স্বপ্ন দেখা বালকের (আমার) সব উচ্ছ্বাস ভিজে বালিতে আঁকা স্বপ্ন প্রাণবন্ত উদ্দীপনা আজ মরুভূমির খাঁ খাঁ প্রান্তরে SAUDI ARAB এ আশ্রয় নিয়েছে। পথ ভুলে হারিয়ে গিয়েছে বহদুর। বালকের রঙিন স্বপ্ন বোনা আঁখিতে আজ ঘুম ঘুম ভাব, উল্লাসের নিউরণ আজ নিষ্প্রাণ, তার মন খারাপের পোকাগুলো জেগে থাকে সবসময় প্রাণহীন মন আজ আর স্বপ্ন বোনেনা । আজ তাই বালক জীবন্ত মৃতের একজন। দিনে দিনে দাম না পাওয়া বালকের উচ্ছ্বাসের উদ্দীপনা বিলিন হয়, অভিমানের ভীড়ে বালক হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে, খালি ঘর চুপচাপ পড়ে থাকে, একটি হারিয়ে যাওয়া বা অনুপস্হিতিতে কারো কিছু যায় আসেনা।
From Bangladesh, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া
9 বছর 5 মাস
Personal
Relationship
Profession
Education
Living