হিমু হবার স্বপ্ন একদিন আমার এ সুপ্ত মনের গুপ্তপথে দিয়েছিল উঁকি ! বহু দিন বহু মাস আর বহু বছর হিমু হবার ব্যার্থ সাধনায় নিষ্ফলান্তক উপুর্যপরি পন্ডশ্রমের ধারাবাহিকতার ইতি টেনে ক্ষান্ত দিলাম ! হিমু হবার অর্থ সাধারন বিশ্লেষণে দাড়ায় ' মহাপুরুষ হওয়া ' । তাই , হিমু হতে গেলে সর্বাগ্রে পাপমুক্ত হওয়া চাই ! আমার মনে হয় যারা হিমু কে ভালোবাসো এবং হিমু হতে চাও তাদের পথে একটাই বাঁধা ; আর তা হল - হিমুরা কখনো কারো হাত ধরে না !!! ............................................. ............................................. ............................................. দম বন্ধ হয়ে আসছে কেন বুঝতে পারছি না । শরীর টা মনে হয় যেন পঁচে গেছে ; শুধু দুর্গন্ধ ছড়াবার বাকী ! হাত দু'টো অবশপ্রায় থাকে সার্বক্ষণিক । শুধু পা দু'টো চলে ঘোড়ার মতো বিরামহীন ! আর এ দু'টোই আমার সম্পদ ; বেঁচে থাকার মূলমন্ত্র । জীবন কে অর্থহীন হওয়া থেকে সে টেনে নিয়ে যেতে চায় অর্থময়তার দিকে ! পা দু'খানা নষ্ট হয়ে আসছে । পঁচা শরীরের সংস্পর্ষে থেকে পঁচে যাচ্ছে সে ও । নীরবে নিভৃতে তার সুকরুন আত্ববিলাপ শুনতে শুনতে কান পঁচে যাচ্ছে আমার ! চোখ দু'টো ক্ষয়ে আসছে ক্ষণে ক্ষণে । অশ্রুর বদলে এখন সেথায় ঝরে রক্তবিন্দু ! দুর্বল ঘামকণা এখন আর আমার পিছু নেয় না । শুকিয়ে গেছে সে ! মৃত্যুরৌদ্র আমার চারিদিকে !
From
13 বছর 9 মাস
Personal
Relationship
Profession
Education
Living