ক্লাস-২
কাজ # [১০] একটি ফাইল খুলতে হয় কিভাবে
এই কমান্ডটির মাধ্যমে আমরা পূর্বে সংরক্ষণ করা একটি ফাইল কিভাবে খুলে ব্যবহার করতে হয় তা দেখব।
ক্লিক করুন (File) menu
ক্লিক করুন (Open) [or (Open) tool]
ফাইল নাম পছন্দ করুন
ক্লিক করুন (Open)
কাজ # [১১] লেখা বদলের জন্য যেকোন লেখা নির্বাচন করতে হয় কিভাবে।
যেকোন অক্ষর অথবা শব্দ অথবা বাক্য আমরা নির্বাচন করতে চাইলে লেখাটির পরে অথবা পূর্বে কার্সর নির্বাচন করে মাউস চেপে ড্রাগ করি আকাঙ্খাবে অবস্থানে রাখবে তারপর মাউস ছেড়ে দিব।
কাজ # [১২] কিভাবে লেখা Bold face করতে হয় অথবা বাদ দিতে হয়।
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন [B] Tool from formatting toolsbar.
কাজ # [১৩] কিভাবে লেখা Italic face করতে হয় অথবা বাদ দিতে হয়।
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন [ I ] Tool from formatting toolsbar.
কাজ # [১৪] কিভাবে লেখা Underline করতে হয় অথবা বাদ দিতে হয়।
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন [ U ] Tool from formatting tool bar.
কাজ # [১৫] একটি লেখা কিভাবে মুছে ফেলতে কিভাবে
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন (Edit) menu
ক্লিক করুন (Clear) or (Delete) Key চাপুন
কাজ # [১৬] কিভাবে লেখা Change the Case (পরিবর্তন)করতে হয়।
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন (Format) menu
ক্লিক করুন (Change Case)
পর্দা প্রদর্শন করবে [Sub Menu: Sentence Case, Lower Case, Upper Case, Title Case, and Toggle Case]
মাউস অথবা কীবোর্ডের মধ্য দিয়ে প্রত্যাশিত হিসেবে যেকোন একটি Case নির্বাচন করুন।
কাজ # [১৭] কিভাবে অক্ষর স্থানন্তর অথবা কপি করতে হয়।
Move: -স্থানন্তর
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন (Edit) menu
ক্লিক করুন (Cut) or (Cut) tool from standard toolsbar.
তারপর যেখানে অক্ষর Move: -স্থানন্তর করতে চান সেখানে কার্সর রাখেন ।
ক্লিক করুন (Edit) menu
ক্লিক করুন (Paste)or (Paste) tool from standard toolbar.
Copy: -কপি
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন (Edit) menu
ক্লিক করুন (Copy) or (Copy) tool from standard toolsbar.
তারপর যেখানে অক্ষর Copy: -কপি করতে চান সেখানে কার্সর রাখেন ।
ক্লিক করুন (Edit) menu
ক্লিক করুন (Paste) or (Paste) tool from standard toolsbar.
কাজ # [১৮] কিভাবে তৈরি করতে হয় Paste Special
একটি ডকুমেন্টে এই কমান্ড উভয় Formatted & Unformatted লেখাটির মধ্য দিয়ে করা যাবে।
অক্ষর নির্বাচন করুন
ক্লিক করুন (Cut) / (Copy) tool
তারপর যথস্থানে কার্সর রাখেন যেখানে কপি / স্থানন্তর করেত চান।
ক্লিক করুন (Edit) menu
ক্লিক করুন (Paste Special)
নির্বাচন করুন Formatted Text or Unformatted
ক্লিক করুন (Ok)
কাজ # [১৯] কিভাবে দেখতে হয় একটি ডকুমেন্টের প্রিন্ট করার প্রাকদর্শন (Print Preview)
ক্লিক করুন (File) menu
ক্লিক করুন (Print Preview) or (Print Preview) tool from standard toolsbar
[একটি পাতা প্রাকদর্শন দেখের জন্য ক্লিক (One Page) tool একাধিক পাতা দেখের জন্য ক্লিক (Multiple Page) tool পাতার জন্য পছন্দ আবির্ভূত হবে। পাতার সংখ্যা এখন নির্বাচন করে।]
প্রিন্ট প্রাকদর্শন থেকে প্রস্থান । To Exit from print preview.
ক্লিক করুন (Close) tool
আমি zahirulislam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
zahirulislam ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আমি একটা বিষয় জানতে চাই তাহলো–
বইতে যে সকল চিত্র ( যেমন : বিভিন্ন যন্ত্রপাতি, লেখচিত্র , বিভিন্ন অনুর আকৃতি ইত্যাদি ) দেখতে পাই,
তাহা কি মাইক্রোসফট ওয়ার্ড-এ করা হয় নাকি অন্য soft এ করা হয় ?
ভাই একটু বিস্তারিত জানাবেন কিন্তু !!!!!
…………………………………………………………………
Thanks for your structural tips.