আপনারা হয়ত সবাই Print Screen বাটন টি ব্যবহার করেছেন। কিন্তু সমস্যা হল ছবি নেয়ের পর আবার ক্রপ করতে হয়। তাই যারা Windows 7 & Vista ব্যবহার করেন তারা snipping tool এর দ্বারা সহজেই সাথে সাথে ক্রপ করে ডেক্সটপ থেকে বা ফেসবুক থেকে ছবি নিয়ে নিতে পারবেন। এজন্য আপনাকে শুধু Start > Search > Snipping Tool এ যেতে হবে। আশা করি আমার এ টিউনটি আপনাদের কাজে দিবে।
আমি Shamsul Arefin Rajit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা,তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।যারা জানেনা বা নতুন ব্যাবহারকারী তাদের উপকারে আসবে।ধন্যবাদ।