যেভাবে ফেসবুক টাইম্ লাইন থেকে আগের স্টাইলের প্রোফাইল ফিরে যাবেন!!!

আস সালামু আলাকুম কেমন আছেন সবাই? অনেক ভাল তাইনা । আজ আমি আপনাদের সাথে সামাজিক যোগাযোগের অন্যতম সাইট ফেসবুক বিষয়ে বলব। আমরা অনেকে ইদানিং “ ফেসবুক টাইম্ লাইন ‘ স্টাইল করেছি। এটা প্রথমে অনেকে ভাল মনে করে ইচ্ছায় আবার অনেকে না বুঝে করেছে। কেহ এখনও করতে চায় আবার কেহ এটি থেকে মুক্তি পেতে চায়। তাই আজকে আমি আপনাদের দেখাব যে কিভাবে ফেসবুক টাইম্ লাইন থেকে পুরনো স্টাইলের প্রোফাইল পেজে ফিরে যাওয়া যায়। তবে আসুন জেনে নেই যে সেটা কিভাবে করা যায়। আপনার যারা ফায়ারফক্স ব্যবহার করেন তাদের জন্য।

জেভাবে মজিলা ব্রাউজারের জন্য করা জাবেঃ

০১। প্রথমে মজিলা ব্রাউজারের জন্য user-agent-switcher এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।

০২। তারপর আপনার ব্রাউজার রিস্টার্ট করুন।

০৩। তারপর Tools>Default User Agent> Internet Explorer, এখান থেকে Internet Explorer 7 সিলেক্ট করে দিন।

০৪। তারপর ফেসবুক একাউন্টে লগ ইন করুন ।

০৫। তারপর আপনার ব্রাউজার রিফ্রেশ করে দেখুন যে আপনার ফেসবুকের পুরনো প্রোফাইল পেয়ে গেছেন। তবে ফেসবুকের প্রোফাইলের উপরের অংশে

অনেক খানি white space দেখা জেতে পারে । আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য

০১। এখান থেকে FB Purity Extension ডাউনলোড করে ফেলুন।

০২। তারপর FB Purity Extension – Install করুন।

০৩। আপনার মজিলা ব্রাউজার রিস্টার্ট করুন।

এখন আপনার কাজ শেষ। এবার আগের মত ফেসবুক প্রোফাইল দেখুন।

পূর্বে আমার ব্লগে প্রকাশিত হয়েছে

Level 0

আমি Admin Ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রুহুল আমিন খুলনা সরকারি বি,এল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের পরীক্ষা দিয়েছি ।আমি বর্তমানে ওয়েব ডিজাইনের কাজ করছি। আমার সাইট www.netzonebd.com, www.pcehlpline24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো………ধন্যবাদ

Level 0

tnxx bosss salar facebook pora fuckbook hoigechilo now ok tnxxxxxxxx

Level 0

vai ai vabe sudhu nije dekha jabe bt onno ra time line ee dakhte pabe

এটি নিয়ে আমি আগেই একটি টিউন করেছিলাম। তারপর ধন্যবাদ আমার আগের টিউন লিঙ্ক https://www.techtunes.io/netizen-network/tune-id/107223/

Level 0

vai, time line set korbo kivabe?
R ha. . . Mobile theke ki time line set korte parbo?

এটি নিয়ে আগেই একটি টিউন করা হয়েছে এবং এইটা পুরপুরি OFF হয় না…।

ভাই টাইমলাইনই ব্যাবহার করতে হবে, কারন ফেসবুক এটা বাধ্যতামূলক করেছে।