যেভাবে মুভিতে সাবটাইটেল মাক্সিং করবেন…

আমরা কোন সিনেমা দেখার সময় প্লেয়ারের নিচের দিকে কথার সাথে যে লেখা দেখি সেগুলোই হল সাব-টাইটেল। সাবটাইটেল বিভিন্ন কারনে ব্যবহৃত হয়। যদি অন্য কোন ভাষার মুভি দেখতে চান, তাহলে সাব-টাইটেল লাগবে কেননা অন্য ভাষা আপনি বুঝতে পারবেন না, কিন্তু সাবটাইটেল থাকলে আপনি সহজেই তা বুঝতে পারবেন।

আমি সাবটাইটেল ব্যবহার করি এজন্য যে, ইংলিশ মুভিতে অনেক সময় কিছু কথা খুব দ্রুত বলা হয় যা অনেক সময় বুঝতে অসুবিধা হয়। অন্যদিকে, সাবটাইটেল থাকলে সিনেমা দেখার আনন্দ দ্বিগুন বেড়ে যায়।

সাবটাইটেল ফাইলটি সাধারনত আলাদা .srt ফাইল ফরম্যাটে থাকে, আলাদাভাবে লোড করে প্লেয়ারে দেখতে হয়। আর মাক্সিং/হার্ডকোড করা মানে হল ফাইলটি সরাসরি মুভি ফাইলের সাথে ঢুকিয়ে দেয়া, যাতে যে কোন অবস্থায় সাবটাইটেল পড়া যায়। কোন কোন প্লেয়ার আছে যেগুলো সরাসরি সাবটাইটেল এড করে না। মূলত মাক্সিং করলে অটোমেটিক প্লেয়ার সেটা লোড করতে সক্ষম হয়। এর সুবিধা হচ্ছে, সাবটাইটেলের আলাদা ফাইল আর দরকার নেই। হারিয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। যেকোন প্লেয়ারেরই সাবটাইটেল লোড করতে পারবেন।

তার আগে বলে নিই, সাবটাইটেল ডাউনলোডের একটি ভাল সাইট হলঃ http://www.subscene.com

আমি পূর্বে ইন্টারনেটে এই সাবটাইটেল এড করতে অনেক নেট ঘেটেছি, কিন্তু সব প্রক্রিয়াই জটিল। তবে এটা খুবই সহজ। তাহলে দেখে নিন কীভাবে মাক্সিং করতে হয়ঃ

এজন্য আপনার একটি সফট লাগবে যার নাম MKV Merge GUI। এটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন: Download

১। MKV Merge GUI খুলুন।

২। Add ক্লিক করে আপনার মুভি ফাইলটি এড করুন। একইভাবে আপনার .srt ফাইল এড করুন।

৩। আপনার সাবটাইটেল ফাইলটি সিলেক্ট করুন। সাধারনত শেষের ফাইলটি সাবটাইটেল ফাইল হয়। এছাড়াও চেনার আরেকটি উপায় হলে SRT লেখাটি।

৪। (২) নং চিহ্নিত অংশটিতে আপনার সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। খুব সম্ভবত, আমরা সবাই ইংলিশ সাবটাইটেলই ডাউলোড করি।

৫। (৩) নং চিহ্নিত ট্যাবে যান।

৬। (৪) নং চিহ্নিত অংশে গিয়ে ISO-8859-2 সিলেক্ট করুন

৭। (৫) নং চিহ্নিত স্থানে আপনি আপনার আউটপুট কোথায় দিতে চান তা নির্বাচন করুন এবং Start Muxing (৬) এ ক্লিক করুন। ১০-১৫ সেকেন্ড মাক্সিং শেষ হবে।

কাজ শেষ। এবার আপনার আউটুপুট ফাইলে যান। সেখানে গিয়ে মুভি খুললেই দেখবেন অটোমেটিকালি সাবটাইটেল লোড হবে। এখন আপনি আপনার External সাবটাইটেল ফাইলটি মুছে ফেলতে পারেন।

এ পদ্ধতিতে আপনার মুভি ফাইলের আউটপুট .mkv (matroska) ফরম্যাটে সেভ হবে। উল্লেখ্য, বর্তমানে ম্যাট্রোস্কা ফরম্যাট খুবই জনপ্রিয়।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর।

আপাতত , গবেষণার জন্য সংরক্ষিত করিলাম……
সুফল পাইলে, ধন্যবাদ অবশ্যই রহিবে…।
😀

Level 0

vai….Video k Duel Audio bananor kono softwere takle janaien..

tune ta kaje asbe..thanks

    @towhid: আপনি ভিডিও এডিটর সফটওয়্যার Vegas, Final Cut Pro অথবা Avid Video Composer ব্যবহার করতে পারেন। আমি এ সম্পর্কে বেশি সাহায্য করতে পারব না।

মভিতে সাবটইটেল না থাকলে আমি sublight দিয়ে ডাওনলোড করে km player এ দেখি।কস্ট করে এতকিছু করা লাগে না।এম্নিতেই লোড হয়।না হলে drag and drop করলেই হয়।

মুভিতে সাবটইটেল না থাকলে আমি sublight দিয়ে ডাওনলোড করে km player এ দেখি।কস্ট করে এতকিছু করা লাগে না।এম্নিতেই লোড হয়।না হলে drag and drop করলেই হয়।

    @ইউসুফ: কিছু কিছু জিনিস আছে যা করলে সৌন্দর্য বৃদ্ধি পায়, এটিও একটি। এতে আপনার আলাদা আর সাবটাইটেল ফাইল থাকছে না, সিঙ্গেল হয় যাচ্ছে, সুবিধা না?

ভাই অনেক ধন্যবাদ । কিন্তু হিন্দি সিনেমার subtitle কোথায় পাওয়া যায় ।

Level 0

Vi Audio Subtitle kotay pabo?

    @suzon: দুঃখিত, Audio Subtitle বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন?

    @suzon: আমার মনে হয় আপনি লিরিক্সের কথা বুঝিয়েছেন ?? যদি তাই হয়ে থাকে তবে আপনার কাংক্ষিত গানের নাম লিখে গুগলে সার্চ দিন, পেয়ে যাবেন ।

Level 0

আমার মতে b.s. player subtitle এর জন্য সবচে ভাল ।b.s. player এ subtitle নিজে থেকে ই load হয় ।তারপর অ টিউন টি খুব ভাল হয়েছে । ধন্যবাদ ।

    @sami: হ্যাঁ, এখনকার সব প্লেয়ারেই সাবটাইটেল লোড হয়, তবে মাক্সিং করার সুবিধা আমি নিশ্চয়ই উল্লেখ করেছি।

Level 2

অনেক সময় সাবটাইটেল মেলেই না, খুইজাই পাওয়া যায় না !!! এক্ষেত্রে কি করা যায় ?
আর আপনার টিউন টা অনেক অনেক সুন্দর হইছে, অনেক ধন্যবাদ

Level 2

link কাজ করছে না 🙁

link e kaj hoe na

link কাজ করছে না 🙁

    @মুহিব: ফিক্স করেছি। আপনার আর আমার মধ্যে নামের মিল রয়েছে, প্রথম এমন কাউকে পেলাম, আমার নামও আহমেদ সাদমান “মুহিব”।

Level 0

ai link thake mkvtoolnox 5.0.1 namate paran
http://www.softpedia.com/get/Multimedia/Video/Other-VIDEO-Tools/MKVToolnix.shtml

ta sara aita dia mkv format ar movie thake gan kata jai with out quality loss

ooo ar duel audior jonno audio mux kore dakte paren jaita prothome bajate chan saita upore diben

আমি এতদিন অনেক সাবটাইটেল নামাইছি কিন্তু ম্যাচ করেনা

vdo TE WATERMARK DEOYA JAY, EMON KONO SOFTWARE DARKAR.
Thanks.

    Level 2

    @বিপাশা: iwi video converter দিয়ে watermark দিতে পারবেন

    @বিপাশা: Xilisoft Video Converter ব্যবহার করতে পারেন। আর আব্দুস সালাম দুখিত, এনাকে কমেন্ট করতে যায়ে আপনার কাছে চলে গেছে।

Thanks…. I was looking for this such kind of thing. 🙂

Level 0

bhaiamar (www.bunkus.org/videotools/mkvtoolnix/win32/mkvtoolnix-unicode-5.1.0-setup.exe) dwnld hoche na, chup chap bose ache. ji korbo? onyo link din

@ আহমেদ সাদমান : আমিও এমন কাউকে প্রথম পেলাম । হা হা হা

Level 0

etai to chaisilam vai etodin onek movie subtitle dload korsi………kin2 km player e dekher poro subtitl match kortona…….ekhon dekhi ei method e kaaj hoi kina……hoile r ek ber thnx janabo……

Level 0

vai amr movie ebong subtitl avi format e save kora silo………….r apni j ৬। (৪) নং চিহ্নিত অংশে গিয়ে ISO-8859-2 সিলেক্ট করুন kaaj ta korte bolsen……….orokom kono option ase nai……….ekhon .mkv frmat e save kore subtitle match kora gese jdio , kin2 movei te click korle automatic subtitle asena………alada vabe subtitle e click korte hoi……somadhan janan.

Level 2

ভাই এইটা দিয়েতো subtitle merge হবে কিন্তু subtitle কি match হবে movie এর সাথে ??? আমার এই ধরনের একটা soft লাগবে , helpan …

    @inferon: ভাই, ছবি ডাউনলোডের পর ছবির নামের পর আরও কিছু ইনফরমেশন দেখতে পাবেন । যেমন। KiNGDOM, xVID, axx0, divx, playXD ইত্যাদি ইত্যাদি । ধরুন আপনি একটি ছবি নামিয়েছেন Killer Mountain – xVID.avi । আপনি যদি subseance অথবা অন্য যে কোন সাবটাইটেল সাইট থেকে এই ছবিটির xVID এর সাবটাইটেলটি নামান তবে পারফেক্ট কাজ করবে । আর যদি আগে – পিছে হয় তবে KM player দিয়েই খুব সহজেই আপনি subtitle match করে সেইভ করে রাখতে পারবেন ।

    ভুল হলে ক্ষমা করে দেবেন ।

    @niir: @inferon: দুইজনের একটাই সমাধান, Subtitle Workshop ব্যবহার করে মুভির সাথে ম্যাচিং করে নিতে পারেন। এজন্য পার্থক্য বের করে প্রয়োজন অনুযায়ী সময় ঠিক করে দিলেই হল।

Level 0

SUBTITLE LANGUAGES kon site a pawa jabay?

English to Hinde Languages

bhai english অথবা hindi মুভি থেকে বাংলায় subtitle করা জায় এ রকম কোন কিছু আছে কি

many many thanks
my new blog latest movie. latest movie history and music 320kbps always found here

Level 0

vai, shob kisu korlam kintu subtitle mux hoena… he;p

    @shabbir: অনেকদিন ধরে আমি সাবটাইটেল মাক্সিং করি, কোন সমস্যা হয়নি। খেয়াল করুন আপনি যখন সেটিংস গুলো চেঞ্জ করবেন, তখন যেন সাবটাইটেল ফাইলটি সিলেক্ট করা থাকে। পাশাপাশি দেখে নিন আপনার প্লেয়ারে সাবটাইটেল এনাবল আছে নাকি। মাক্সিং করার পর সাবটাইটেল মেনু থেকে Enable করে দিন…

আপনাকে অনেক ধইন্যাঃ) অসাধারন টিউন