আপনারা যারা ফেইসবুকে আছেন তারা বিভিন্ন কারনে বন্ধুদের আনফ্রেন্ড করে থাকেন। এবং আপনার অন্য বন্ধুরা আপনাকে বিভিন্ন কারনে আনফ্রেন্ড করে থাকে। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বুঝবেন কারা আপনাকে আনফ্রেন্ড করেছে।
এটা মুলত এমন একটা স্ক্রিপ্ট যেটা ফায়ারফক্স এবং গুগল ক্রোমে ব্যবহার করা যাবে। স্ক্রিপ্ট টা আপনার ব্রাউজারে ইন্সটল করলে এটা উপরের ছবির মত নতুন একটা অপসন(Unfriends) যোগ করবে।
যেভাবে করবেনঃ
প্রথমে এই ঠিকানা থেকে Unfriend Finder স্ক্রিপ্ট টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন।
এবার Install লেখাতে ক্লিক করে Unfriend Finder স্ক্রিপ্ট টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে ব্রাউজার টি রিস্টার্ট দিন।
এবার দেখুন আপনার ফেইসবুক আইডিতে নটিফিকেশন বারে নতুন একটা অপশন (Unfriends) যোগ হয়েছে।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
এইটা ইনস্টল করমুনা…..কারণ কেউ আনফ্রেন্ড করছে দেখলে কষ্ট লাগব।। R আপনাকে এক সাথে ৪ জনে আনফ্রেন্ড মারছে!!!! লোল রে লোল 😆