গভীর সাগরে পরে থাকা টিউন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সাবাইকে সালাম জানিয়ে আমার টিউনটি লেখা শুরু করলাম, আসসালামু আলাইকুম।
এটা আমার প্রথম টিউন,এর আগে কেউ এই বিষয়ে টিউন করেছিলো কিনা আমি জানিনা। কারণ আমি নতুন টিউনার,আর
নতুন টিউনার হিসেবে আমার ভুলত্রুটি হওয়াটাই স্বাভাবিক,আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে টিউনটিতে ভুল না থাকে,তার
পরেও যদি ভুল থাকে,তাহলে সে ভুলটি কিভাবে সংশোধন করা যায়,আশা করি আপনাদের কাছে সেই উপদেশটিই পাবো।

আমার অনেক দিন থেকে জানার ইচ্ছা কোন সফটওয়্যারের মাধ্যমে এবং কিভাবে Mp3 থেকে গায়ক এর কণ্ঠ বাদ
দিয়ে শুধু মিউজিক রাখা যায় এই বিষয়ে অনেকের কাছে বললাম,কেউ বলতে পারলোনা।
তাই বসে গেলাম নেটে খুঁজতে খুঁজতে অনেক দিন পর সফটওয়্যারটি পেলাম। পাওয়ার পর মনে হল সাগরের গভীর তল
দেশ থেকে সফটওয়্যারটি পেলাম,তাই শেয়ার করলাম। আপনাদের কাছে কতটুকু ভাললাগবে জানিনা, আর কষ্ট করে পড়ার
জন্য সাবইকে অসংখ ধন্যবাদ। অনেক কাথাই বললাম এবার আসল কাথাই আসি দেখুন কিভাবে Mp3 থেকে গায়ক এর
কণ্ঠ বাদ দিবেন।

ডাউনলোড

http://www.mediafire.com/?us9i645eq3g

১। সফটওয়্যারটি ওপেন করার পর উপুরের পিকচার এর মত হলে,1click এর প্রয়োজন নেই।

২। Add Files,ক্লিক করুন।

৩। Mp3 Folder থেকে  আপনার পছন্দের Mp3টি Select করে Open ক্লিক করুন।

৪। Voice Remover-Center Filtring Methed ক্লিক করুন।

৫। On/Off Effecet Baton ক্লিক করুন।

৬। Mp3 গানের উপুড় Right ক্লিক করুন।

৭। Morph ক্লিক করুন।

৮। Output Folder আপনি যেখানে সেভ করবেন সেই স্থানটি দেখিয়ে দিন/ ৯। Output File Format আপনার ইচ্ছা
মত Format দেখিয়ে দিন।

১০।Morph ক্লিক করুন।

১১।কনভার্ট হইতেছে ওরে নীল দরিয়া

১২।ফাইলটি কনভার্ট সাকসেস, OK.

১৩।এই অপশন গুলো পরিবর্তন করে মিউজিকের সাউন্ড কোয়ালিটি ভালো মন্দ করা যায়।

Level 0

আমি kamrulsohan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

wow bro thank u

    @mindfaish কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

thank you… ami eta khujsilam

    @hridoy2580 আপনার মত আমিও অনেক খুঁজছিলাম তার পর পাইছি, কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

প্রিয়তে নিলাম।

    @Mahmud কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

TT te shagotom bro,

Valo diye sen Bai.thank you.

    @MonyChowdhury আপনাকেও thank you.

Level 0

Khub Bhalo Tune Diye Suru Korlen. Bhalo Laglo. Chaliye Jan…………………

@AmitTunes আমার জন্য দোয়া করিয়েন আমি যেন আরও ভালো টিউন করতে পারি। কমেন্টের জন্য আপনাকে অনেক
ধন্যবাদ।

ভাই প্রথম টিউন এ ই ফাটিয়ে দিলেন।এক কথায় ফাটাফাটি।

    @ranim-mahfuz আমার জন্য দোয়া করেন আরও যেন ফাটাফাটি টিউন করতে পারি।কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

আপনার টিউনটি অনেক জটিল হইছে। তবে আমার মনে হয় টিউনের টাইটেলটা একটু পরিবর্তন করা দরকার। টাইটেল দেখলে মনে হয় না এটা কোন সফটওয়্যার নিয়ে লেখা। অনেকে মনে করতে পারেন এই টিউনটি অনেক আগের যা কখনাই কেউ দেখেন নাই। এরকম হতে পারে
1) গান থেকে এখুনি ভয়েস রিমুভ করে দিন সুন্দর একটি সফটওয়্যার দিয়ে ।
2) কেউ কি গান থেকে ভয়েস রিমুভ করার সফটওয়্যার খুঁজছেন তাহলে এখুনি নিন।
3) অডিও গানের ভয়েস রিমুভ করতে চাইলে এই টিউনটি দেখুন।
4) এবার অডিও গানের ভয়েস রিমুভ করে গান শুনুন।

    দুঃখিত বস। এইরকম কমেন্টস করার জন্য।

      @জোবায়ের রাসেল , ভুলটি কিভাবে সংশোধন করা যায়,আশা করি আপনাদের কাছে সেই উপদেশটিই পাবো।

এই সফটওয়্যার টি আমি খুজছিলাম অনেকদিন ধরে…আরো ভাল সফটওয়্যার চাচ্ছি ভবিষ্যতে…চালিয়ে চান ঃ)

    @saif khan sohan কমেন্টের জন্য আপনাকে অনেক
    ধন্যবাদ।

ভাই এর আগে আমি একটা Comment করলাম কেটে দিলেন। সফটওয়্যারটা কাজ করে আমি আপনার টিউনটি এর দারাবাহিক Details অনুযায়ী ইন্সটল করে try করেছি কিন্তু কাজ হল না। যারা Comment করেছেন তারা একবার try করেছেন এবং যারা Comment করবেন তারা একবার try করে মন্তব্য করলে মনে হয় ভাল হত।

    মোঃ আল মামুন ভাই আপনি ৫। On/Off Effecet Baton চেক করুন ভালো করে ।

Level 3

আসলে চেষ্টা করলে সবই পাওয়া সম্ভব।সুন্দর লিখেছেন আরো চাই । আপনার ক্ষ্ট তাহলে স্বার্থক ।আর ভাই বানান যে গুলো ভুল আছে তা ঠিক করেন এবং ভয়েজ রেখে কন্ঠটা বাদ দিন।জোবায়ের রাসেলের সাথে আমি একমত ।আমারো মনে হয়েছিল এই টিউনটি অনেক আগের যা কখনোই কেউ দেখেনি।শুভ কামনা রইলো…………….

    @মোহাম্মদ খালিদ হোসাইন, কমেন্টের জন্য আপনাকে অনেক
    ধন্যবাদ।

ভাই ভালো জিনিস দিলেন। ♠

Level 0

Vai Khub Shundor Tune. Ame O Bujhte Pare Nai Vabselam Apnar Kono Tune Ojhota Pending Kora Hoyse 😀 Tune Er Nam Ta Change Kore Felen R O Oneker Kaje Ashbe Dhonnobad …

    @Babor ভাই আমি নতুন টিউনার,কি ভাবে নাম পরিবর্তন করব।

      আপনি টিউনটির এডিট বাটনে ক্লিক করুন এবং নাম পরিবর্তন করতে পারবেন।

Level 0

kamrulsohan vai thanks amin akta jotil tune amdayr daybar jon no//kip tuneing

    @mk.rasayl আপনাকে অনেক ধন্যবাদ।

জোবায়ের রাসেল ,আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

Hi Dear Brother, I a new comer in TechTune. Here I can not write bangla. So, I write in English. Pardon me, please. When I play a mp3 in Windows Media Player or in my N5800 XpressMusic then I see a title picture add with the mp3 which shows in the screen. Such as Paglamusic.com / mytunesbd.com or artista Pic. I want to change this picture and want to add this picture. How can I do it, Please tell me details. If it needs any software please give me a link in [email protected].

    @Ahsan আপনি যে Mp3 গানের পিকচার পরিবর্তন করতে চান সেই গানটি Play করুন, এবার আপনি যে পিকচারটি দেখতে পাচ্ছেন তার নীচে দেখুন গানের নাম আছে। এবার গানের নামের উপুড় রাইট ক্লিক করুন তার পর Advanced Tag Editor ক্লিক করুন তার পর Pictures ক্লিক করুন তার পর Add ক্লিক করুন তার পর আপনার মনে যে Pictures
    সেটি Select করে Open ক্লিক করুন এর পর Apply OK ক্লিক করুন। Pictures size 242 থেকে 400 পর্যন্ত দিবেন।

Level 0

onekdin dhore khujcilam! Super thanks!

Level 0

Thank you so much. onek din dhore amon akta soft khujcelam.

Level 0

Vaijan ei softwear er serial key/regi detail ta kaj korchena bro. Plz ar ekta serial key jodi diten…

    @hridoy636 Serial Number Copy Kore = Activation Code Paste Kore
    Activate full version Click Korun
    Tar por Abar Serial Number Er Gore Serial Number Diye Activate Click Korun
    Er Por Restart Now Option Asbe Okhane Click Korun…….OK

    First + Last Name.: Team CRD
    Email………….: [email protected]
    Serial Number…..: 4138249161

ভাই এই সফটওয়্যারটি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আজ পেলাম আপনাকে অনেক ধন্যবাদ।

    @abusamafajlul কমেন্টের জন্য ধন্যবাদ।

ভাই লিংকা টা ইনভেলিড বলছে। ঠিক করে দেন।

vai licence invalid bole nw ki korbo?

Level 0

Vai Amake Ki Keo Ta Mp3 Song 1sathe Korar Softwere Ar Khoj Dite Parbe????????????

    @minhajali ভাই আপনি কোন সফটওয়ারের কথা বলছেন।