২৬ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত্রে এক মুসলিম পরিবারে ঢাকার গেন্ডারিয়া-তে আমার জন্ম। পিতা আব্দুল ওহাব তালুকদার একজন সফল ব্যবসায়ী, মা একজন আদর্শ গৃহিনী। তিন ভাই এক বোনের মধ্যে আমি তৃতীয়। জীবনের ৯৯ ভাগ সময় কাটিয়েছি গেন্ডারিয়াতেই। বিচিত্র কোন জীবন নয়, খুবই সাদামাটা নির্ঝঞ্ঝাট এক জীবন। এস.এস.সি (১৯৯৬) ও এইচ.এস.সি (১৯৯৮) বিজ্ঞান বিভাগে যথাক্রমে গেন্ডারিয়া হাই স্কুল ও কোডা (College of Development Alternative)-তে সম্পন্ন করেছি। জগন্নাথা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী-তে অনার্স (২০০৩) ও মাস্টার্স (২০০৫) শেষ করে একটি বেসরকারী কলেজে বছরখানেক শিক্ষকতা করি। ইতিমধ্যে নিডাসা থেকে কম্পিউটারের উপর তিন বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করি। অতঃপর দুইটি বেসরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ক চাকুরী করি। বর্তমানে পাইকারী মেডিসিন ব্যবসার সাথে জড়িত আছি।
From
14 বছর 1 মাস
Personal
Relationship
Profession
Education
Living