আমার ছোট বেলা থেকে কম্পিউটার শেখার অগ্রহ একটু বেশি ছিল আমি মাদ্রাসা ক্লাস ৭ম থেকে কম্পিউটার শেখার প্রতি অগ্রহ বাড়িয়ে দিই। আমাদের বাড়ি থেকে বাজার ১ কিলমিটার হবে। প্রথমে আমি আমার কাকার বই লাইব্রেরী তে থাকি তার পর লাইব্রেরীর সামনে একটি নতুন কম্পিউটারের দোকান তৈরী হয়। আমি পড়ালেখা প্রায় বাদ দিয়ে সেই দোকানে মালিকের ঘাড়ের পার দাড়িয়ে কাজ দেখতাম এবং আমি সেখান থেকেই কাজ শিখে এখনো সেই দোকানের ম্যানেজার হয়ে কাজ করি। ও আর আমি এবার দাখিল পরীক্ষা দিয়েছি আগামি ৮ অথবা ১০ তারিখে আমার রেজাউলট দেবে সবাই আমার জন্য দোয়া করবেন।
From
14 বছর 1 মাস
Personal
Relationship
Profession
Education
Living