আমার প্রথম টিউনে আপনাদের মন্তব্য পেয়ে আমি খুব আনন্দিত। আশা করি এই টিউনটি আপনাদের খুব ভাল লাগবে।
Youtube.com আমাদের অতি পরিচিত একটি ভিডিও শেয়ারিং সাইট। ২০০৫ এর ফেব্রুয়ারীতে ইউটিউব যাত্রা শুরু করে। এরপর ২০০৬ সালে গুগল ১.৬৫ বিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে ইউটিউবকে কিনে নেয়। বর্তমানে এটি গুগলের সহায়ক সাইট হিসেবে কাজ করে।
এবার আসল কথায় আসি। আমরা প্রতিদিন বিভিন্ন কাজে ইউটিউবের শরণাপন্ন হই। কিন্তু আমাদের নেট স্পীড কম বিধায় আমরা ঠিকমত ভিডিও দেখতে পারি না। কিছুক্ষণ পরপর বুফেরিং করে। এখন আমি এমন একটি পদ্ধতি দেখাব যার সাহায্যে আপনি প্রায় বুফেরিং ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন।
যেভাবে এটি কাজ করেঃ
ইউটিউব ভিডিও দেখতে আমরা সাধারনত অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার, জাভা এবং আরও অন্যান্য অনেক অ্যাড-অনস ব্যবহার করি। এইচটিএমএল ৫ এর সাহায্যে আপনি কোনও প্রকার অ্যাড-অনস ব্যতিত সরাসরি ভিডিও দেখতে পারবেন। এইচটিএমএল ৫, অ্যাড-অনস ব্যবহার না করে খুব দ্রুত ভিডিও দেখতে আমাদের সাহায্যে করে।
তাহলে বলা যায়, ফ্ল্যাশ প্লেয়ারের দিন ফুরিয়ে এসেছে! গুডবায়, ফ্ল্যাশ প্লেয়ার!
যা যা প্রয়োজনঃ
এইচটিএমএল ৫ ব্যবহারের জন্য কোনও অতিরিক্ত সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন নেই। সুধু প্রয়োজন আপনের ব্রাউজারের আপডেটেড ভার্সন আর মিনিমাম ২৫৬kbps নেট কানেকশন। আপনাদের সুবিধারথে আমি ব্রাউজারের নাম এবং লেটেস্ট ভার্সন ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি-
১. মোজিলা ফায়ারফক্স ৪.০+
মোজিলা অরোরা ৯.০+
২. গুগল ক্রম ১৫+
৩. অপেরা ১০.৬+
৪. অ্যাপেল সাফারি ৪+
৫. ইন্টারনেট এক্সপ্লোরার ৯.০
ডাউনলোড লিঙ্ক-
২. গুগল ক্রম ১৫
৩. অপেরা ১১.৫২
আপনি গুগল ক্রমে বেশি সুবিধা পাবেন।
টিউটোরিয়ালঃ
১. http://www.youtube.com/html5 এ যান।
২. আপনার অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করুন। না থাকলে অসুবিধা নাই।
৩. Join the HTML 5 Trail এ ক্লিক করুন।
এবার যে কোনও ভিডিও উপভোগ করুন।
আপনি যদি কোনও সমস্যার মুখোমুখি হন, তাহলে Leave The HTML 5 Trail বাটনে ক্লিক করে আগের সেটিংসে ফিরে যান।
বুফেরিং ছাড়া ভিডিও দেখতে আপনারা “বিদ্রোহী” ভাইয়ের এই টিউনটি পরিদর্শন করতে পারেন।
আমি খারাপ ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজকে আমার জন্মদিন। তাই কষ্ট করে টিউন করলাম। কিন্তু ৫ তারিখ আমার ইংলিশ পরীক্ষা। সবাই দোয়া করবেন।
আমার মতে আমি এই সাইটের সর্বকনিষ্ঠ টিউনার। আমি ২০১২ সালের জেএসসি পরীক্ষার্থী।