মঃ
এই ইনডিকেটরের দুটি লাইনঃ adx(সাদা),(সবুজ),(লাল) এবং দুটি হরাইজনটাল লাইন আঁকতে হবে ২০ লেভেল এবং ৪০ লেভেল।
১। মান ২০ নিচে নামলে বুঝতে হবে ট্রেন্ড দুর্বল এবং ত্রেন্দের দিক এখনো ঠিক হয় নাই।
এই সময় ননট্রেন্ড স্ত্রাটেজি ব্যবহার করতে হবে,তা না হলে ট্রেড লস হবার সম্ভাবনা বেশি।
চেনেল ট্রেডিং হচ্ছে নন ট্রেন্ড ট্রেডিং স্ত্রাতেজির উদাহরন।
২। adx মান যদি ২০ এবং ৪০ মধ্যে থাকে তবে ট্রেন্ড ট্রেডিং স্ত্রাতেজি ব্যবহার করতে হবে। উদাহরনঃ
পেরাবলিক ট্রেডিং বা মভিং এভারেজ ট্রেডিং।
৩। adx মান যদি ৪০ উপরে উঠে তবে মার্কেট ওভারবাই বা ওভারসেল অবস্থায় চলে গেছে। এই অবস্থায় ট্রেড বন্ধ করে দেয়া যেতে পারে বা স্টপ লস ব্যবহার করে কিছু প্রফিট ধরে রাখা যেতে পারে।
৪।+/-DI ট্রেড এন্ট্রি করার জন্য ব্যবহার করা হয় । যখন adx ২০ ক্রস করে উপরে উঠে এবং +DI , - DI কে ক্রস করে তখন বাই সিগনাল নিতে হবে।সেলের ক্ষেত্রে এর উল্টা । - DI,+DI কে ক্রস করলে সেল সিগনাল বসাতে হবে। তবে adx লাইনের দিকে নজর রাখতে হবে।
Adx যখন ২০ লেভেল প্রথম ক্রস করে তখন লাইন ফ্ল্যাট দেখা যায় ।তখন ধারণা করা হয় নতুন ট্রেন্ড শুরু হচ্ছে এবং মার্কেট কিছুটা কারেকশন হচ্ছে। Adx সাথে অন্য ইনডিকেটর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।যেমনঃ পেরাবলিক ।
আমি bijoym48। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফরেক্স ইনডিকেটর না বুঝার কারনে ফরেক্স করতে সাহস পাই না ভাই ……
আসা করি আপনি ধারাবাহিক ভাবে ইনডিকেটরের বনর্না করবেন……..