গুগল সার্চ টিপস – ঢুকে পড়ুন ই-বুক, সফটওয়্যার আর গানের গুদামে

আপনি কি গুগলে ফাইল খুজতে খুজতে ক্লান্ত? অনুসন্ধানের ফলাফল আপনার পক্ষে নয়? তবে আপনার জন্যই এই টিউনটি।
মাঝে মাঝেই গুগল থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট খুজে বের করতে অনেক বেগ পেতে হয়। এবার আপনি ছোট্ট এই Google অনুসন্ধান ট্রিক্সটি ব্যবহার করে আপনার প্রত্যাশিত ফাইল অথবা অ্যাপ্লিকেশন পেতে পারেন নিমেশেই। ট্রিক্সটি নিচে উদাহরণ সহ আলোচনা করা হল।

যেভাবে অডিও ফাইল খুজবেন -

আপনি যদি একটি অডিও ফাইল খুঁজে পেতে চান, তবে সহজ এই কোড ব্যবহার করুন। inurl:(htm|html|php) intitle:”index of” mp3 “Your File name”

উদাহরণ:    ধরুন আপনি মাইকেল জ্যাকসনের “beat it” গানটি mp3 ফরমেটে ডাউনলোড করতে চান। তবে সার্চ বক্সে এই কোডটি লিখুন (inurl:(htm|html|php) intitle:”index of” mp3 “beat it” )| আপনি যদি ভিন্ন ফরমেটে গানটি ডাউনলোড করতে চান, তবে mp3 এর স্থানে ফরম্যাটের নাম লিখুন। যেমন wma, wav, ACC ইত্যাদি।

যেভাবে সফটওয়্যার খুজবেন -

আপনি যদি সফটওয়্যার ডাউনলোড করতে চান, তবে এই অনুসন্ধান ট্রিক্সটি ব্যবহার করুন। inurl:(htm|html|php) intitle:”index of” exe “Your Application name”

উদাহরণ:    ধরুন আপনি 7zip সফটওয়্যারটি ডাউনলোড করতে চান। তবে সার্চ বক্সে এই কোডটি লিখুন-   inurl:(htm|html|php) intitle:”index of” exe “7zip”

যেভাবে ই-বুক খুজবেন -

আপনি যদি ই-বুক খুঁজে পেতে চান, তবে সহজ এই সার্চ কৌশলটি ব্যবহার করুন। inurl:(htm|html|php) intitle:”index of” +(“/ebooks”| “/book”) +(chm|pdf|zip) +”Your book name”

উদাহরণ:   ধরুন আপনি o’reilly ই-বুকটি ডাউনলোড করতে চান। তবে গুগল অনুসন্ধান বক্সে লিখুন  inurl:(htm|html|php) intitle:”index of”+(“/ebooks”| “/book”) +(chm|pdf|zip) +”o’reilly”

আশা করি এই কৌশলগুলি ব্যবহার করে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারবেন। সাবাইকে ধন্যবাদ।

পূর্বপ্রকাশ:  বার্তা ভুবনhttp://bartavubon.com

Level 0

আমি বার্তা ভুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি তথ্য-প্রযুক্তির সমূদ্রে হারিয়ে যেতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@High Speed: এতো ফ্রিল্যান্সিং সাইট থাকতে Dolancer কেন ভাই? এরা যে প্রতারক এটা সবাই যানে। সবাইকে সচেতন হওয়ার অনুরোধ রইল।

    @লিয়াজ: সহমত
    দেখি ওনি শাওন ভাইয়ের ব্লগের প্রশ্নগুলো উওর দিতে পারে কি না। জানি মন্তব্যটি ডিলেট করে দিবে

আগে থেকেই জানতাম। আমি শুধু ই-বুক গুলো খুজতাম এভাবে। এবার সফটওয়্যার আর গানসহ সব কিছুই খুঁজে বের করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ।

ফাউল কাজ হয় না।
এই রকম দেখায়।
Your search – inurl:(htm|html|php) intitle:”index of” exe “AV_Video_Morpher” – did not match any documents.

Suggestions:

* Make sure all words are spelled correctly.
* Try different keywords.
* Try more general keywords.
* Try fewer keywords.

লিয়াজ ভাই আপনার সবগুলো ট্রিক্স তো কাজ করছে না। ভাই আমার প্রশ্ন হচ্ছে আপনি কি কোড গুলো দিয়ে সার্চ দিয়েছিলেন?

    @সোনারদেশ: ভাই শুধু আমি না এটা অনেকেই পরিক্ষা করেছেন, বেশির ভাগ ক্ষেত্রেই কাজ করে।

@High Speed: আপনার মন্তব্য পড়ে খুব মঝা পেলাম আর ছাগলের তিন নাম্বার বাচ্ছা কেন শুধু নেচেই শান্তি পাই তা এখন বুঝতে পারলাম।

high speed ভাই @High Speed:
এই প্রশ্নগুলো উওর দেন তো
http://aishaon.wordpress.com/2011/11/27/dolancer-gambling/