আমি টেকটিউনের একজন সামান্য পাঠক। এটা আমার প্রথম টিউন। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে এটা নিয়ে আগে টিউন হয়েছিল কিনা আমি জানিনা। আমাদের প্রয়োজনে অনেকসময় একসাথে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করতে হয়। এটা বিভিন্ন ভাবে করা যায় এবং হয়ত অনেকেই জানে। এই টিউনটি তাদের জন্য যারা জানেনা তাদের জন্য। সহজে বুঝার জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল বানালাম। যাই হোক আমার চেষ্টা সার্থক হবে যদি একজন মানুষও এই টিউন থেকে উপকার পায়।
http://www.youtube.com/watch?v=JisR7mJdGMM&feature=player_detailpage
আপনাদের সকলের সহযোগিতা পেলে পরবর্তীতে আরও টিউন করার সাহস পাব।
টিউনটি পূর্বে এখানে প্রকাশিত হয়েছে।
আমি psutradhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কিছু মনে করবেন না । আপনার পোস্ট তা ভাল হইসে । কিন্তু আমি মনে করি সমপর্ণ পোস্ট তা এখানে লেখে তারপর লিঙ্ক তা দিতেন তাইলে আরও ভাল হত । কিন্তু আপনি সরাসরি আপনার সাইট এ নিয়ে গেলেন ,এখানে কিসুই দেখাই লেন না ।তবে আশা করব পররের পোস্ট গুলো তে আপনি আমাদের বাংলাই ই বুজাবেন এই সাইট ই কিন্তু লিঙ্কতি দিবেন সবার শেষে । তাইলেই আমরা বুজব । আশা করি আমার উপর রাগ করবেন না ।