Who am I ? আমি কে ? সবার প্রথমে আমি একজন মানুষ... আর আমি একজন মানুষ বলেই কোন কাজকে অসম্ভব মনে হলেও আশা রাখি যে কাজটা আমি করতে পারব, বেশ ভালভাবেই পারব... যখন আমি হেরে যাই, তখনও আমি ভাবি আমাকে এটা করতেই হবে... যখন আমি নিজেকে বিশ্বাস করি তখন আমাকে কেউ আটকাতে পারে না... হ্যা, আমি মাঝে মাঝে ভুল করি, কখনো হয়তোবা অনেক বড় ভুল করে ফেলি... কিন্তু আমি এই ভুলগুলো থেকেই শিখি... আমার সামনে যখন কেউ একই ভুল করতে যায় আমি তাকে থামাতে চেষ্টা করি...কারন, আমি ভালবাসতে জানি... এই মানুষগুলাই হয়তো মাঝে মাঝে আমাকে অনেক কষ্ট দেয়, আমাকে হতাশ করে দেয়... সবসময় আমি সফল হতে পারি না, কখনো কখনো আমি জীবনের রাস্তায় মুখ থুবড়ে পড়ে যাই... আমি আবারো উঠে দাঁড়াই, আবার চলা শুরু করি নতুন উদ্যমে...আর আমার চলার পথে আমার সাথী হয়ে থাকে আমার আত্মবিশ্বাস, লক্ষ্য, সাহস আর অনুপ্রেরণা...!!
From Bangladesh, ঢাকা, নারায়ণগঞ্জ
7 বছর 3 মাস
Personal
Relationship
Profession
Education
Living