পর্ব-২:কম খরচে Stamp সাইজ ছবি প্রিন্ট করুন।যারা এখনো জানেন না বা যারা জানেন তাদের সবার জন্য।সাথে Software+খাম ফ্রী!!

[প্রিয় ভাই ও বোনেরা এটা আমার দ্বিতীয় টিউন। কালকের ব্যপক হিটের পর(আমার মতে) আজ আবার টিউন করতে সাহস পইলাম। কোন ভুল হলে মাফ করবেন। টিউমেন্টের মাধ্যমে টিউনটি কেমন হল জানাবেন।]

1. যে ছবিটি থেকে পাসপোর্ট সাইজ ছবি বানবেন তা photoshop দিয়ে open করুন।

2. টুলবার থেকে ক্রপ সিলেক্ট করুন অথবা C চাপুন। এখন কার্সরটি এমনদেখাবে আর মেনুবারে নিচে একটি ক্রপ সিলেকশন বার দেখা যাবে।

3. এখানে Height: 25mm Width: 20mm Resolution: 300 Pixels/inch ইনপুট করুন।

4. এবার কার্সরটিকে ছবির উপর এনে মাউসের Left Button ধরে রেখে প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে নিন। সিলেক্টেড অংশে সবদিকেই কমানো/বাড়ানো যাবে। সিলেক্টেড প্যনেলে কর্নার গুলোতে মাউস নিলেই বুঝতে পারবেন।

5. প্রয়োজনীয় ক্রপ সিলেকশন শেষে NumPad এর Enter চাপুন.যদি মনে করেন ক্রপ ঠিক মত হয় নাই, তাহলে Ctrl+Z চেপে আবার চেষ্টা করুন।

6. এ বার ছবিটির Background মুছে দিন। এ জন্য eraser tool select করতে হবে।

7. এবার background color এ ক্লিক করুন

এর পর color picker এ color এর নাম দিন #75c2f8

ok করুন এবং eraser tool ব্যবহার করে background delete শুরু করুন।

Delete শেষে ছবিটি এরকম হবে

8. এবার সেভ করার পালা। তার আগে ক্রপ করা ছবিটি ঠিকভাবে সাইজ হল কিনা দেখে নিন আরেকবার। Image>Image Size

9. এবার ফাইল সেভ করতে হবে JPEG ফরমেটে। সুতরাং Save As এ ক্লিক করে JPEG সিলেক্ট করে save চাপুন। একটা উইন্ডো আসবে। Image Quality 12 দিয়ে দেখুন। Baseline দিন Standard।

এবার ছবি গুলো সাজানোর পালাঃ


১ম ধাপ

১৫ টি stamp সাইজ ছবির জন্য

১. নিচের লেখা গুলি হুবহু নোটপ্যাডে কপি পেস্ট করেন।

; line 1, page size
M 88.9 127.0 0

; line 2, description
15ss in 3r

; line 3 - n, drop zones
30.3 51.5  29.0 24.0
30.0 76.6  29.0 24.0
60.7 51.5  28.2 24.0
59.9 76.6  29.0 24.0
60.3 25.8  28.6 24.0
59.9 0.0  29.0 24.0
0.0 76.6  29.0 24.0
30.0 103.0  29.0 24.0
59.9 103.0  29.0 24.0
0.0 103.0  29.0 24.0
0.0 51.5  29.0 24.0
30.3 25.8  29.0 24.0
0.0 25.8  29.0 24.0
0.0 0.0  29.0 24.0
30.0 0.0  29.0 24.0

২. এবার ফাইলটা সেভ করেন 15ss in 3r.txt নামে।

৩. 15ss in 3r.txt ফাইলটা কপি করে, \Program Files\Adobe\Photoshop CS\Presets\Layouts ফোল্ডারে পেস্ট করেন।

যাদের পোর্টেবল ভার্সন…

আপনার ফটোশপ যেখানে রাখা ওই ফোল্ডারে Presets>Layouts নামে একটা নতুন ফোল্ডার খুলুন। অত:পর ওইখানে .txt ফাইলটি কপি পেস্ট করুন। পোর্টেবলেও হয়।

২য় ধাপ

১. এবার ফটোশপে আপনার আগে edit করে রাখা ছবির ফাইল ওপেন করুন।
২. প্রয়োজনীয় এডিট শেষ করেন। যেমন – ব্রাইট, কনট্রাস্ট, লেভেল, কালার, প্যাচের কাজ ইত্যাদি। তারপর Ctrl+A চেপে সম্পুর্ন ছবিটি select করুন এবং Ctrl+C চেপে copy কারুন।

৩. এবার Ctrl+N চাপুন। নতুন window তে Height: 29mm Width: 24mm লিখে ok করুন।

৪. নতুন window select রেখে Ctrl+V চাপুন। তাহলে দেখতে পাবেন আপনার ছবিটি paste হয়েছে এবং চারিদিকে সাদা Border দেখা যাবে।

৫. এবার Photoshop উইন্ডোতে File>Automate>Picture Package এখানে যান ।

Page size: 3.5x5 in এবং Layout: 15ss in 3r আছে কিনা দেখেনিন। এবং ok press করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পারবেন

৬.এবার লাল রঙ select করে paint bucket tool টি দিয়ে চারটি ছবির মাঝে click কারুন।তাহলে এরকম হবে

৭. Save As এ ক্লিক করে JPEG সিলেক্ট করে save চাপুন। একটা উইন্ডো আসবে। Image Quality 12 দিয়ে দেখুন। Baseline দিন Standard।

এবার কাজ শেষ। ছবিটাকে lab থেকে 3R সাইজ print দিয়ে আনুন। তবে অনেক lab ই print করতে চায় না। তারা কিছুতেই ১ কপি 3R size ছবি print করবে না। তাই আপনার ভাই, বোন,বউ,জামাই, জানটা, প্রাণটা সবার পাসপোর্ট সাইজের ছবি print করে আনুন। ৪ থেকে ৫ কপি হলে print করবে। আমি নিজে মালিবাগের থেকে এই ধরনের ছবি প্রিন্ট করাই।

ছবি কাটার জন্যঃ

১.কাচের উপর রেখে স্টীলের স্কেল দিয়ে সঠিক স্থানে ধরে এন্টিকাটার দিয়ে টান দিন। দেখবেন কত সুন্দর কেটে গেছে ।

২. এত কিছু না থাকলে একটা বড় কাচি দিয়ে কেটে নিন।

আমার এই পদ্ধতি অনুসরন করলে যে সুবিধা আপনারা পাবেনঃ

১. সস্তায় আপনারা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে পারবেন।

২. ছবির পাশে পর্যাপ্ত Border থাকবে।

৩. ছবি সহজে কেটে আলাদা করতে পারবেন।

সবার জন্য Adobe Photoshop 8.0 এর Portable version এর লিঙ্ক দিলাম। এর সাইজ 40.1MB .

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

টিউন সংক্ষেপঃ

১. বাংলাদেশে পাসপোর্ট সাইজ ছবির জন্য 40x50mm এবং stamp সাইজ ছবির জন্য 20x25mm করে ছবি crop করতে হবে।

২. ছবির প্রতি পাশে 2mm করে সাদা border রাখতে হবে। তাই নতুন canvas এর size এ (40+4)x(50+4)mm এবং (20+4)x(25+4)mm নেয়া হয়েছে।

৩. ছবি কাটা সহজ করার জন্য পরে লাল রঙ দেওয়া হয়েছে।

সংযুক্তিঃ ছবিতো বানালেন কিন্তু রাখবেন কোথায়? তার ব্যবস্থা আছে। নিচের ছবিটি print করুন এবং দাগ বরাবর কাটুন।এরপর আঠা দিয়ে খাম বানিয়ে তার ভেতর ছবি রাখুন।

**টিউনার ভাই ও বোনেরা কালকের টিউনটার সামান্য পরিবর্তন করে আজকের টিউনটা করলাম। আমি আজকে নতুন করে সংক্ষেপে লিখতে পারতাম কিন্তু তাতে নন টেকি টিউনারদের অসুবিধা হত। যারা টেকি টিউনার তারা মাফ করবেন।

[{( সবশেষে আবারও বলছি আমি একজন নতুন টিউনার। যে কোন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারও বুঝতে অসুবিধা হলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন )}]

Level 0

আমি ছোটভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ…।। অসাধারন।খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ।

মচৎকার থুক্কু চমৎকার হইছে। 😀 😆

Level New

জটিল হইসে ভাই

Level 0

ভাই ধন্যবাদ। আমি নিজে লেআঊট তৈরি করে student লাইফে এই কাজটি করতাম, একটি 4R এর মাজেই ৫টি পাসপোর্ট ও ৪ টি স্ট্যাম্প বানাতাম-এটি আমাকে এক ছোট ভাই শিখিয়েছিল-সে স্টুডিও তে চাকরি করত-তার সাথে একটু খাতির ছিল-তাই সে আমাকে এই সিস্তেমটি শিখিয়ে দিল। এখন আমি রিলেটিভ যারা তাদের এই ভাবে করে দেই এবং ৫ থেকে ১০ কপি 4R স্টুডিও থেকে প্রিন্ট করে নেয়।

Level 0

onak sundor tune share korar jonno thanks.

Level 0

এমন টিউনই অনেক দিন ধরে খুজছিলাম।
ধন্যবাদ না দিলে কৃপনতা হবে।

এবার আয় করুন Link শেয়ার করে

ভাই আপনার টিউন ফাটাফাটি হইসে
এমন কাজের ট্রিক আরো শেয়ার করবেন আশা করি।।

অনেক কাজের টিউন।ধন্যবাদ

খুব ভাল লাগল ভাই। ধন্যবাদ

Level 0

@ছোটভাই আপনি দেখি সত্যি কাজের .. চালিয়ে যান । আপনার জন্য শুভকামনা রইলো ।

দারুন উপস্থাপনা
waiting 4 NXT

Level 0

Asslamu Alaikum.Bhaijan a4 page e ekti image ke pora page e kibhabe
prit kora jai?

Level 0

Asslamu Alaikum.Bhaijan a4 page e ekti image ke pora page e kibhabe
print kora jai?

Level 2

সুন্দর

Level 0

১০০% ভালো টিউন। 3R সাইজে পাসপোর্ট সাইজ ছবি সাজানো যায় সেই প্রসেস দেন।

Level 0

fata fati hoica bai

bhi ami ekte studio kuleyche…apnar tune ta amr kub kajey legeychey…eirokm aro tune er opeykai taklam…valo takben..

সবার জন্য Adobe Photoshop 8.0 এর Portable version এর লিঙ্ক দিলাম। এর সাইজ 40.1MB .

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Please upload that link in Mediafire.
Thanks.

TUNE করার জন্য অনেক ধন্ন বাদ…। আমি নিজে লেআঊট তৈরি করে student লাইফে এই কাজটি করতা…। এখন ও করি……। চালিএ জান……………

lekhok vaiya, note pad e j coding ta bebohar koresen oita dile real size ta ashena. onno size ashe. Adobe photoshop 7 and CS4 duitatei try kore dekhlm. kaaj hoyna. apni aktu check kore dekhun…… 3.5*5 ei maap ta ashena.

Level 0

সুন্দর হয়েছে। এই বিষয়গুলো নিয়ে নিয়মিত লেখেন।

Level 0

এত্তগুলা কমেন্ট … কি আর বলব নতুন করে…
শুধু বললাম “ভাল হইছে”
চলবে না ছোট ???