আসস্লামুয়ালিকুম ।
কোন ব্লগ এ লেখা এটা আমার প্রথম পোস্ট। খুব সাধারন একটা বিষয় এর উপর লিখব। অনেকেই হয়ত জানেন কিন্তু লিখাটা তাদের জন্য জারা আমার মত অনেক সাধারন জিনিস গুলি জানেন না ।
আমার খুব সুন্দর একটা পিসি থিম ছিল। আমার খুব ইচ্চা ছিল সেটা আমি আমার বন্ধু দের দেখাব। কিন্তু সবাই কে ত আর বাসায় ডেকে আনা সম্ভব না, তখন আমি চিন্তা করলাম ছবি তুলে নিব। কিভাবে ছবি সফটওয়্যার ছাড়াই ছবি তোলা যায় তখন ই জানলাম। 😀 এ বার আপনাদেরও জানাব।
জিনিস টা খুব ই সাধারন যারা জানেন না তারা মজা পাবেন যেমন আমি মজা পেয়েছিলাম।
আমাদের কীবোর্ড এর print screen SysRq এই বাটম দিয়ে স্ক্রীন শর্ট এর কাজ করা হয়।
প্রথম print screen SysRq এই বাটম ক্লিক করেন তারপর মাইক্রোসফট ওয়ার্ড এ পেস্ট করেন দেখবেন কত সুন্দর এক টা ফটো উঠে গেছে। ঠিক আমারটার মতো 😀 যদিও আমি এই ছবি টা তুলেছিলাম আমার থিম এর ক্যামেরা দিয়ে 😉
যারা নতুন জানলেন আমাকে জানাবেন কেমন লাগলো । 😀 😀 ধন্যবাদ সবাইকে।
আমি Color Splash Turturi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
age thekei jantam. Tobe ami new ekta triks pai c. Aj share korbo. Ja ei rokom. So dont mind