আমি মোজাম্মেল হোসেন ত্বোহা। জন্মের পর থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন। যেখানে মনের কথাগুলো খুলে বলার মতো কোন মানুষ নেই। তাই মাঝে মাঝে ছুটে আসি ইন্টারনেটে। নিজের না বলা কথাগুলো বলার জন্য অথবা অন্যের বলা কথাগুলো শোনার জন্য। বর্তমানে সিরতের আল-তাহাদ্দী ইউনিভার্সিটিতে প্রকৌশল দ্বিতীয় সেমিস্টারে পড়ছি। সেই সাথে বিকেল বেলা এখানকার অষ্টম শ্রেণী পর্যন্ত চালু বাংলাদেশী স্কুলে শিক্ষকতা করছি। কম্পিউটারের প্রতি আমার দারুণ আগ্রহ। নিজের চেষ্টায় যা কিছু শিখতে পারি তাই অন্যদের সাথে শেয়ার করার চেষ্টার করি … কম্পিউটার বিষয়ক আমার সকল প্রবন্ধ এবং আমার সংগ্রহে থাকা জনপ্রিয় সাহিত্যিকদের গল্প-উপন্যাসগুলো আপনি পাবেন আমার ওয়েবসাইটে এবং আমার ব্লগসাইটে। ওয়েবসাইট : http://www.tohamh.tk ব্লগসাইট : http://tohamh.wordpress.com

From

16 বছর 5 মাস

Personal

Relationship

Profession

Education

Living

সবচেয়ে জোসস টিউনস

কোন টিউন পাওয়া যায় নি

সকল টিউনস পাতা - 1