Hidden Folder উদ্ধার করুন সবচেয় সহজ উপায়ে!

আসসালামু আলাইকুম, সবাইকে আমার পোষ্টে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন?

যারা উইন্ডোজ ব্যবহার করে ভাইরাস কি জিনিস তাদের তো নতুন করে শিখাইতে হবেনা আশা করি। একেক ধরনের ভাইরাস একেক ধরনের কেরামতি দেখায়। তার মাঝে কিছু ভাইরাস আছে যা আপনার ফোল্ডার গুলা কে লুকাই ফেলে ফেকে একটা ফোল্ডার তৈরি করে রাখে। যা ইচ্ছে করুক সেইটা মুখ্য বিষয় না। আমার আজকের পোষ্ট হল কি করে Hidden Folder গুলা উদ্ধার করেবেন সেটা নিয়ে।

অনেকে ভাববেন ধুর এটা তো খুব সহজ কাজ!

তার জন্য আক্রান্ত ফোল্ডারে Right Button Click করে Properties গিয়ে  Hidden Option টা  Uncheck করে Apply… OK … দিলেই কাম শেষ।

কিন্তু না...  কাম হইল না। ধরাটা খাইলেন যখন দেখলেন Hidden Option টা  Uncheck করা যায় না। 😛

কেউ কেউ হয়তো অনেক কষ্ট করে Hidden File Show করে নতুন করে ফোল্ডার তৈরি করে ফাইল গুলা নতুন ফোল্ডারে নিয়ে মুক্তি পেতে চান।

যারা এই ধরনের সমস্যায় পড়েন তাদের জন্য আমার এই ছোট উপহার। এই সফটওয়্যার দিয়ে আপনি কোন ধরনের ঝামেলা ছাড়াই আপানার ফোল্ডার গুলা ফিরে পাবেন।

প্রথমে এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করেন।

http://www.mediafire.com/?kctvkuvo254y0nu

সফটওয়্যারটি ইন্সটল করেন।

ইন্সটল করার পর আপানার আক্রান্ত ফোল্ডারে Mouse এর Right Button করলে Change Attributes Option পাবেন। নিচের পিকচার এর মতো......

এবার Change Attributes Option এ ক্লিক করে Properties ক্লিক করলে নিচের পিকচার এর মতো দেখতে পাবেন। এখন সবগুলা টিক মার্ক উঠিয়ে দিয়ে Apply….. OK দিয়ে মজা লন মজা ............

ধন্যবাদ সবাইকে কষ্ট করে লেখাটা পড়ার জন্য। 

আমার পোষ্ট আগে প্রকাশিতঃ http://goo.gl/pH5M9





Level 0

আমি অবুঝ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হইছে !! শুভ কমনা রইলো…

Thank you.

অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কাজের জিনিসটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

এমন একটা সফটওয়ার এর প্রয়োজন ছিল। ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Good.kintu file k evabe hidden korar upay ki?

    @অপূর্ব: ফাইল হিডেন করবেন? ঠিক এটার উল্টাটা করবেন। টিক মার্ক দিয়ে Apply… ok দিলেই কাম শেষ।

Not working in my Win server2003 Edition

    @selimrashed: দুঃখিত আপনার কাজে লাগলোনা যেনে । তবে নিরাশ হবেন না। নিউ ভার্সন পেলে জানাবো।

thanks……..

এই trick ta কেমনঃ CMD তে লিখুন G: (ড্রাইভ এর কী ওয়ার্ড)attrib -s -h /s /d name (ফাইল/ফোল্ডার এর নাম)