আসুন জেনে নেই কোন গুলো ভুয়া এন্টিভাইরাস

 

প্রিয় টেকটিউনার গণ,কেমন আছেন সবাই?আমি আপনাদের মাঝে একজন অনিয়মিত টিউনার।টিটিতে এটা আমার দ্বিতীয় টিউন।আজ কিছু ভুয়া এন্টিভাইরাস সর্ম্পকে টিউন করছি।

ভাইরাস!ভাইরাস! নাম টা আমাদের কাছে অতি পরিচিত।কেননা ভাইরাস সাথে আমাদের অহিনকুল সম্বন্ধ।আমরা যারা উইনডোজ ব্যবহার করি তারা প্রতি নিয়ত কোন না কোন ভাইরাসের সাথে যুদ্ব করি।ট্যাংক,কামান,একে ৪৭ ইতাদি অস্ত্র দিয়ে নয় শুধু মাত্র কিছু বিশ্বস্ত এন্টিভাইরাস দিয়ে।কিন্তু যখন ঐ এন্টিভাইরাস মির্জাফর রুপ নিয়ে ভাইরাসের সাথে যুক্ত হয়ে কম্পুর বারোটা বাজায় তখন যে কেমন লাগে তা ভাষায় প্রকাশ করার মত না।তবুও ঐসব এন্টিভাইরাস গুলো হচ্ছে আমাদের কাছে অন্ধের যষ্ঠি।

বর্তমানে যে পরিমাণ ভেজালের রাজ্যে আমরা বসবাস করছি সেখানে ভাল জিনিস পাওয়ায় দুষ্কর।এখন এন্টিভাইরাসে ও ভেজাল পাওয়া যায়।যদিও হাস্যকর তবুও সত্যি।

আমারা যারা নতুন কম্পু ব্যবহার করি তারা মূলত কয়েকটি ভাল এন্টিভাইরাসের নাম জানি।কিন্তু ঐ গুলার লাইসেন্স ভার্সন কিনে ব্যবহার করার মত ইউজার খুব কম।এর জন্য যেখানে ফ্রি এন্টিভাইরাস পায় ঐখানেই যায়।কারণ "ফ্রির আলকাতরা ও ভাল" এই ত্বত্ত বিশ্বাস করে।কিন্তু এইটা ভুলে যায় যে "চক চক করলেই ভাল এন্টিভাইরাস হয় না" 😕 ।তাই সবাই সাবধান থাকবেন।

নিচে ভুয়া এন্টি ভাইরাস গুলোর নাম দেয়া হলঃ

PC Security 2011
ThinkPoint
ThinkSmart
Antivirus 8
Security Tool
My Security Shield
Antivirus 7
Antivirus GT
Defense Center
Protection Center
Sysinternals Antivirus
Security Master AV
CleanUp Antivirus
Security Toolbar
Digital Protection
XP Smart Security 2010
Antivirus Suite
Vista Security Tool 2010
Total XP Security
Security Central
Security Antivirus
Total PC Defender 2010
Vista Antivirus Pro 2010
Your PC Protector
Vista Internet Security 2010
XP Guardian
Vista Guardian 2010
Antivirus Soft
XP Internet Security 2010
Antivir 2010
Live PC Care
Malware Defense
Internet Security 2010
Desktop Defender 2010
Antivirus Live
Personal Security
Cyber Security
Alpha Antivirus
Windows Enterprise Suite
Security Center
Control Center
Braviax
Windows Police Pro
Antivirus Pro 2010
PC Antispyware 2010
FraudTool.MalwareProtector.d
Winshield2009.com
Green AV
Windows Protection Suite
Total Security 2009
Windows System Suite
Antivirus BEST
System Security
Personal Antivirus
System Security 2009
Malware Doctor
Antivirus System Pro
WinPC Defender
Anti-Virus-1
Spyware Guard 2008
System Guard 2009
Antivirus 2009
Antivirus 2010
Antivirus Pro 2009
Antivirus 360
MS Antispyware 2009
IGuardPC or I Guard PC
Additional Guard

এই গুলো হচ্ছে ভুয়া এন্টিভাইরাস।এসকল ভুয়া এন্টিভাইরাস থেকে সাবধান থাকবেন।যেই এন্টিভাইরাস ব্যবহার করেন না কেন সেটা নিয়মিত আপডেট করবেন।

পোস্টে কোন যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ 😎

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর !

সুন্দর টিউন

ভাই কোথা-থেকে কপি মারলেন !!

লজিক দিয়ে দেখিয়ে দেন , যে এটা কেন ভূয়া ?
আজাইয়ার বললে মানবো কেন? কি যে টিউন করেন না !!!!! 🙁

    @প্রিন্স মাহমুদ: @প্রিন্স মাহমুদ: উনি আজাইরা কিছু বলেননি…আমি এর মধ্যে দুই একটার শিকার হয়েছি…আসলেও ওগুলো এন্টিভাইরাস না..

    @প্রিন্স মাহমুদ:
    সর্বপ্রথম রংমহলে পোস্টটি দিয়েছিলাম।পোস্টের লিংক-[url=http://www.rongmohol.com/topic14991.html]রংমহল[/url] ।আর আপনার বিশ্বাস না হয়,গুগলে গিয়ে এই এন্টিভাইরাস গুলোর যেকোন টি ডালো করে ইউজ করেন।
    আপনি আমার সিনিয়র।আপনার কথা মাথায় রাখব।পরবর্তীতে আমি কোন প্রকার আজাইরা টিউন থেকে বিরত থাকব।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।সেই সাথে আমার ভুল গুলো ধরিয়ে দেয়ার জন্য ও ধন্যবাদ।

Level 0

prince vai apnake aj projonto kaoke utshaho dite dekhlam na…shobaike khocha diye kotha bola mone hoy apnar charittrik shobhab….

    @hasibur:
    দাদা এমনটি নয়।যদি প্রিন্স ভাই আমার পোস্টের সমালোচনা না করত,তাহলে আমি আমার ভুল ধরতে পারতাম না।
    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Bappa valo hoyese. Thanks a lot. r manionio prince shaheb apnar kothai jukti ace. but maje maje nije theke ektu vebe dekhe comment korle valo hoy. karon ekhane je gulu r kotha bola hoyese tar ekta apnake use korte bolle, apni ki bolben? uttor ta nischoy peye gesen. r all tuner der ami congrate janai karon sobai ekhane likhte parena. jara paren, ami mone kori tara sobai valo jane boley tune korte pare. Ok no debet or dout, just enjoy tune.

Level 0

ফ্রী এর মধ্যে Avast টাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়।

    @exe:
    অবশ্যই এভাস্ট ও ভাল।আমি এভাস্টের নেট সিকিউরিটি কিছুদিন ব্যবহার করেছিলাম।এখন ক্যাসপারে আছি।আপনার জন্য এভাস্ট ৬ এর লাইসেন্স কী।এগুলো সম্ভবত প্রোর।তবুও একটু দেখিয়েন

    ১. C6788288R9977A0910-8P92KHP0

    ২. S3564026R9961A0910-EHW91PYP

    ৩. W6754380R9978A0910-4TZ59467

      Level 0

      @বাপ্পা: ধন্নবাদ। 😀 . কিন্তু activate করব কিভাবে? “insert avast pro license file” এটা দিলে তো ” *.avastlic” এই ফরম্যাটের ফাইল চাই?

Level 0

@ প্রিন্স মাহমুদ antivirus neye tune hoyece r uni comment (baze comment) korben na ta ki hoi??????! basically amar mone hoi unar mental problem ace,unar treatment dorkar,r ha takei respect kora zai z oitar zoggo…………@bappi kazer tune priote nilam

    @phrumel:
    আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

হুম, তবে আপনি এমনিই বললেন, কোন যুক্তি নেই। যুক্তি দেখান, এমনি বললে কয়জন বিশ্বাস করবে????!!!!

    @আহমেদ সাদমান:
    দাদা আপনি এসব এন্টিভাইরাসের যে কোন টি ডালো করে ব্যবহার করে দেখুন।ফলাফল আপনিই পেয়ে যাবেন।

Level 0

photoshaine reg cod dile apnake 100taka flexilod dibo khotha dilam 01920233863/01751988311mamun

    @mamun mp:
    এই নিন দাদা।দেখুন কাজ করে কিনা।আর উপকার করলে যদি প্রতিদান নেয়া হয় সেই উপকারের আর্শীবাদ পাওয়া যায় না।

    Serials Number PhotoShine
    Name: http://www.serials.ws
    Serial: UE@U@322P7B
    or
    name :ACPJ0020C4E
    serial : A0JJ8022CFB

Level 0

ভাই আমি যে এন্টিভাইরাস ব্যবহার করি সেটা ভুয়া না আসল কিভাবে বুঝব? ভুয়া এন্টিভাইরাস prove করার জন্য কোন সঠিক পথ আছে কি?

    @Md.A R K:
    নোটপ্যাড খুলে
    X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
    লিখে Virustest.bat এই নামে সেভ করতে হবে। এবার ফাইলটি এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করুন এবং দেখুন ফাইলটিকে আপনার কম্পিউটারের এন্টিভাইরাসটি ভাইরাস হিসেবে চিহ্নিত করে কিনা।
    যদি চিহ্নিত করে তাহলে বুঝবেন আপনার এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে, আর যদি চিহ্নিত না করে তাহলে বুঝবেন এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে না।

Level 0

স্ক্যান ও করা লাগে নাই তার আগেই Kaspersky Intenet Security 2012 খাইয়া দিছে ।

Level 0

@Md.A R K: notepad run করে X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* কোড টা দিন এবং myfile.com নামে সেভ করুণ । test antivirus

Level 0

আহমেদ সাদমান Remove PC Security 2011 and Its Fake Runtime Protection
eita google pelam

Level 0

@phrumel : এন্টিভাইরাস তো আমাকে save করতেই দিল না। তাহলে কি আমার কম্পিউটারের এন্টিভাইরাস কাজ করছে? কি বলেন ভাইয়া ?

ধন্যবাদ

Level 0

@Md.A R K apnarta super duper antivirus vai

vhi Avast use kortam tarpor Avg Ar akhon Better Antivirus Holo ESET Smart Security Ata Onek Chorom Antivirus.

    @ব।প্পি:
    ঠিক বলছেন।ইসেটের রিসোর্স ও খুব নেয় বিধায় পিসি স্লো হয় না।