জিতে নিন দুইটি (২টি) ডোমেইন!!! এমন একটি পোস্ট দিয়ে আপনিও আপনার নিজের ব্লগটকে আর একটু জনপ্রিয় করে তুলতে পারেন। এতে হয়তো আপনার বাড়তি কিছু খরচ হবে। কিন্তু এই সামান্য খরচ আপনার ব্লগটিকে জনপ্রিয়তা এনে দিবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
জিতে নিন দুইটি (২টি) ডোমেইন!!! এমন অনেক প্রতিযোগিতা অনলাইনে পাবেন। এমন কিছু প্রতিযোগিতা হয় - যেখানে আপনাকে অতিথি লেখা জমা দিয়ে অংশ নিতে হবে। তবে এই ধরনের প্রতিযোগিতায় খুব একটা সারা পাওয়া যায় না। আবার এমনকিছু প্রতিযোগিতা হয় - যেখানে শুধুমাএ ফেইজবুক পেজে লাইক, টুইটারে ফলো এবং কমেন্ট করে অংশ নেয়া যায়। এমন একটি প্রতিযোগিতার উদাহরণ এই লিঙ্ক এ পাবেন।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো, কিভাবে আপনিও এমন একটি প্রতিযোগিতার আয়োজন করতে পারেন।
যেকোন প্রতিযোগিতা শুরু করতে আপনাকে দুইটি দিকে নজর দিতে হবে। প্রথমত, আপনাকে প্রতিযোগিতার স্পসরের ব্যবস্থা করতে হবে। অথবা নিজে পুরস্কারের ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত, প্রতিযোগিতা সফলভাবে পরিচালনা করার জন্য মাধ্যম নিবার্চন করতে হবে। এই লেখায় প্রতিযোগিতা সফলভাবে পরিচালনা করার এক অসাধারন সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
http://www.rafflecopter.com হচ্ছে সেই সাইট। একটি নতুন প্রতিযোগিতা rafflecopter এর মাধ্যমে শুরু করতে প্রথমে আপনার নাম এবং ইমেইল দিয়ে "Get Started" এ ক্লিক করুন।
লগ-ইন হয়েগেলে, "+ New Giveaway" লিঙ্কে ক্লিক করে, আপনার নতুন প্রতিযোগিতা আরম্ভ করুন।
এর পরের পেজে আপনাকে, আপনার শুরু করা প্রতিযোগিতার নাম দিতে হবে। যেমন ধরুন, জিতে নিন দুইটি (২টি) ডোমেইন!!! এরপর প্রতিযোগিতার পুরস্কার অপশনে ক্লিক করে, পুরস্কার উল্লেখ করতে হবে। এরপরই আসবে "How Can People Enter", "Add an option" এ ক্লিক করে অপশন গুলো যুক্ত করুন।
উপরের ছবির অপশন গুলো আপনার প্রতিযোগিতায় দিতে পারবেন। যেহেতু "Choose your own task" অপশনটি আছে, তাই নিজের তৈরিকৃত অপশনও যুক্ত করতে পারবেন। এরপর আপনার প্রতিযোগিতার শুরু এবং শেষ এর তারিখ দিয়ে "Get the widget" এ ক্লিক করুন। লগিং প্লাটফরম নির্বাচন করে, কোড কালেক্ট করে নিজের ব্লগে পেষ্ট করুন। হয়েগেল আপনার একটি প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী নির্বাচন করতে "Moderate > Add a winner" এ ক্লিক করুন। এটি Randomly বিজয়ী বাছাই করে দিবে এবং automatically অপনার widget এ পাবলিশ করে দিবে।
আমরাও আমাদের ব্লগে এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতার উদাহরণ দেখতে এবং অংশ নিতে নিচের লিঙ্ক অনুসরন করুন।
লিঙ্ক: Win 2 free domain name
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।
vai ,এখানে গিয়ে দেখেন আরো ভালো জিনিস অপেক্ষা করছে। http://forum.global-itbd.com