আসুন তৈরি করি মনের মত এক্সপি সিডি-শুরু থেকে শেষ পর্ব

কিছুদিন আগে এক্সপি সিডি কাস্টমাইজের উপর করা একমাত্র বাংলা টিউটোরিয়ালের একটা চেইন টিউন করেছিলাম টিটিতে। টিউনটি প্রায় নয় পর্বে বিভক্ত ছিল। টিউনটি চলাকালে টিটি’র নিয়মিত ডাটাবেজ আপডেটিং প্রক্রিয়ার কারণে সময়মত পর্বগুলো প্রকাশ করতে পারিনি। তাই অনেক ভিজিটর কয়েকটি পোষ্ট না পেয়ে অনুরোধ পাঠিয়েছেন যেন সবগুলো পোষ্ট নিয়ে আরেকটি পর্ব করি। আবার অনেকে বলেছেন টিউনটি যেন সাইটবারের টিউটোরিয়াল পর্বে অন্তর্ভূক্ত করা হয় যাতে হোমপেজে ঢুকামাত্রই টিউনটি পাওয়া যায়। কোথায় টিউনটি রাখা হবে সে দায়িত্ব টিটি’র কর্তৃপক্ষের হাতে। তবে আমি লিংক পর্বের পোষ্টটি পাঠকদের অনুরোধে তৈরি করলাম। নিচে টিটিতে প্রকাশিত পর্বগুলো দেয়া হলো সাথে আমার ব্লগে প্রকাশিত সূচীটিও দেয়া হলঃ

টিটিতে প্রকাশিত পর্ব

রিসোর্স হ্যাকারের জাদু- এক্সপি সিডি তৈরি পর্ব ১

রিসোর্স হ্যাকারের জাদু- এক্সপি সিডি তৈরি পর্ব ২

এক্সপিতে ব্যবহার করুন সেভেনের থিম- এক্সপি সিডি তৈরি পর্ব ৩

Silent Installation-এক্সপি সিডি তৈরি পর্ব ৪

এক্সপি’র কন্টেন্ট কপি করি-এক্সপি সিডি তৈরি পর্ব ৫

এক্সপি কাস্টমাইজ করুন মনের মত–এক্সপি সিডি তৈরি পর্ব ৬

ড্রাইভার এড করুন- এক্সপি সিডি তৈরি পর্ব ৭

এক্সপির বুটেবল সিডি বানান-এক্সপি সিডি তৈরি পর্ব ৮

বুটেবল ফাইলটি ভার্সুয়াল পিসিতে টেষ্ট করুন-এক্সপি সিডি তৈরি পর্ব শেষ

 

আমার ব্লগে প্রকাশিত পর্ব

১ম পর্ব-রিসোর্স হ্যাকারের জাদু

২য় পর্ব - রিসোর্স হ্যাকার দিয়ে নতুন আইটেম যুক্ত করুন

৩য় পর্ব -থিমইনস্টল

৪র্থ পর্ব -হটফিক্স তৈরি

৫ম পর্ব -এক্সপি’র কন্টেন্ট কপি

৬ষ্ট পর্ব -বুটস্কীন পরিবর্তন

৭ম পর্ব -এক্সপিকাস্টমাইজ

৮ম পর্ব -ড্রাইভারএড

৯বম পর্ব -এক্সপি’র বুটেবল সিডি ফাইল তৈরি

১০ম পর্ব -বুটেবলফাইলটি ভার্সুয়াল পিসিতে টেষ্ট করুন

১১দশ পর্ব -বুটেবলসিডি ফাইল রাইট করুন।

আপনাদের কোন প্রশ্ন বা সাহায্য দরকার হলে আমার ব্লগে এখানে করতে পারেন। যতটুকু সম্ভব সাহয্য করবো ইনশাহ আল্লাহ।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Aver Media Internal Tv Card Installation করার জন্য সাথে দেওয়া সিডি কাজ করে না । আমার উইন-৭ এ কিভাবে সেট আপ করব ।