আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে পারি কর্মসূত্রে।ওয়েবের সাথে অনেক বছর ধরে জড়িত থাকলেও এর সামনে এসে কোনো কাজ করা হয়নি।আগ্রহটা পাইনা তেমন।এবার ভাবলাম থাক নিজের কাজের বাইরে এইকটা সাইটে আসি।বেছে নিলাম টেকটিউন,যেটা কিনা আমার বুকমার্কে সমসময় থাকে।বাংলাদেশে এমন সাইট আর নেই,এই কথা বলতেই পারি।টেকটিউনস পরিবারের সবাইকে শুভেচ্ছা।
From
16 বছর 4 মাস
Personal
Relationship
Profession
Education
Living