তৈরি করুন মনের মত এক্সপি সিডি [পর্ব-০৭] :: ড্রাইভার এড করুন

তৈরি করুন মনের মত এক্সপি সিডি

এ পর্বে আমরা ড্রাইভার এড করার কাজটি করবো। ড্রাইভার বলতে এখানে শুধু মাদারবোর্ড ড্রাইভার নিয়েই আলোচনা হবে। যারা ল্যাপটপ কিনেছেন তারা অনেকেই চেষ্টা করেন ওটাতে এক্সপি সেটাপ দেওয়ার জন্য। কিন্তু সেটাপ দিতে গেলে পড়েন বিপদে। আসলে ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটারে হার্ডওয়ারগত রয়েছে বেশ পার্থক্য। ল্যাপটপে হার্ডওয়ারগুলো মেসস্টোরেজ ডিভাইস হিসেবে সংযোযিত হয়। আর আপনি উইন্ডোজ সেটাপ দিতে গেলে উইন্ডোজ এগুলোর জন্য প্রয়োজনীয় ড্রাইভার খুঁজ করে। কিন্তু এক্সপিতে ঐ ড্রাইভারগুলো থাকেনা বিধায় হার্ডওয়ারগুলো যথাযথ কাজ করতে পারেনা। আর এগুলো কাজ না করলে আপনার সেটাপ প্রক্রিয়া অগ্রসর হতে পারেনা এবং শেষ পর্যায় একটা মেসেজ দিয়ে বন্ধ হয়ে যায়।
এসব ড্রাইভার উইন্ডোজের ভিসতা এবং পরবর্তী ভার্সনে যুক্ত আছে। তাই এগুলো কোন ঝামেলা ছাড়াই ল্যাপটপে সেটাপ দেয়া যায়। আপনি যদি এক্সপিকে ল্যাপটপে সেটাপ দিতে চান তাহলে ঐ ড্রাইভার আপনার এক্সপি সিডিতে যুক্ত করতে হবে।
আপনি যদি এক্সপিতে এগুলো যুক্ত করতে চান তাহলে যে ব্রান্ডের ল্যাপটপে এক্সপি সেটাপ দেবেন সে ব্রান্ডের ড্রাইভার যুক্ত করতে হবে। আর আপনি তা ঐ ব্রান্ডের সাইটে পাবেন। আর আপনি যদি সব ধরনের ল্যাপটপে আপনার এক্সপি সিডি ইউজ করতে চান তাহলে সব ব্রান্ডের ড্রাইভার আপনাকে যুক্ত করতে হবে। তবে সব ব্রান্ডের ড্রাইভার খোঁজ করাতো চারটিখানি কথা নয়। কোথায় পাবেন এতগুলো ড্রাইভার? হ্যাঁ আপনি চায়লে সব ব্রান্ডের ড্রাইভার একসাথে যুক্ত করতে পারেন। তখন আপনি যেকোন ব্রান্ডর যেকোন মডেলের ল্যাপটপে এক্সপি সেটাপ দিতে পারেন। এর জন্য আপনাকে কাস্টমাইজ ড্রাইভার প্যাক ব্যবহার করতে হবে। আপনাকে DriverPack Mass Storage এবং DriverPack Chipsetএ দুটি ড্রাইভার প্যাক এড করতে হবেএগুলো Driverpacksসাইট থেকে ডাউনলোড করা যাবে। এগুলো টরেন্ট ফাইল। তাই ডাউনলোডের জন্য টরেন্ট ডাউনলোডার লাগবে। ডাউনলোড করার পর এগুলো আপনার এক্সপি সিডিতে এড করে দিলে আপনার সিডিটি ল্যাপটপের উপযুক্ত হয়ে যাবে।
এক্সপি সিডিতে কিভাবে এড করবেনঃ  
প্রথমে Driverpacks এ গিয়ে Windows 2000/XP/2003 (x86) DriverPacks এর নিচে Mass Storage এবং Chipset এ দুটি ড্রাইভারের আপডেট প্যাক ডাউনলোড করে নিন (ডানলোড করা প্যাকগুলো রিনেম বা আনজিপ করবেন না যেরকম আছে হুবহু সেরকম রেখে দিন।)। তারপর DriverPacks BASE  সফটওয়ারটি ডাউনলোড কোন ফোল্ডারে রাখুন এবং আনজিপ করুন। আনজিপ করার পর নিচের চিত্রের মত দেখবেন।

১।ডাউনলোড করাDriverPack Mass Storage এবং DriverPack Chipsetএ দুটি ড্রাইভার প্যাককে DriverPacks ফোল্ডারটিতে (উপরের চিত্রে চিহ্নিত) রাখুন।

২। DPs_BASE.exe (উপরের চিত্রে চিহ্নিত) রান করুন। নিচের চিত্রটি আসা পর্যন্ত Next দিন।

৩। আপনার এক্সপি সিডিটি কপি করে হার্ডডিস্কের কোন জায়গায় একটি নতুন ফোল্ডারে সেভ করে রাখুন। ফোল্ডারটির নাম XP দিন। (যেকোন নাম দিতে পারেন। বর্ণনার সুবিধার্থে বললাম।) এ কাজটি প্রতমেই করতে পারেন।

৪। ২ নং কাজটি করে নিচের চিত্র পর্যন্ত আসুন। লাল দাগ দেওয়া Select a valid location “Brows”  লেখাটি লক্ষ্য করুন। মানে আপনি ড্রাইভারগুলো যে সিডিতে এড করবেন তা দেখিয়ে দিতে বলছে।

 ৫। উপরের চিত্রে দাগ দেওয়া Brows বাটনে ক্লিক করে XP ফোল্ডারটি (যেটাতে আপনার পুরো এক্সপি সিডির ফাইলগুলো কপি করে রেখেছেন) দেখিয়ে দিন। তাহলে লাল রঙের Select a valid location “Brows” লেখাটি চলে গিয়ে ওখানে আপনার এক্সপির নাম চলে আসবে। এবার Next দিন।

৬। এবার নিচের চিত্রটি আসবে যেখানে আপনার রাখা ড্রাইভারগুলো দেখা যাবে (নিচের চিত্রে চিহ্নিত)। ঐ ড্রাইভারগুলোতে ঠিক চিহ্ন দিন। মানে আপনি ঐ ড্রাইভারগুলো এড করতে যাচ্ছেন।মনে করে DriverPack MassStorage text mode (উপরের চিত্রে চিহ্নিত)এ ঠিক চিহ্ন দিন। এগুলোই আপনার প্রয়োজনীয় কাজটি করবে। এবার Next দিন। (চিত্রে দাগ দেওয়া তিনটিতেই ঠিক চিহ্ন দেন।)

 ৭। এরপর শুধু Next দিতে থাকুন যতক্ষণ না নিচের চিত্রটি আসে। আপনি চায়লে অনেক অপশন পরিবর্তন করতে পারেন। কিন্তু যেহেতু আপনি নতুন তাই কোন পরিবর্তন করার দরকার নেই।

 

 ৮। এবার উপরের চিত্রে চিহ্নিত Slipstream বাটনে ক্লিক করুন আর অপেক্ষা করুন। কাজ শেষ হলে Successful মেসেজ দেবে। আপনি অকে দিয়ে বের হয়ে আসুন। এখন আপনার XP ফোল্ডারটি ল্যাপটপের উপযুক্ত হয়ে গেছে। ঐটাকে সিডিতে রাইট করলেই হয়ে যাবে। 

অন্যান্য ড্রাইভার প্যাকঃ
উপরে আমরা ড্রাইভার এড করেছি মাত্র দুটো। এর মাধ্যমে আপনার সিডিটি ল্যাপটপের উপযুক্ত হবে ঠিক কিন্তু সাউন্ড, গ্রাফিক্স সহ অন্যান্য ড্রাইভারগুলো পাবে না। কারণ ঐ গুলো আপনি এড করেন নি। তাই আগের নিয়মে CPU, Graphics A, Graphics B, Graphics C, HID, LAN, WLAN, Sound A, Sound B, Bluetooth, Webcam ড্রাইভারগুলোও ডাউনলোড করে নিন। Bluetooth,Webcam ড্রাইভার প্যাক দুটি 3rd party DriverPacks ফোল্ডারে রাখুন। বাকিগুলো আগের মত DriverPacks এ রাখুন। তারপর আগেরমত DPs_BASE.exeরান করুন এবং নিচের চিত্রের মত সবগুলোতে ঠিক চিহ্ন দিন।
তবে এখানে Bluetooth ড্রাইভারটি কখনো কখনো কাজ করে না। তাই আপনি TOSHIBA এবং Microsoft সাইট থেকে এটি ড্রাইনলোড করতে পারেন।
আর যদি ডেস্কটপের জন্য সিডিটি তৈরি করেন তাহলে Chipset, Graphics A, Graphics B, Graphics C, LAN,Sound A, Sound B, Bluetooth এগুলো এড করলেই হবে।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

এক কথায় কোন কথা হবে না বস্…..অসাধারন টিউন ।অসংখ্য ধন্যবাদ…

u r great
go on ..

dada 3/5/6/7/8 no. a 1st line ta font missing kisu buji na shudu charkona ghor ashey kotoguli

    Level 2

    @Salauddin Mazumder: আপনি প্রক্রিয়া চলাবস্থায় মেসেজগুলো দেখে তেমন কিছু বুঝতে পারবেন না। কারণ ওখানে অনেক কাজ হয় এবং সবগুলোর মেসেজ শো করে। তাই আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করুন। শেষের মেজেটা আসলেই আপনার কাজ হয়ে যাবে। তবে কাজ চলাবস্থায় অন্য কাজ থেকে পিসিকে বিরত রাখুন।