‘টিউনার আর্টিকুলেশন টিউন ফটো’ গাইডলাইন

'টেকটিউনস টিউনার' হবার আর্টিকুলেশন (Articulation) টিউন এর 'টিউন থাম্বনেইল' এর জন্য আপনার Special ফটো সাবমিট করতে হয়।

আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো এর বৈশিষ্ঠ্য

আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো এর বৈশিষ্ঠ্য নিচের নির্দেশনা অনুযায়ী হতে হয়।

আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো এর উপরের স্যাম্পল ছবির মত একটি ছবি তুলুন।

১. দাঁড়ানো অবস্থায়: ফটো অবশ্যই দাঁড়ানো অবস্থায় হতে হয়। চেয়ার, সোফো বা অন্য কোথাও বসা অবস্থায় হওয়া যায় না।

২. মাথা থেকে কোমর (Waist) পর্যন্ত: ফটো অবশ্যই স্যাম্পল ছবির মত মাথা থেকে কোমর (Waist) পর্যন্ত হতে হয়।

৩. বডি (শরীর) ও মুখমন্ডল ছবির ফ্রেমের মাঝ বরাবার: ফটোতে বডি (শরীর) ও মুখমন্ডল ছবির ফ্রেমের মাঝ বরাবার থাকতে হয়। ছবির ফ্রেমে বাম ও ডান পাশে যেন সমান অংশ ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। ছবির ফ্রেমে বাম পাশে যতটুকু ব্যাকগ্রাউন্ড রয়েছে ডান পাশেও যেন ততটুকু অংশ ব্যাকগ্রাউন্ড থাকতে হয়।

৪. সরাসরি ক্যামেরার দিকে তাকানো: ফটো অবশ্যই ক্যামেরার দিকে তাকানো অবস্থায় থাকতে হয়। ডানে বামে ডানে, বামে, উপরে বা নিচে তাকানো অবস্থায় না থাকে। ফটো অব্যশই ক্যামেরার দিকে তাকিয়ে, এমন ছবি যোগ হতে হয়। ক্যামেরার দিকে তাকিয়ে নেই বা ডানে বামে অন্য দিকে তাকিয়ে থাকা কোন ফটো হওয়া যায় না।

৫. ক্লোসড সট (Closed Shot): ফটো অবশ্যই স্যাম্পল ছবির মত ক্লোসড সট (Closed Shot) হতে হয়। ফটো দূর থেকে তোলা, লং সট (Long Shot) বা ওয়াইড (Wide Shot) হওয়া যায় না।

৬. মাথা সোজা অবস্থায়: ফটোতে অবশ্যই মাথা সোজা থাকতে হয়, মাথা ডানে, বামে, উপরে বা নিচে বাঁকা থাকা যায় না।

৭. ক্যামেরার সোজাসুজি ফটো: ফটো অবশ্যই ক্যামেরার সোজাসুজি তুলতে হয়। সাইড থেকে, উপর থেকে বা নিচে থেকে তোলা যায় না।

৮. মুখে প্রানবন্ত হাসি: ফটোতে অবশ্যই স্যাম্পল ছবির মত মুখে প্রানবন্ত হাসি থাকতে হয়।

৯. কনফিডেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন (Confident Facial Expression): ফটোতে অবশ্যই স্যাম্পল ছবির মত মুখে কনফিডেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন (Confident Facial Expression) থাকতে হয়।

১০. Well Dressed Up: ফটোতে অবশ্যই Well Dressed Up থাকতে হয়। অফিসিয়াল ফরমাল ড্রেসডআপ (Official Formal Dressed Up) বা স্যুটেড এন্ড বুটেড ড্রেসআপ (Suited And Booted Dressed Up) এ ফটো তুললে আরও বেশি ভালো হয়।

১১. ফুল হাতা পোশাক: ফটো অবশ্যই স্যাম্পল ছবির মত ফুল হাতা পোশাক পরিহিত হতে হয়।

১২. Chest এর উপর আঁড়াআঁড়ি হাত বাঁধা: ফটো অবশ্যই স্যাম্পল ছবির মত Chest বা বুক এর উপর আঁড়াআঁড়ি হাত বাঁধা (Arms Crossed Over on Chest) হতে হয়।

১৩. স্পষ্ট ফটো: ফটো অবশ্যই স্পষ্ট হতে হয়। ঝাপসা, অন্ধকার আছন্ন, ছায়া বা সেডো পড়া, আলোর রিফ্লেকশন পড়া কোন ফটো হওয়া যায় না।

১৪. সলিড কালার (Solid Color) ব্যাকগ্রাউন্ড বা গ্রিন স্ক্রিন (Green Screen) ব্যাকগ্রাউন্ড: ফটো এর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সলিড কালার (Solid Color) ব্যাকগ্রাউন্ড হতে হয়। সবচেয়ে ভালো হয় গ্রিন স্ক্রিন (Green Screen) ব্যাকগ্রাউন্ডে ফটো তোলা হলে। ফটো স্টুডিওতে গ্রিন স্ক্রিন (Green Screen) ব্যাকগ্রাউন্ডে ফটো তোলা হলে সবচেয়ে ভালো হয়।

ফটো অন্য কোন নন-সলিড কালার (Non-Solid Color) ব্যাকগ্রাউন্ড এ তুলে সে ফটো এডিট করে নতুন কোন ব্যাকগ্রাউন্ড যোগ করে বা ফটো এডিট করে গ্রিন ব্যাকগ্রাউন্ড যোগ করে ছবি সাবমিট করা যাবে না। ফটো অন্য কোন নন-সলিড কালার (Non-Solid Color) ব্যাকগ্রাউন্ড এ তুলে সে ফটো এডিট করে নতুন কোন ব্যাকগ্রাউন্ড বা ফটো এডিট করে গ্রিন ব্যাকগ্রাউন্ড যোগ করে ছবি সাবমিট করা হলে সে ফটো বাতিল হবে।

১৫. একদম সাদা (White) ব্যাকগ্রাউন্ড বা একদম কালো (Black) ব্যাকগ্রাউন্ড নয়: ফটো এর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সলিড কালার (Solid Color) ব্যাকগ্রাউন্ড হতে হয়। ফটো এর ব্যাকগ্রাউন্ড একদম সাদা (White) ব্যাকগ্রাউন্ড বা একদম কালো (Black) ব্যাকগ্রাউন্ড হওয়া যায় না।

১৫. যথেষ্ঠ পরিপাটি, সতেজ অবস্থায় ও পরিস্কার পরিচ্ছন্ন পোষাক: ফটো তুলতে যথেষ্ঠ পরিপাটি হয়ে, সতেজ অবস্থায় ও পরিস্কার পরিচ্ছন্ন পোষাক পড়ে ছবি তুলতে হয়ে। উসকো, খুসকো চুল, ঘর্মার্ক্ত, ক্লান্ত, অবসাদগ্রস্থ, ঘুমাচ্ছন্ন, অপরিষ্কার পোষাক পরিহিত অবস্থায় ফটো তোলা থেকে বিরত থাকুন।

ফটো এর ফরমেট, মেগাপিক্সেল, অরিয়েন্টেশন, ডাইমেনশন

আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো অবশ্যই আপনাকে কোন ফটো স্টুডিওতে তুলতে হয়। কেননা ফটো স্টুডি ছাড়া ফটো এর লাইটিং আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো ব্যবহার যোগ্য হয় না।

ফটো স্টুডিওতে সলিড কালার (Solid Color) ব্যাকগ্রাউন্ড বা গ্রিন স্ক্রিন (Green Screen) ব্যাকগ্রাউন্ডে ফটো Landscape এ তুলতে হয়

  • ফটো ফরমেট হবে: JPEG বা JPG
  • ফটো মেগাপিক্সেল (Photo Megapixel) হবে: 20+ MP অর্থাৎ 20 মেগাপিক্সেল (Megapixel) এর উপরে
  • ফটো অরিয়েন্টেশন (Photo Orientation) হবে: Landscape
  • ফটো ডাইমেনশন হবে Landscape এর ক্ষেত্রে: 5000 x 3000 pixels এর উপরে। অর্থাৎ ছবির Height 5000+ pixels এবং ফটো এর Width 3000+ pixels

ফটো অন্য কোন নন-সলিড কালার (Non-Solid Color) ব্যাকগ্রাউন্ড এ তুলে সে ফটো এডিট করে নতুন কোন ব্যাকগ্রাউন্ড যোগ করে বা ফটো এডিট করে গ্রিন ব্যাকগ্রাউন্ড যোগ করে ছবি সাবমিট করা যাবে না। ফটো অন্য কোন নন-সলিড কালার (Non-Solid Color) ব্যাকগ্রাউন্ড এ তুলে সে ফটো এডিট করে নতুন কোন ব্যাকগ্রাউন্ড বা ফটো এডিট করে গ্রিন ব্যাকগ্রাউন্ড যোগ করে ছবি সাবমিট করা হলে সে ফটো বাতিল হবে। 

ফটো স্টুডিওতে সলিড কালার (Solid Color) ব্যাকগ্রাউন্ড বা গ্রিন স্ক্রিন (Green Screen) ব্যাকগ্রাউন্ডে ফটো তুলতে

  • ১. অবশ্যই স্যাম্পল ছবির মত মাথা থেকে কোমর (Waist) পর্যন্ত ক্লোসড সট (Closed Shot) এ ছবি তুলুন। ফটো দূর থেকে তোলা, লং সট (Long Shot) বা ওয়াইড (Wide Shot) যেন না হয়।
  • ২. ফটো ফরমেট এবং Landscape ছবির ডাইমেনশন গাইডলাইন অনুযায়ী ঠিক রেখে ছবির সফট কপি (Soft Copy) নিন।

ফটো স্টুডিওতে ছবি তোলার আগে গাইডলাইন এর সকল বিষয় সময় নিয়ে, মনোযোগ দিয়ে ভালো মত বুঝে নিন। ভুল ফটো এর জন্য আপনার আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো যেন বাতিল না হয়।

আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো সাবমিট

আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো সাবমিট করতে

১. প্রথমত আপনার আর্টিকুলেশন (Articulation) টিউন এর 'ড্রাফট টিউন' এ যান

২. মিডিয়া বাটনে ক্লিক করে আপনার আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটোটি আপলোড করুন।

৩. আর্টিকুলেশন (Articulation) ড্রাফট টিউনে ফটো আপলোড সম্পন্ন হলে সে ফটো 'টিউন এডিটর' এ ইনসার্ট করবেন না। ফটো আপলোড সম্পন্ন হলে 'Copy URL to clipboard' বাটনে ক্লিক করে আপলোড হওয়া ফটো এর File URL টি সংগ্রহ করুন।

৪.

<a href="[আর্টিকুলেশন টিউন ফটো File URL]">[বাংলায় আপনার পূর্ণ নাম]: আর্টিকুলেশন টিউন ফটো</a>

এর পর উপরের ফরমেটটি কপি করে

[আর্টিকুলেশন টিউন ফটো File URL] অংশ রিপ্লেস করে আপলোড হওয়া ফটো এর File URL টি এবং

এবং [বাংলায় আপনার নাম] অংশ রিপ্লেস করে বাংলায় আপনার পূর্ণ নাম, আপনার টেকটিউনস প্রোফাইল যে বাংলা নাম রয়েছে, তা দিয়ে

নির্দেশনা ম্যাসেজের এর রিপ্লাই এ সাবমিট করুন।

খেয়াল করুন: সাবমিট করা ফরমেট এর ফাইনাল আউটপুটে কোন থার্ড ব্রাকেট ([]) থাকে না।

এভাবে সঠিক ভাবে আর্টিকুলেশন (Articulation) টিউন এর ফটো সাবমিট করুন।