আমরা ফটোশপে কাজ করতে গিয়ে অনেক অনেক রকম ব্রাশ ও প্যাটার্ণ দেখতে পাই যা আগে থেকেই ডিফাইন করা থাকে । যেমন নিচের চিত্রে দেখুন
এই ব্রাশকে নিচের মত ব্যবহার করা যায়।
তবে এগুলো ছাড়াও আমরা নিজেদের ইচ্ছেমত ব্রাশ তৈরি করতে পারি। কিভাবে? বন্ধুরা,আজ আমি তাই আলোচনা করতে যাচ্ছি।
কোনো ছবির যে অংশকে আমরা ব্রাশ হিসেবে পেতে চাই তাকে সিলেক্ট করি।সিলেক্ট করার জন্য মারকিউ টুল,লেসো টুল অথবা ওয়ান্ড টুল ব্যবহার করি(সুবিধা অনুযায়ী)।
যেমন নিচের ছবিতে আমি নীল পেন্সিল্টিকে ব্রাশ হিসেবে ডিফাইন করতে চাই,তাই এটি সিলেক্ট করলাম।
একটি ডায়লগ বক্স আসবে ।আপনি যে ব্রাশটি বানাবেন তাকে যে নাম দিতে চান,এই বক্সে তা লিখুন এবং ok করুন।
ব্যস,হয়ে গেলো,এখন নতুন ডকুমেন্ট খুলে এই ব্রাশ দিয়ে ইচ্ছে মত আকাআকি করতে পারেন।
নতুন ডকুমেন্ট খুলতে file->new কমান্ড দিন।
ডকুমেন্ট খোলার পরে টুলবক্স থেকে ব্রাশ সিলেক্ট করুন।
ফরগ্রাউন্ড কালার হিসেবে বিভিন্ন রঙ সিলেক্ট করে ডকুমেন্টের বিভিন্ন জায়গায় ক্লিক করেই আপনি বিভিন্ন রঙের পেন্সিল আকতে পারবেন নিচের চিত্রের মত।
সবাইকে ধন্যবাদ।পরবর্তী পর্বে প্যাটার্ন কি এবং কিভাবে কাস্টম প্যাটার্ন তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://cdn.techtunes.io.s3.amazonaws.com/wp-includes/images/smilies/icon_neutral.gif ে