সফল ভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হবার পর মাসের ১ তারিখ থেকে মাসের ৩০ তারিখ পর্যন্ত শুধুমাত্র ১২ টি টিউন সামিট করে পরের মাসের ১৫ তারিখ পর্যন্ত পেমেন্ট এর জন্য অপেক্ষা করা যায় না। কারণ তা হলে টেকটিউনস সিস্টেম কর্তৃক ২ টি Inactive Week কাউন্ট হবে। ফলে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ স্থগিত হবে। টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ স্থগিত হলে আপনার টেকটিউনস ক্যাশ পে-আউট ও স্থগিত হয়।
প্রতি মাসে টেকটিউনস সিস্টেম কর্তৃক ১৫ তারিখে সফল ভাবে 'টেকটিউনস ক্যাশ পে-আউট' হতে প্রত্যেক মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ ১২+ টি টিউন সাবমিট করতে থাকতে হয় বা টিউন সাবমিট করার ধারা অব্যাহত রাখতে হয়।
প্রতি মাসে ৫০০+ শব্দের ১২+ টি টিউন প্রকাশ শুধু একটি স্ট্যান্ডার্ড মাত্র।
আপনি যদি টেকটিউনস থেকে আশানুরূপ টেকটিউনস ক্যাশ আয় করতে চান তবে আপনাকে মাসে ৫০০+ শব্দের ৩০ থেকে ৪০ টি টিউন প্রকাশের পারদর্শীতা থাকতে হয়।
অবশ্যই বেশি শব্দ সংখ্যার টিউনের 'টেকটিউনস ক্যাশ' ছোট শব্দ সংখ্যার টিউনের 'টেকটিউনস ক্যাশ' থেকে বেশি হয়। তবে শুধু মাত্র শব্দ সংখ্যার উপর আপনার টেকটিউনস ক্যাশ আয় নির্ভর করে না আপনার টিউন টপিক, টিউন কোয়ালিটি এ টেকটিউনসের ১৪ টি ’টিউন ফ্যাক্টর’ উপর আপনার টেকটিউনস ক্যাশ আয় নির্ভর করে।
তবে এটা নিশ্চিত যে আপনার যদি এক্সক্লুসিভ টিউন করার যোগ্যতা ও ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ গাইডলাইন’ অনুযায়ী অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার বজায় রেখে নিয়মিত টিউন করার যোগ্যতা থাকে তবে আপনি নিঃসন্দেহে আশানুরূপ টেকটিউনস ক্যাশ আয় করতে পারবেন।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে ’টিউন সাবমিট’ করার পরে টিউন রিভিউ কতক্ষণ পর হয় তার নির্ধারিত কোন সময় নেই। টেকটিউনস কন্টেন্ট অপস কর্তৃক সকল টিউন, 'টেকটিউনস টিউন সিডিউল' অনুযায়ী রিভিউ হয় এবং তা 'টেকটিউনস ক্যাশ প্রসেস' এর জন্য এপ্রুভড হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে ’টিউন সাবমিট’ করার পর টেকটিউনস কন্টেন্ট অপস কর্তৃক 'টিউন রিভিউ' এর জন্য সাধারণ ভাবে ৪০০ ঘন্টার মধ্যে হয়।
তবে সব টিউন ৪০০ ঘন্টার মধ্যে রিভিউ হয় না। টিউনে যদি গাইডলাইন অনুযায়ী না হয়, টিউনে যদি সংশোধন এর পরিমাণ বেশি করতে হয়, টিউন যদি পারফেক্ট না হয়, টিউন যদি ম্যানুয়ালি রিভিউ করতে হয় তবে সে টিউন টেকটিউনস কন্টেন্ট অপস কর্তৃক 'টিউন রিভিউ' এর জন্য আরও বেশি সময় প্রয়োজন হয়।
তাই টিউন সাবমিট করতে খেয়াল রাখাতে হয় সাবমিট করা টিউন যেন যথাসম্ভব গাইডলাইন অনুযায়ী হয়, টিউনে সংশোধন এর পরিমাণ বেশি করতে না হয়, টিউন যেন পারফেক্ট হয়।
এমন কিছু টিউন রয়েছে যা টেকটিউনস কন্টেন্ট অপস থেকে সেই মুহূর্তে প্রকাশ করা হবে না। পরবর্তিতে প্রকাশ করা হবে বা পরবর্তিতে প্রকাশের আগে আপনাকে প্রয়োজনীয় নির্দেশ করা হবে। বিশেষ করে চেইন টিউনের ক্ষেত্রে বা অন্য টিউনও হতে পারে। সেক্ষেত্রে সেইসব টিউন 'Scheduled Publish' হিসবে বিবেচিত হয় এবং সে টিউনের জন্য আপনার একাউন্টে পেমেন্ট যোগ হয় এবং তা বোনাসের জন্যও কাউন্ট হয়। তবে অবশ্যই যদি তা টেকটিউনস কন্টেন্ট টিউনার অপস থেকে সে ধরনের নির্দেশনা ও অনুমোদন দেওয়া হয়।
এমন কিছু টিউন রয়েছে যা এই মুহূর্তে প্রকাশিত হবে না এবং তা ড্রাফট হিসেবেই থাকবে। টিউনটি পরের মাসে বা ৩ মাস ৪ মাস পরেরও প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে সেইসব টিউন 'Later Publish' হিসবে বিবেচিত হয় এবং সে টিউন গুলো যখন প্রকাশিত হবে তখন আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে এবং সে টিউন যখন প্রকাশিত হবে তখন আপনার একাউন্টে পেমেন্ট যোগ হবে ও বোনাসের জন্যও কাউন্ট হবে।
তবে মনে রাখবেন টেকটিউনস কন্টেন্ট অপস সর্বদা নিজেস্ব গতি ও টেকটিউনস কন্টেন্ট অপস গাইলাইন অনুযায়ী কাজ করে। কোন টিউন কখন, কবে, কিভাবে প্রকাশিত হবে এর সকল বিষয় সম্বন্ধে টেকটিউনস কন্টেন্ট অপস অবগত থাকে এবং তা নিয়ন্ত্রন করে। এমনও হতে পারে আপনার সাবমিট করা টিউন এ মাসে প্রকাশিত হবে না পরের মাসে বা আরও তিন, চার, ছয় মাস পর প্রকাশিত হতে পারে। সমস্ত সিদ্ধান্তই নির্ভর করে কন্টেন্ট অপস এর উপর।
তাই টিউন সাবমিট করে তা দ্রুত রিভিউ বা প্রকাশের জন্য কোন ভাবেই টেকটিউনস কন্টেন্ট টিমকে বলা যায় না।
আপনি যদি সব সময় টেকটিউনস 'টিউনার গাইডলাইন' ও 'টিউন পলিসি' অনুযায়ী নির্ভুল ভাবে টিউন সাবমিট করেন তবে স্বভাবতই আপনার টিউন রিভিউ করে প্রকাশিত হবে বা টেকটিউনস কন্টেন্ট টিউনার অপস আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন এবং আপনি সর্বদা সে নির্দেশ মোতাবেক কাজ করবেন।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে 'টিউন ড্রাফট' ও 'টিউন টাস্ক' সাবমিট করার পর টিউন রিভিউ এর জন্য অপেক্ষা করতে হয় না। বরং পরবর্তি টিউন সাবমিট করতে থাকতে হয় বা টিউন সাবমিট করার ধারা অব্যাহত রাখতে হয়।
প্রতি মাসের টেকটিউনস সিস্টেম কর্তৃক ১৫ তারিখে পে-আউট হতে প্রত্যেক মাসের ১ তারিখ থেকে মাসের ৩০ তারিখ ১২+ টি টিউন সাবমিট করা অব্যাহত রাখতে হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে 'টিউন সামিট' করে 'টিউন রিভিউ' এর জন্য অপেক্ষা করা যায় না। কারণ তা হলে টেকটিউনস সিস্টেম কর্তৃক ২ টি Inactive Week কাউন্ট হয়। ফলে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ স্থগিত হয়। টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ স্থগিত হলে আপনার টেকটিউনস ক্যাশ পে-আউট ও স্থগিত হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে ’টিউন সাবমিট’ করার পরে টিউন রিভিউ হয় তার নির্ধারিত কোন সময় নেই। টেকটিউনস কন্টেন্ট অপস কর্তৃক সকল টিউন, 'টেকটিউনস টিউন সিডিউল' অনুযায়ী রিভিউ হয় এবং তা 'টেকটিউনস ক্যাশ প্রসেস' এর জন্য এপ্রুভড হয়।