বিভিন্ন সুবিধাদির কারণে আমাদের প্রাইভেট ব্যাংকেও অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে ৷ তন্মধ্যে- বিদেশ ভ্রমন, অনলাইনে ইন্টারন্যাশনাল ট্রান্সজাকশন, বিদেশী ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, বিদেশী সাইট থেকে অনলাইনে পণ্য/সফটওয়্যার ক্রয়, বিদেশী ওয়েবসাইট/অ্যাপের সাবসক্রিপশন ক্রয় ইত্যাদি অন্যতম। আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি - ফিজিক্যালি ব্যাংকে না গিয়েও ঘরে বসে সহজে কিছু স্বনামধন্য প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারবেন তাও আবার নিজের স্মার্ট ফোন/পিসি থেকে। তবে এক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টের সফটকপি/স্ক্যানকপি অবশ্যই ফোনে/পিসিতে আগেই রেখে দিতে হবে যেমন: এনআইডি, জন্মসনদ, টিন সার্টিফিকেট, ইউটিলিটি বিল, আপনার ছবি, স্বাক্ষরের ছবি, পাসপোর্ট (যদি থাকে) নমিনির ছবি, নমিনির এনআইডি ইত্যাদি।
উল্লেখ্য যে, ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে আপনার অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং তা সশরীরে ব্যাংকে গিয়ে এন্ড্রোস করিয়ে নিতে হবে।
যেসব ব্যাংকের ওয়েবসাইট/অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন :
১) Pubali Bank - PI Banking App (সাথে সাথে অ্যাকটিভ অ্যাকাউন্ট নম্বর পাবেন)
২) Brac Bank- (Astha App: https://eaccount.bracbank.com/onboarding/common/welcome) (সাথে সাথে অ্যাকটিভ অ্যাকাউন্ট নম্বর পাবেন)
৩) Sonali Bank: Sonali E wallet App
৪) MIDLAND BANK: https://selfekyc.midlandbankbd.net/
or https://digitalaccount.midlandbankbd.net/
৫) Dhaka Bank: https://dhakabankltd.com/aroni-online-application/
৬) EBL- INSTA BANKING App or https://insta.ebl-bd.com/eblEkyc/custRegister
৭) IBBL- Cellfin Apps
৮) IFIC: https://digitalaof.ificbankbd.com/
৯) CITY BANK: CITY TOUCH App - Ekhoni Account
১০) MTBL: https://ekyc.mutualtrustbank.com/onboarding/common/contactInfo
১১) UCB: https://udb.ucb.com.bd/AOS/
১২) Standard Chartered: SC Mobile app
১৩) MEGHNA BANK: https://www.meghnabank.com.bd/apply-now-deposit/retail
১৫) AMERICAN EXPRESS: https://www.americanexpress.com/en-us/banking/personal/savings/apply/personal-information?product=highYieldSavings&intlink=savingshysa-hero-apply
ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া Dual Currency Prepaid Card এর জন্য:
১) JAMUNA BANK: https://onlinecard.jamunabankbd.com/check-user
২) EBL: https://onboarding.ebl-bd.com/?spm=a2a0e.tm800155133.6590424340.1.27a02f350307zN
৩) UPAY: Upay Apps
৪) MIDLAND BANK: https://onlinecard.midlandbankbd.net/UI/ApplyPrepaidCard
Google Play Store এ সার্চ করলে সহজেই ব্যাংকগুলোর অ্যাপ পেয়ে যাবেন।
HAPPY BANKING
sʜᴇᴘᴏɴ
লেখায় কোনো ভুল-ত্রুটি থাকলে, ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ সবাইকে।
আমি শিপন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ॐ नमो भगवते वासुदेवाय नमः