তৈরি করুন মনের মত এক্সপি সিডি [পর্ব-০১] :: রিসোর্স হ্যাকারের জাদু ১

তৈরি করুন মনের মত এক্সপি সিডি

Resource Hacker এমন একটিProgram যা দিয়ে যেকোন সফটওয়ারের ইমেজ, আইকন, টেক্সট, টাইটেল ডায়লগবক্স ইত্যাদিমনের মত করে বদলানো যায়। এরকম আরো অনেক সফটওয়ার আছে যাদের মধ্যে কিছু ফ্রিআর কিছু প্রফেশনাল কিন্তু এগুলোর মধ্যে Resource Hacker এত দারুন যা বলার মত না। এটি একদম ফ্রি আর এত সহজ যা যেকোন নতুন ইউজারও ব্যবহার করতে পারে খুব সহজে। নিচে আমি দেখাচ্ছি কিভাবেResource Hacker দিয়ে কাজ করতে হয়।
যেকোন প্রোগ্রামের ইমেজ, আইকন, টেক্সট, টাইটেল ডায়লগবক্স ইত্যাদি থাকে এরDLL, EXE, CPL ফাইলে। তাই আপনি এগুলো বদলাতে চাইলে আপনাকে ঐ সফটওয়ারেরDLL, EXE, CPL ইত্যাদি ফাইল দেখতে হবে। আরResource Hacker দিয়ে আপনি ঐসমস্ত ফাইল খুলে ঐগুলোর ভিতরে কি আছে নাই, থাকলে ওগুলো বদলানোসহ যেকোন কিছু আপনার ইচ্ছেমত করতে পারেন। ১মে আপনার পছন্দের ফাইলটি যেকোনএকটা ফোল্ডারে এ রাখুন। ভাল হয় যদি একটা নতুন ফোল্ডার খুলে ওখানে রাখেন। এবারResource Hacker রান করুন। তারপর ফাইলটিResource Hacker এর উপর ড্রাগ করে ছেড়ে দিন। অথবা ঐ ফাইলের উপর রাইট ক্লিক করলেই দেখবনে Open Using Resource Hacker তাহলে এর ভিতর কি আছে তা আপনি দেখবেন। একটি ফাইলের ভেতর অনেক ধরনের মেন্যু থাকতে পারে। যেমন bitmap, icon, dialogue, string ইত্যাদি।
bitmap= ইমেজ যা সবসময় Bitmap ই হবে।
icon=  ১৬,৩২, ৪৮ সাইজের আইকন।
dialogue= বিভিন্ন কমান্ড দেয়ার ফলে আমাদের সামনে যে মেসেজ আসে যেখানে OK, NO, YES, NO ইত্যাদি টেক্সট থাকে।
string = বিভিন্ন মেসেজ বা ডায়লগ বক্সে থাকা টেক্সট। যেমন Are you sure you want to delete image.jpg?
avi= ভিডিও ফাইল, কপি বা মোভ করার সময় বাম দিক থেকে ডান দিকে যে এনিমেশন দেখতে পায় সে ধরনের ভিডিও।
জিনীসগুলো পরিবর্তন করার জন্য নির্দিষ্ট মেন্যুতে যেতে হবে। আমি নিচে একটি একটি করে দেখাচ্ছি।

ইমেজঃ১মে একটা কথা মনে রাখতে হবে এখানে ইমেজ বলতে কিন্তু Bitmap (bmp)ই হবে যা আগে উল্লেখ করেছিকারণWindows এর ফাইলগুলো সবসময়Bitmap ইমেজই ব্যবহার করে।তাই আপনি যে ছবি বদলাতে চান তা হতে হবেbmp ফরমেটের, ফটোশপ বা যেটা দিয়েই করেন আপনার ব্যাপার। সাদা কালো হলে ১৬ কালার ৪ বিট, আর রঙ্গিন হলে ইচ্ছে মত কালারদিয়ে করতে পারেন। ছবিটি যত সাইজ আছে তা ঠিক রাখতে হবে কিন্তু। তার জন্যআপনি ১মে ছবিটি সেভ করবেন যাতে এর সাইজটা জানতে পারেন।

 

আমি বিজয়২০০৩ এরexe ফাইলটাF: ড্রাইভে রাখলাম। এবারexe ফাইলটা  আমি Resource Hacker এ ড্রাগ করে ছেড়ে দিয়েছি। যেমন উপরে বিজয়ের ছবিটা দেখুন। সেখানে কয়েকটা গ্রুপ দেখতে পাচ্ছি। যেমনREGISTY, WAVE, Bitmap, Icon, dialog, String, Accelerators, Icon Group, Version Info,241আমি আগে ছবি বদলাবো। তাই bitmapমেন্যুটা খুললাম। ওখানে ১৩৩ -১৬১ পর্যন্ত ৮টা ছবিআছে। আমি আমার দরকারিটা বদলাবো। তার আগে আমি ছবিটি সেভ করবো। কারণ এরসাইজটা আমার জানা নেই। bitmap:133:1033 হলBijoy.exe ফাইলে আমার পছন্দের ছবিটির নাম। তাই আমি আমার দরকারি ছবি  bitmap>133>1033 এর উপর রাইট ক্লিক করলে মেন্যু আসবে। সেখানেথেকেSave(bitmap:133:1033) ক্লিক করলে সেভ করার অপশন আসবে এবং আপনি সেভ করতে পারবেন। কোথায় সেভ করবেন দেখিয়ে দিন। সেভ করার পর ঐ ছবিটার উপর মাউস ধরলে এর সাইজটা দেখা যায়।  
সেভ করার পর ঐসাইজের এবং একই ফরমেটের আমি আরেকটা ছবি আমার মনের মত করে বানিয়ে নিয়েছি।তারপর আগের মত ঠিক একই জায়গায় অর্থাৎ bitmap>133>1033 এর উপররাইট ক্লিক করে আগের মত মেন্যূ আসবে এবং সেখানে নিচের বাটনReplace Resource… এ ক্লিক করলেOpen file with New bitmap অপশন আসবে। ওখানে ক্লিক করে ব্রাউজ করে আমি আমার বানানো ছবিটিদেখিয়ে Replace করে দিলে আগের ছবিটা বদলে নতুন ছবিটা যুক্ত হবে।
কাজ করার পরFile থেকে সেভ কমান্ড (Ctrl+S) দেন। এবার দেখুনf: ড্রাইভেBijoy_original.exe নামে আরেকটি ফাইল তৈরি হয়েছে। এটি হলো আপনার অরজিনাল ফাইলটা যা পরিবর্তনের আগে ছিল। আর অন্যটা হলোআপনি যেটা বানিয়েছেন। কোন কারণে আপনার বানানোটা পছন্দ না হলে সেটা ডিলিটকরে অরিজিনালটাকে রিনেম করে (Bijoy.exe) ব্যবহার করতে পারেন।এডিটিংশেষে আপনার বানানো ফাইলটা বিজয়ের ফোল্ডারে রিপ্লেস করে দিন যেখান থেকেআপনি একে কপি করেছিলেন। এখন থেকে আপনার ছবিটা দেখা যাবে প্রতিবার পিসিখোলার সময়। তবে আপনার ছবিটির সাইজ বা কালার না মিললে সে ক্ষেত্রে ব্যর্থতার মেসেজ পাবেন।

আইকনঃআইকনের নিয়মটাও ঠিক ইমেজের মত। আইকনের সাইজ হয়ে থাকে সাধারনত16x16, 32x32, 48x48 এবং ফরমেট হয়ico যে ফাইলের আইকন পরিবর্তন করবেন সে ফাইলটি খুলোন এবং উপরের নিয়মমত সেভ করে দেখুন সাইজটা কত। সাইজ অনুযায়ী আইকন বানিয়ে উপরের নিয়মে জায়গামত বাসিয়ে দেন। কাজ হয়ে যাবে।কাজ করার পরFile থেকে সেভ কমান্ড (Ctrl+S) দেন।ফাইলটি আগের মত সেভ হবে।

ডায়লগঃডায়লগ বক্সে সাধারণতOk, Yes, Noইত্যাদি মেসেজ থাকে। আপনি চায়লে এ লেখাগুলো বদলাতে পারেন। ডায়লগ বদলানোর জন্য নির্দিষ্ট ফাইলটি খুলুন এবং প্রয়োজনীয় ডায়লগটিতে যান।নিচের ছবিটি দেখুন।
 
আমি ডায়লগ বক্সের OK বাটনে ক্লিক করলাম। আর ফাইলটির ভিতরের টেক্সটগুলোর একটি লাইনের শুরুতে লাল স্টার চিহ্ন দেখা যাচ্ছে। মানে OK লেখারলাইনটার শুরুতে লাল চিহ্ন এসে গেছে।অর্থাৎ আমি যেটা বদলাতে চাচ্ছি তালাইনেই আছে।কারণ ডায়লগ বক্সে যে লেখাগুলো থাকে সেগুলো ভেতরের টেক্সটগুলোতেও আছে। ওখানে বদলালে এখানেও বদলে যাবে। আমি ইনভার্টেড কমার ভিতরের লেখাটা নিজের মত করে বদলাতে পারি।যেমনOK এর জায়গায় যদিYes লেখে উপরে Compile Script (Alt+c) দিই তাহলে OK এর জায়গায়Yes হয়ে যাবে। এভাবে ডায়রগ বক্স বদলানো যায়। বাটনগুলোতে লেখা বেশি হলে ডায়লগ বক্সটি সিলেক্টকরে টেনে বড় করা যায়। তবে বেশি বড় করবেন না যেন দেখতে বিশ্রী লাগেকাজ করার পরFile থেকে সেভ কমান্ড (Ctrl+S) দেন।ফাইলটি আগের মত সেভ হবে।
Stringকিঃ স্ট্রিং হলো প্রোগ্রামে ব্যবহৃত টেক্সট যা বিভিন্ন মেসেজের মাধ্যমে আমরাদেখি। নিচের ছবিটা দেখুন। মেসেজের লেখাটাতে আমি আমার নাম যোগ করেছি। যে ফাইলের টেক্সটবদলাতে চান সে ফাইলটি খুলোন। প্রয়োজনীয় String এ যান। আগের মত ভেতরের টেক্সট এ পছন্দমত টেক্সটগুলো বদলে ফেলুন। তবে মনে রাখবেন টেক্সটগুলো সব সময় “” চিহ্নর ভেতরে হতে হবে। অর্থাৎ “” চিহ্নর ভেতরের টেক্সটিই শুধু মেসেজ হিসেবে দেখা যাবে। এডিটিংশেষে উপরে Compile Script (Alt+c) দিন। তাহলে আপনার দেয়া টেক্সট বা মেসেজটা দেখতে কি রকম লাগে দেখতে পারবেনকাজ করার পরFile থেকে সেভ কমান্ড (Ctrl+S) দেন।ফাইলটি আগের মত সেভ হবে।
কাজ করার পর ফাইলটি উইন্ডোজের নির্দিষ্ট জায়গায় পেষ্ট করে দিন। তাহলে দেখতে পারবেন আপনার পছন্দের ফাইলটি। shell32.dll, explorer.exe, sysdm.cpl ফাইলগুলো দেখুন।
ডায়লগবক্সআর স্ট্রিং বদলানোর সিস্টেমটা একই, আবার আইকন আর ইমেজ বদলানোর সিস্টেমটাএকই। আমার নিচের দেওয়া ছবিগুলো দেখুন আর  ট্রাই করুন। উপরের নিয়মে আপনিউইন্ডোজের বিভিন্ন ইমেজ, আইকন, টেক্সট, টাইটেল ডায়লগবক্স ইত্যাদি বদলাতেপারেন।এমনকি আপনি চায়লে রিসোর্সহ্যাকারদিয়ে নতুন ইমেজ বা আইকনও এড করতে পারেন।পরে কাস্টমাইজ সিডি তৈরি করতে পারবেন। আমার নিচের ছবিগুলো দেখুন। আগামী পর্বে কথা হবে নতুন আলোচনা নিয়ে। আপনাদের জানার থাকলে প্রশ্ন করতে পারেন। উত্তর দেয়ার চেষ্টা করবো। ভুল থাকলে সংশোধন করে দিন কৃতজ্ঞ থাকবো। আপনাদের আগ্রহ থাকলে একটি চেইন টিউন তৈরি করব।

ডাউনলোড করুনঃ মিডিয়াফায়ার  হোমপেজ

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Maratok Akta tune korlen vai…chaliye jan. amra achi apnar shate…Thank for Nice Tune

Software er Download link koi…

ভাই আমি আপনার সাথে আছি…………..চালিয়ে যান………………………………………………………………

ধন্যবাদ সুন্দর টিউন, ডাউনলোড লিংকটা দিন, আমার একটা সমস্যা মজিলা ফায়ার ফক্স এ ফেসবুক ওপেন হয় না মেইল পাসওয়ার্ড দিলে unable to connect লেখা আসে একটু হেল্প চাই।

    Level 2

    @নুরুল ইসলাম: পিসি’র টাইম ঠিক আছে কিনা দেখে নিন। Tools > Options
    Advanced (tab) -> Network (tab) > “Setting”> এ Auto-detect proxy setting for this network দিন। আপনার কুকি ডিলিট করেন। আর না হয় C:\Documents and Settings\Admin\Application Data এ গিয়ে Mozilla ফোল্ডার ডিলিট করে ফায়ারফক্স আবার খুলে সেটিংস ঠিক করে নিন। তারপর দেখুন।

      Kamrul Cox কামরুল ভাই অনেক অনেক ধন্যবাদ সাহয্য করার জন্য কাল দেখব আমার কম্পিটারে গিয়ে আমি এখন সাইবার ক্যাফ থেকে ধণ্যবাদ জানাচ্ছি।

Level 0

darun dada, notun jinish 🙂 😀

Level 2

সাইজ মাত্র কয়েকশ কেবি। ডাউনলোড লিংক হোম পেজেই আছে। তারপরও মিডিয়াফায়ার আর হোহপেজের লিংক দিলাম। পোষ্টের নিচে লিংক থেকে ডাউনলোড করুন।

great
go on
waiting 4 NXT

Thank’s

কামরুল ভাই। জিটিএ ভাইস সিটি নামক গেমটি আশাকরি আপনি চেনেন। তো কিছু স্কুলে পুড়ুয়া পিচ্চি ছেলেরা দেখলাম গেমটির উন্নয়ন করে সেখানে নতুন গাড়ী, পোষাক, সহ…… আরো নানা কিছু যুক্ত করেছে। যেখানে গেমটির ভেতরের অনেক বিলবোর্ড , ব্যানার এ ওরা ওদের নাম যুক্ত করেছে যা আমার ভিষণ ভালো লেগেছে!!!!!!! প্রশ্নহলো এ কাজটি কি ওরা শুধু রিসোর্স হ্যাকার দিয়েই করেছে নাকি অন্য কোনো সফট এর কারিশমা। আমিও যদি রিসোর্স হ্যাকার দিয়ে চেষ্টা করি তাহলে কি পারবো ওদের মতো করে কাস্টমাইজ ভাবে গেমটি তৈরী করতে। আর চেইন টিউন এর অপেক্ষায় রইলাম অধীর আগ্রহ নিয়ে। কারন সফট তৈরী করার মতো প্রোগ্রামার না হয় নাই হলাম কিন্তু সফটকে নিজের মতো করে কাস্টমাইজ করাটাও আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আর পারলে কিভাবে জিটিএ ভাইস সিটি এক্সট্রিম নামক কাস্টমাইজড গেমটি তৈরী করলো এটি নিয়ে যদি একটি টিউন করেন তো আমার জন্য অনেক বড় উপকার হবে। ভালো থাকুন।

    Level 2

    @মোহাম্মদ খালিদ হোসাইন: গেমের প্রতি একেবারই আগ্রহ নেই ভাই। তাই বলতে পারছি না। তবে চেষ্টা করতে পারেন। কারণ রিসোর্স হ্যাকার সফটওয়ারটা সাড়া জাগানো একটি সফটওয়ার এ কাজের জন্য। পরবর্তী পর্বটি পড়লে এ সম্পর্কে আরো ধারণা পাবেন আশাকরি। অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।

চমৎকার।
টিউনটির জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর….

সটওয়্যারটি আমার কাছে আছে, কিন্তু জানতাম না যে এটা দিয়ে এত সুন্দর কাজ করা যায়। ধন্যবাদ বস! শেয়ার করার জন্য।

http://www.allittips.com

অসাধারণ পোস্ট ভাইজান। আগামী পোস্টগুলোর অপেক্ষায় থাকলাম।
http://tech-infobd.blogspot.com

Level 0

আগেই কিছুটা জানা ছিল আর নতুন কিছু শিখলাম ।ভাই যে কাম করলেন দেইখনে মোস্তফাজাফর না আবার থানায় গিয়ে পুলিসের নামে কেস করে,যে এখনো এর বিরুদ্ধে কোন একশন নেয়া হইনি কেন ।

    Level 2

    @sbn5233: মামলা করলেও করতে পারে। তবে টেকটিউনস থাকতে এত বেশি ভয় নেই।

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। ভাই আপনার ইমেইল এড্রেসটা কি পেতে পারি? মাল্টিবুটেবল পেনড্রাইভ তৈরি করার জন্য আপনার সাহায্য দরকার, মনেহয় আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আমার মেইল এড্রেসঃ [email protected]

    Level 2

    @মাসুদুর রহমান: আপনাকে মেইলে উত্তর দেয়া হয়েছে। ভাল থাকবেন।

      @Kamrul Cox: ধন্যবাদ কামরুল ভাই, দারুন একটা সফটওয়ার দিলেন। ঠিক এমনই একটা সফট খুজতেছিলাম অনেক দিন যাবত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল। ভাল থাকবেন।

Level 2

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।
মাসুদুর রহমান ভাইয়ের মত আমার ও মাল্টিবুটেবল পেনড্রাইভ তৈরি করার জন্য আপনার সাহায্য দরকার। আশা করি আপনার মেইল পাব। আমার মেইল [email protected]

    Level 2

    @B.M.BILLAL: মেইলে উত্তর দেয়া হয়েছে। না হলে জানাবেন।

many many thanks to you bro,i have a request to u that i’m interested to know
about multibootable pendrive making,so plz send me a mail to [email protected]
thank you..

Level 0

গুরু মারাত্মক একখান মাইরা দিলেন। এক্কন হুধা ট্রেরিই মারুম আর বদলামু…………….. কত্ত মজা

Level 0

এখানে লেখা আছে প্রয়োজনীয় ষ্ট্রিং এ যান। কিন্তু আমি ষ্ট্রিং এ যাব কিভাবে এটাই তো বুঝতে পারতে ছি না? বস প্লিজ হেল্প মি?

    Level 2

    @mak_nader: + চিহ্নগুলোতে ক্লিক করলেইতো হয় Windows Explorer এর মত।

Shuvo Nabo Barsho.
Vaiya, amon ki kono system ache jate akti disc er madyome jekono computer khub sahaje, alpo samaye sakol useful software saho setup dite parbo. Thakle please janan. 01722285860 or [email protected]

ইয়েস! ইয়েস!! ইয়েস!!! তোমাকে (সফটওয়ার) খুজতেছি!! আজ পেয়ে গেলাম। কী দারুণ। এবার বিল গেটস কে বলব ‍‌‌’তুমি এক্সপি বানাতে পার আর আমি তোমার এক্সপি বদল করে দিতে পারি’। কামরুল ভাই জিন্দাবাদ। ভাই অনেরও বাসা কি হাসসুবাজার!!?

    Level 2

    @রনি কক্স: ধন্যবাদ রনি ভাই। হ্যাঁ আমি আপনি একই জেলাই আছি।

Level New

দারুণ………ধন্যবাদ

Level 0

thanks apnar tune .pindriv thaky bootebel banaty cai pilz help
E-mail–[email protected]

Level 4

ধন্যবাদ বড় ভাই সাথে আছি !