আমরা কোন সিনেমা দেখার সময় প্লেয়ারের নিচের দিকে কথার সাথে যে লেখা দেখি সেগুলোই হল সাব-টাইটেল। সাবটাইটেল বিভিন্ন কারনে ব্যবহৃত হয়। যদি অন্য কোন ভাষার মুভি দেখতে চান, তাহলে সাব-টাইটেল লাগবে কেননা অন্য ভাষা আপনি বুঝতে পারবেন না, কিন্তু সাবটাইটেল থাকলে আপনি সহজেই তা বুঝতে পারবেন।
আমি সাবটাইটেল ব্যবহার করি এজন্য যে, ইংলিশ মুভিতে অনেক সময় কিছু কথা খুব দ্রুত বলা হয় যা অনেক সময় বুঝতে অসুবিধা হয়। অন্যদিকে, সাবটাইটেল থাকলে সিনেমা দেখার আনন্দ দ্বিগুন বেড়ে যায়।
সাবটাইটেল ফাইলটি সাধারনত আলাদা .srt ফাইল ফরম্যাটে থাকে, আলাদাভাবে লোড করে প্লেয়ারে দেখতে হয়। আর মাক্সিং/হার্ডকোড করা মানে হল ফাইলটি সরাসরি মুভি ফাইলের সাথে ঢুকিয়ে দেয়া, যাতে যে কোন অবস্থায় সাবটাইটেল পড়া যায়। কোন কোন প্লেয়ার আছে যেগুলো সরাসরি সাবটাইটেল এড করে না। মূলত মাক্সিং করলে অটোমেটিক প্লেয়ার সেটা লোড করতে সক্ষম হয়। এর সুবিধা হচ্ছে, সাবটাইটেলের আলাদা ফাইল আর দরকার নেই। হারিয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। যেকোন প্লেয়ারেরই সাবটাইটেল লোড করতে পারবেন।
তার আগে বলে নিই, সাবটাইটেল ডাউনলোডের একটি ভাল সাইট হলঃ http://www.subscene.com
আমি পূর্বে ইন্টারনেটে এই সাবটাইটেল এড করতে অনেক নেট ঘেটেছি, কিন্তু সব প্রক্রিয়াই জটিল। তবে এটা খুবই সহজ। তাহলে দেখে নিন কীভাবে মাক্সিং করতে হয়ঃ
এজন্য আপনার একটি সফট লাগবে যার নাম MKV Merge GUI। এটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন: Download
১। MKV Merge GUI খুলুন।
২। Add ক্লিক করে আপনার মুভি ফাইলটি এড করুন। একইভাবে আপনার .srt ফাইল এড করুন।
৩। আপনার সাবটাইটেল ফাইলটি সিলেক্ট করুন। সাধারনত শেষের ফাইলটি সাবটাইটেল ফাইল হয়। এছাড়াও চেনার আরেকটি উপায় হলে SRT লেখাটি।
৪। (২) নং চিহ্নিত অংশটিতে আপনার সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। খুব সম্ভবত, আমরা সবাই ইংলিশ সাবটাইটেলই ডাউলোড করি।
৫। (৩) নং চিহ্নিত ট্যাবে যান।
৬। (৪) নং চিহ্নিত অংশে গিয়ে ISO-8859-2 সিলেক্ট করুন
৭। (৫) নং চিহ্নিত স্থানে আপনি আপনার আউটপুট কোথায় দিতে চান তা নির্বাচন করুন এবং Start Muxing (৬) এ ক্লিক করুন। ১০-১৫ সেকেন্ড মাক্সিং শেষ হবে।
কাজ শেষ। এবার আপনার আউটুপুট ফাইলে যান। সেখানে গিয়ে মুভি খুললেই দেখবেন অটোমেটিকালি সাবটাইটেল লোড হবে। এখন আপনি আপনার External সাবটাইটেল ফাইলটি মুছে ফেলতে পারেন।
এ পদ্ধতিতে আপনার মুভি ফাইলের আউটপুট .mkv (matroska) ফরম্যাটে সেভ হবে। উল্লেখ্য, বর্তমানে ম্যাট্রোস্কা ফরম্যাট খুবই জনপ্রিয়।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই সুন্দর।