টিউন নিয়ে আবার ব্যাক করলাম। আজকের প্রতিপাদ্য বিষয় ফাইল হোস্টিং সাইট এবং তার বিকল্পসমূহ। অনেকেই আজকের টিউন সম্পর্কে জেনে থাকবেন। কিন্তু তারপরেও অনেকে জানেন না। এজন্যই আমার এ লেখা।
আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট চালাই। কিন্তু সাধারনতঃ কেউই নিজের ওয়েবসাইট এ বড় ফাইলসমূহ হোস্ট করেন না। কারন মুলতঃ এর জন্য বেশ ভাল পরিমান টাকা খরচ করতে হয়। বিকল্প হিসেবে আমরা বেশিরভাগই Mediafire, Jumbofiles এর মত রিজিউম সাপর্টেড ফাইল হোস্টিং সাইট ব্যাবহার করে থাকি। কিন্তু সমস্যা হল SOPA এবং PIPA act এর কারনে সবচেয়ে পপুলার সাইট Mediafire ইদানিং পল্টামি শুরু করে দিয়েছে। চান্স পাইলেই ফাইল ডিলিট মেরে দেয়। আর Jumbofiles এর কথা অনেকেই জানেন না। এ কারনে এটি তেমন পপুলার হয়ে উঠেনি। তাছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রয়োজনীয় ফাইল পাওয়া যায় যায় কিন্তু সেগুলি যেই সাইট হোস্ট করেছে তা রিজিউম সাপোর্ট করে না। ছোট ফাইলের ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। কিন্তু সমস্যায় পড়ি যখন বড় ফাইল(যেমনঃ মুভি) ডাউনলোড এর সময় আসে। দেখা গেল নির্দিস্ট ফাইলটি Rapidshare, Extabit, freakshare এরকম সাইট এ হোস্ট করা। তখন কি করা যায়? বাংলাদেশের এমনই অবস্থা যে ২০০ মেগার একটি ফাইল ডাউনলোড এ দিলে কখন যে কারেন্ট পল্টি নেয় কোন ঠিক ঠিকানা নাই। তখন দেখা যাবে পুরা ডাউনলোডই waste of time, megabytes & money. তো উপায় কি?
এখন প্রয়োজন পড়বে প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর বা লিচিং ওয়েবসাইটের। এসব সাইট ব্যাবহার করে আপনি যেসব সাইট সাধারনত রিজিউম সাপোর্ট করে না সেগুলা থেকে রিউজিম সাপোর্ট ব্যাবহার করতে পারবেন। আমি এরকম কয়েকটি varified সাইটের নাম নিচে দিচ্ছি:
আমি এখনে এর মধ্যে থেকে দুইটির ব্যাবহার আলোচনা করছি। Shimory এর ক্ষেত্রে নিচের Screen Shot গুলা ফলো করুন।
ধরুন আপনি extabit থেকে একটি ফাইল ডাউনলোড করবেন। সেক্ষেত্রে নিচের চিত্র অনুসরণ করুন।
লাল মার্ক করা জায়গায় URL টি পেস্ট করে Request এ ক্লিক করুন।
এরপর নিচের মত একটি পেজ আসবে, যেখান থেকে লাল মার্ক করা জায়গায় ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন। এটি রিজিউম সাপোর্টেড
Rapid8 এর ক্ষেত্রে নিচের লাল মার্ক করা জায়গায় URL পেস্ট করে ডাউনলোড এ দিন।
এরকম একটি পেজ আসবে।
Continue to Rapid8.com এ ক্লিক করুন। এরপরের পেজ থেকে নিচের মার্ক করা জায়গায় ক্লিক করে ডাউনলোড স্টার্ট করুন।
মনে রাখবেন Rapid8 এর ক্ষেত্রে ডাউনলোড সাইজ লিমিট রয়েছে। তাই আমি prefer করব shimory
এছাড়াও আরও অনেক অনেক প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট আছে। আপনি আপনার প্রয়োজনমত গুগল এ সার্চ করলেই পেয়ে যাবেন।
তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইল সেই মুহূর্তে রিজিউম হচ্ছে কিন্তু পরে আর রিজিউম হচ্ছে না। সে ক্ষেত্রে আপনি IDM এ রিজিউম করাতে গেলে যখন বলে Link expired এবং Open the page and IDM will try to capture new link এ গিয়ে IDM এর waiting window তে আসুন। এরপর যেখান থেকে ফাইলটি পেয়েছিলেন(যেমনঃ rapidshare, extabit, freakshare, hotfile) সেই লিঙ্কটি পুনরায় কপি করে আগের নিয়ম অনুসরণ করুন। এবং নতুন লিঙ্ক পেলে IDM তখন Automatically capture করবে। সুতরাং আপনার আর ভয় নেই লিঙ্ক expire বা হারানোর।
আজ এ পর্যন্তই থাকল। অন্য একদিন অন্য কোন সময় হয়ত আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন বিষয়ের উপর টিউন নিয়ে।
সেই পর্যন্ত
খোদা হাফেয
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল, ধন্যবাদ