বিসমিল্লাহির রাহমানির রাহীম
সাবাইকে সালাম জানিয়ে আমার টিউনটি লেখা শুরু করলাম, আসসালামু আলাইকুম।
এটা আমার প্রথম টিউন,এর আগে কেউ এই বিষয়ে টিউন করেছিলো কিনা আমি জানিনা। কারণ আমি নতুন টিউনার,আর
নতুন টিউনার হিসেবে আমার ভুলত্রুটি হওয়াটাই স্বাভাবিক,আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে টিউনটিতে ভুল না থাকে,তার
পরেও যদি ভুল থাকে,তাহলে সে ভুলটি কিভাবে সংশোধন করা যায়,আশা করি আপনাদের কাছে সেই উপদেশটিই পাবো।
আমার অনেক দিন থেকে জানার ইচ্ছা কোন সফটওয়্যারের মাধ্যমে এবং কিভাবে Mp3 থেকে গায়ক এর কণ্ঠ বাদ
দিয়ে শুধু মিউজিক রাখা যায় এই বিষয়ে অনেকের কাছে বললাম,কেউ বলতে পারলোনা।
তাই বসে গেলাম নেটে খুঁজতে খুঁজতে অনেক দিন পর সফটওয়্যারটি পেলাম। পাওয়ার পর মনে হল সাগরের গভীর তল
দেশ থেকে সফটওয়্যারটি পেলাম,তাই শেয়ার করলাম। আপনাদের কাছে কতটুকু ভাললাগবে জানিনা, আর কষ্ট করে পড়ার
জন্য সাবইকে অসংখ ধন্যবাদ। অনেক কাথাই বললাম এবার আসল কাথাই আসি দেখুন কিভাবে Mp3 থেকে গায়ক এর
কণ্ঠ বাদ দিবেন।
ডাউনলোড
http://www.mediafire.com/?us9i645eq3g
১। সফটওয়্যারটি ওপেন করার পর উপুরের পিকচার এর মত হলে,1click এর প্রয়োজন নেই।
৩। Mp3 Folder থেকে আপনার পছন্দের Mp3টি Select করে Open ক্লিক করুন।
৪। Voice Remover-Center Filtring Methed ক্লিক করুন।
৫। On/Off Effecet Baton ক্লিক করুন।
৬। Mp3 গানের উপুড় Right ক্লিক করুন।
৮। Output Folder আপনি যেখানে সেভ করবেন সেই স্থানটি দেখিয়ে দিন/ ৯। Output File Format আপনার ইচ্ছা
মত Format দেখিয়ে দিন।
১০।Morph ক্লিক করুন।
১১।কনভার্ট হইতেছে ওরে নীল দরিয়া
।
১২।ফাইলটি কনভার্ট সাকসেস, OK.
১৩।এই অপশন গুলো পরিবর্তন করে মিউজিকের সাউন্ড কোয়ালিটি ভালো মন্দ করা যায়।
আমি kamrulsohan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wow bro thank u