কারো সাথে Game খেলার চেষ্টা করি না । তাই আমার সম্পর্কে পরামর্শ একটাই“ Don’t Try To Paly With Me”. প্রচণ্ড রকম বাস্তব বাদী যা আমাকে স্বার্থপর প্রমান করে । হয়ত আমি তাই …………….. নিজের বাড়িতেই তো ভাল আছি কারোর মনে থাকবো কেন ?? আবেগকে নিয়ন্ত্রন করার বিশাল এক ক্ষমতা রাখি । আমাকে অনেক সাহায্য করে এই জিনিসটা………. নিজেকে শর্তে বাধিনা , কারন শর্ত ফাঁদের মতন , একবার লাগলে Sure Death ……. তবে মানুষরে শর্তে বাধা আমার Hobby.-:D নিয়ম মানার কথা যার বুলি আমি তার সবচেয়ে বড় শত্রু । নিয়ম ভাঙ্গাই আমার নিয়ম । নিজেকে আর মা-বাবা, ভাইকে ভালবেসেই কূল পাই না কাউকে কি ভালবাসবো ??? ভালইত আছি , এরকম ই থাকব । পাগলামি আমার জন্মগত রোগ , ডাক্তারও ভাল করতে পারে নাই । তাই সারা জীবন পাগলই থাকবো ঠিক করেছি । কারোর বুদ্ধিতে চলি না , এর ফলও ভাল..............নিজের দোষ অন্য কাউকে দেই না । নিজেকে সর্বোত্তম ভাবি না , তবে আমার রাজ্যের রাজকুমার তো আমিই তাই আমি যেখানে জয়ী সেখানেই যুদ্ধ শেষ , যতক্ষণ জয় আমার না ততক্ষণ যুদ্ধ চলবে । বাবা-মায়ের অনেক আদরের ছেলে তাই বলে বাস্তবতা জানি না ভেবে আমাকে পুতল ভাবা সবচেয়ে বড় বোকামি । সুখে আছি ভালো আছি । নিজের বেপারে এর চেয়ে বড় গল্প
From
11 বছর 3 মাস
Personal
Relationship
Profession
Education
Living