নিজের সম্পর্কে কিছুই বলতে পারবো না । নিজে বারবার চেন্জ হয়ে যাই । ছোটবেলায় মানুষ দেখলে বলতো ছেলেটা খুব কিউট । বড় হলে খুবই নম্র আর ভদ্র হবে । যখন আরেকটু বড় হলাম তখন লোকে বলতো ছেলেটার খুব বুদ্ধি আছে । বড় হয়ে খুব জ্ঞানী হবে । তারপর যখন আরেকটু বড় হলাম তখন লোকেরা বলতো ছেলেটা খুব চঞ্চল । বড় হয়ে খুব মিশুক হবে । কিন্তু যখন বড় হলাম তখন লোকে বলে পোলাটা আস্তা ঘাড়ত্যাড়া । সিওর একটা তাড়ছিড়া ওর । তাই আপাতত বলতে পারেন আমি তাড়ছিড়া প্রকৃতির লোক । খুব একটা কিউট না , খুব একটা মিশুক না আর বুদ্ধি একফুটাও নেই । জ্ঞান দিতে পছন্দ করি কিন্তু নিতে গেলেই এলার্জি । এতোকিছুই নিজের সম্পর্কে বলতে পারি । ভবিষ্যতে যদি নিজের সম্পর্কে আরো কিছু জানতে পারি তাহলে অবশ্যই জানাবো । অন্যান্যদের মত আমিও বন্ধু প্রিয় মানুষ । বন্ধুদের সাথে আড্ডা , ঘুরাঘুরি , মেয়ে দেখা সব ধরনের জিনিস করি । বলতে গেলে তারা আমার জীবনের একটা অংশ । বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল । আরেকটা কথা , এই আইডির মালিক পাগল টাইপের । উনি বিড়ালের রাগ ভেড়ার উপর উঠানোর মতবাদে বিশ্বাসী । আমি চ্যাটিংপ্রিয় মানুষ ।

From Bangladesh, ঢাকা, ঢাকা

7 বছর 5 মাস

Personal

Relationship

Profession

Education

Living

সবচেয়ে জোসস টিউনস

কোন টিউন পাওয়া যায় নি

সকল টিউনস পাতা - 1

0 টিউমেন্ট 2.8 K দেখা জোসস

0 টিউমেন্ট 502 দেখা জোসস

0 টিউমেন্ট 544 দেখা জোসস

2 টিউমেন্ট 475 দেখা জোসস

0 টিউমেন্ট 542 দেখা জোসস

0 টিউমেন্ট 763 দেখা জোসস

0 টিউমেন্ট 981 দেখা জোসস

0 টিউমেন্ট 530 দেখা জোসস

4 টিউমেন্ট 6.9 K দেখা জোসস