আমি একজন নগণ্য সাধারন মানুষ। সাধারন ভাবে থাকতেই পছন্দ করি। হইহট্ট-গোল একদমই পছন্দ করিনা । চেষ্টা করি যেন আমার জন্য আমার আসে পাশের লোকজন কষ্ট না পায়। মফস্বল এলাকায় বড় হয়েছি। তাই আচার আচরনে শহর এবং গ্রাম দুটরিই মিশ্রণ আছে। কারো সাথে যেচে কথা বলতে ভাল লাগে না। যখন যার সাথে চলি তার সাথে সম্পর্ক ভাল থাকে। সবকিছুতেই আত্মবিশ্বাস একটু বেশী। অন্যরা নিজের কিছু নিয়ে গর্ব করলে হিংসা হয়। সমস্যা সমাধান করতে ভালবাসি। যে কোন বিষয়ে দুর্বল পক্ষকে সমর্থন করতে ভাল লাগে। বাবা মায়ের স্বপ্ন পুরনের জন্য পড়াশনা করছি। শখ হল বাংলাদেশ বিমানবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া(As an Engineer)। আর সেভাবেই নিজেকে তৈরি করছি। ইলেক্ট্রনিক্স এ বিশেষ পারদর্শী। কেননা এর ওপরই আমার পড়াশোনা। আর ইলেক্ট্রনিক্স নিয়ে থাকতেই ভালবাসি। বই পড়তে ভাল বাসি , বলতে গেলে এটা আমার একটা নেশা। একবার শুরু করলে আর কোন কিছুতেই সেন্স থাকে না। আমার দুর্বল দিক হল দ্রুত কোন সিদ্ধান্ত নিতে পারিনা আর খারাপ অভ্যাস হল, আমি একটু অলস এবং কুড়ে। আমি সবসময় তত্ত্বে বিশ্বাসী। আমার কাছে ভাগ্য বলে কিছু নেই। অসম্ভব বলে কিছু নেই, সবকিছুই সম্ভব । জীবনটা অনেক ছোট, তাই এই ছোট জীবনে বড় কিছু করে যেতে চাই।

From Bangladesh, খুলনা, চুয়াডাঙ্গা

10 বছর 3 মাস

Personal

Relationship

Profession

Education

Living

সবচেয়ে জোসস টিউনস

কোন টিউন পাওয়া যায় নি

সকল টিউনস পাতা - 1