তৈরি করুন মনের মত এক্সপি সিডি [পর্ব-০৯] [শেষ পর্ব]:: বুটেবলফাইলটি ভার্সুয়াল পিসিতে টেস্ট করুন

তৈরি করুন মনের মত এক্সপি সিডি

গত পর্বে আমরা আমাদের এক্সপি সিডি তৈরি করে ফেলেছি। এবার সেটা ঠিক আছে কিনা টেষ্ট করতে হবেনা? হ্যাঁ এপর্বে সেটাই হবে। ভার্সুয়াল পিসি কি বা কেন তা প্রায় সবার জানা। তাই অভিজ্ঞদের জন্য ভার্সুয়াল পিসি সম্পর্কে লেখার দরকার নেই। নতুনদের জন্য এ লেখা। ভার্সুয়াল পিসি হল একটি সফটওযার যা দিয়ে যেকোন বুটেবল ISO বা সিডি/ডিভিডিকে রান করে টেষ্ট করা যায়, নেটওয়ার্কিং শেখার ক্ষেত্রে দরকার হয়, উইন্ডোজ ইন্সটল করা, শেখা বা টেষ্ট করা ইত্যাদি কাজের জন্য ভার্সুয়াল পিসির কোন বিকল্প নেই।
ধরুন আপনি নতুন কম্পিউটার শিখছেন। আপনি চাচ্ছেন উইন্ডোজ এক্সপি ইন্সটল করা শিখবেন কিংবা একটি বুটেবল সিডি তৈরি করেছেন এবং তা টেষ্ট করে দেখবেন। এ কাজটি পুরোপুরি শেখার জন্য বা টেষ্ট করার জন্য আপনাকে কমপক্ষে ১০-১৫ বার এক্সপি সেটাপ দিয়ে দেখতে হবে। তারপরও কিছুনা কিছু  বাকি থেকে যেতে পারে। আর এ কাজটি করার জন্য আপনার বা অন্য কারো কম্পিউটারে কি কখনো এতবার সেটাপ দেয়া সম্ভব? যদি আপনি এ কাজটিই করে যান তাহলে অন্য কাজ করবেন কখন? একটা পিসিতে একবার সেটাপ দেয়ার পর অনেক কাজ থাকে যার জন্য প্রায় ২ ঘন্টা মত সময় নষ্ট হতে পারে। সবকিছু মিলিয়ে সেটাপ শেখার জন্য আপনার পিসিটি কখনো উপযুক্ত মাধ্যম নয়। আর তাই ভার্সুয়াল পিসি হতে পারে আপনার জন্য একমাত্র মাধ্যম। ফ্রি আর প্রফেশনালের মধ্যে অনেক ধরনের ভার্সুয়াল পিসি আছে। যেমন MS Virtual PC, Virtual box, VM-Wareইত্যাদি। প্রথম দুটি ফ্রি আর শেষরটি কিনতে হবে। তন্মধ্যে MS Virtual PC আমার কাছে সেরা আর অত্যন্ত সহয । যে কেউই সহযে ব্যবহার করতে পারে। সাইজটাও ৩৫ মেঃবাঃ এর কাছাকাছি। তাই বেশি জায়গা দখল করেনা। এর মাধ্যমে যতবার ইচ্ছা আপনি Win-XP, Win-7, Ubuntu ইত্যাদি সেটাপ করা শিখতে পারেন। এতে আপনার পিসির একদম কোন ক্ষতি হবে না। ভার্সুয়াল পিসি চালানোর জন্য আপনার কম্পক্ষে Pentium4 এবং ৫১২ মেঃবাঃ র‍্যামের দরকার হবে।
MS Virtual PC তে উইন্ডোজ সেটাপ দেয়ার পর ঐটি হবে আপনার আরেকটা পিসি। অর্থাৎ একের ভিতর দুই। আপনার দুটো পিসিই একসঙ্গে চালাতে পারেন কোন সমস্যা ছাড়াই। যেমন আমি আমার ব্রডব্যান্ড লাইনের মধ্যে Host PC (আমার অরজিনাল পিসি যেটা) তে ডাউনলোড দেয়ার পর যখন কোন কিছু ব্রাউজ করলে স্পীড কমে যায়। তখন আমি আমার Guest PC (ভার্সুয়াল পিসি) তে ব্রাউজ করি। এতে স্পীডের কোন সমস্যা হয়না। এখন দেখি ভার্সুয়াল পিসি কিভাবে সেটাপ দেবেন আর কাজ করবেন। নিচের ছবিগুলোতে বর্ণনা আছে। এক ঝলকে ছবিগুলো দেখে নিন। ছবিতে ক্লিক করলে ছবিগুলো বড় হবে। প্রয়োজনে সেভ করে রাখুন আর ভার্সুয়াল পিসি ডাউনলোড করে এখ্নই প্রাকটিস শুরু করে দিন।
ইন্সটলঃ
Install করার পর All Programs থেকে Microsoft Virtual PC রান করুন। এখন আপনাকে একটা ভার্সুয়াল পিসি আরেকটা হার্ডস্ক তৈরি করতে হবে। যেকোন ড্রাইভের যেকোন জায়গায় তা করতে পারেন। ভার্সুয়াল হার্ডডিস্কের জন্য আপনার হার্ডডিস্কের প্রায় ২ জিবি মত জায়গা খরচ হবে। কিন্তু সেটা ভার্সুয়াল পিসিতে অনেক বড় সাইজ দেখঅবে। নিচের ছবিগুলো দেখে কাজ শুরু করুন।

Start এ ক্লিক করার পর আরেকটি উইন্ডো ওপেন হবে। এটিই হল আপনার ভার্সুয়াল পিসি।

এখানে আপনার Bootable ISO বা সিডি ড্রাইভ দেখিয়ে Restart দিন।

তাহলে আপনার কম্পিউটারের মত উইন্ডোজ দেয়া শুরু হবে এর মাধ্যমে।

সেটাপের অর্ধেক পথে যদি বিদ্যুৎ চলে যায় বা কোন গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায় তাহলে ভয় নেই। উপরের ডান পাশে x চিহ্নতে ক্লিক করুন। নিচের মত মেসেজ আসবে।

ওখানে থেকে Save State এ ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে বর্তমান অবস্থাটা সেভ করে ভার্সুয়াল পিসি ক্লোজ হয়ে যাবে। এবার বাকি উইন্ডোটা ক্লোজ করে আপনার Host PC (অরজিনাল পিসি) বন্ধ/শাট ডাউন করে দিতে পারেন। যখন আবার সময় পাবেন তখন Microsoft Virtual PC সফটওয়ারটি রান করুন এবং Start এ ক্লিক করুন। 
কিছুক্ষণের মধ্যেই পূর্বের অবস্থা থেকে পুণরায় কাজ শুরু হবে। এভাবে যতবার দরকার আপনার ভার্সুয়াল পিসিকে সেভ করে রাখতে পারেন। এমনকি উইন্ডোজ দেয়ার পরও এ সুবিধা পাবেন আপনি। সফটওয়ারটির Settings এ ক্লিক করে সেটিংস পরিবর্তন করতে পারেন, Remove এ ক্লিক করে বর্তমান ভার্সুয়াল পিসিটা ডিলিট করতে পারেন, New তে ক্লিক করে আরো অনেক ভার্সুয়াল পিসি তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার প্রচুর RAM এর দরকরার হবে। উইন্ডোজ সেটাপ হয়ে গেলে Virtual PCAddition Setup করতে পারেন।

 
মাউসের কার্সর Host PC তে আনার জন্য কী-বোর্ড থেকে ডানপাশের Alt কী-টি একবার চাপুন। আরোপড়ুন ভার্সুয়াল পিসি এডিশন ইন্সটল। যদি মনে করেন আপনার সিডি পছন্দমত হয়েছে তাহলে ISO ফাইলটি রাইট করতে পারেন

এটি শেষ পর্ব। এর ভেতর আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। যেহেতু টিটি প্রায় সময় ব্যস্থ থাকে তাই আপনাদের প্রশ্নোত্তর পর্বটি আমার ব্লগে নিয়ে যাচ্ছি।  আপনাদের যত প্রশ্ন আছে এখানে করতে পারবেন। যত দ্রুত সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো।

আগের পর্বগুলোঃ

১ম পর্ব

২য় পর্ব

৩য় পর্ব

৪র্থ পর্ব

৫ম পর্ব

৬ষ্ঠ পর্ব

৭ম পর্ব

৮ম পর্ব

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kamrul tumi ei tutorialer maddhome je xp toire korecho ta mediafirea upload koro. Ami ta download korbo. Linkta dio. Amarke pabe http://www.facebook.com/rnrctg

    Level 2

    @Rizwan Niaz Raiyan: কমেন্টস এর জন্য ধন্যবাদ। কিন্তু সাইজটা যে প্রায় 700mb তাই ভয় লাগে। লিমিটেড ইউজারতো। চট্টগ্রামের কাছাকাছি হলে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার এড্রেসটা দিন। কুরিয়ারে করে পাঠিয়ে দেব একটা গিফট। তাছাড়া আপনিওতো তৈরি করে ফেলতে পারেন একটা।

Thanks. Kosto korte ischa kore na. Amar adress: Rizwan Niaz Raiyan, Tax Associates (3rd floor), GA Bhaban, 3/9, Nazir Ahmed Chy Road, Anderkilla, Chittagong-4000. Taratari pathao.

Amar officer number +88031632272

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।