আমরা প্রায় সময় আমাদের current location জানার জন্য ইন্টারনেটে search করে থাকি যে, আমি এখন কোথায় আছি?
যদি আমরা নতুন কোন জায়গায় ঘুরতে যাই এবং সেই জায়গাটির নাম আমাদের জানা থাকে না অথবা কোন একটি অচেনা জায়গায় গিয়ে পথ হারিয়ে ফেলি, তাহলে এমন সময়ে আমার বর্তমান লোকেশন কোথায় এটি জানা আমাদের জন্য খুবই জরুরি হয়ে যায়।
আমি এখন কোন জায়গায় আছি? এটি আমাদের Smartphone এ থাকা গুগল ম্যাপস (Google Maps) এপ্লিকেশনটির সাহায্যে খুব সহজেই জেনে নিতে পারি।
গুগল ম্যাপের ওয়েবসাইট এবং গুগল ম্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপ - এই দুই জায়গাতেই "Current Location" নামে একটি বাটন রয়েছে, যেখানে ট্যাপ করার মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন যে আপনি এখন কোথায় আছেন।
তাই আপনি যদি কোন অজানা জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে আছেন এবং ভাবছেন "আমার লোকেশন কোথায়" অথবা "আমি এখন কোথায় বসে আছি" তাহলে আপনি কোন চিন্তা করবেন না। এই প্রশ্নের উত্তর আপনি সহজেই পেয়ে যেতে পারবেন।
Google Play Store এ থাকা Google Maps অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি ব্যবহার করে যে কেউ নিজের বর্তমান লোকেশন এবং যে কোন জায়গা থেকে যে কোন জায়গার দূরত্ব সহজেই নির্ণয় করতে পারে।
আপনি বর্তমানে কোন জায়গায় অবস্থান করছেন সেটা কিভাবে জানবেন এ বিষয় নিয়েই আজকের আর্টিকেলটি তৈরি করা হয়েছে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, How to find your current location in Google Maps এই বিষয়ে।
গুগল ম্যাপ (Google Maps) হলো গুগলের একটি সার্ভিস। আমাদের বর্তমান লোকেশন খুঁজে বের করার ক্ষেত্রে এই এপ্লিকেশনটি অনেক কাজের এবং উপকারী।
গুগল ম্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই নিজের বর্তমান লোকেশন কিংবা আপনি এখন কোন জায়গায় আছেন সেটা জেনে নিতে পারবেন।
শুধু নিজের লোকেশন খুঁজে বের করাই নয়, গুগল ম্যাপের সাহায্যে আপনি অনেক সহজেই যে কোন জায়গা থেকে যেকোন জায়গার দূরত্ব (distance) নির্ণয় করতে পারবেন।
এছাড়াও আপনার আশেপাশে কোন কোন জায়গা, রেস্টুরেন্ট, দোকান, শপিং মল, হোটেল ইত্যাদি রয়েছে এসব বিষয়েও আপনি গুগল ম্যাপ এপ্লিকেশনটির সাহায্যে খুব কম সময়ে জেনে নিতে পারবেন।
আপনি কোন একটি শহর কিংবা শপিং প্লাজা থেকে কত দূরে অবস্থান করছেন সেটা জানার জন্য গুগল ম্যাপ হলো খুবই কাজের এবং দরকারি একটি টুল।
কিন্তু আপনি যখন আপনার মোবাইল ফোনে গুগল ম্যাপ এপ্লিকেশনটি চালু (open) করবেন, তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন না যে আপনি এখন কোথায় আছেন।
তবে এটা কোন সমস্যা (problem) নয়। গুগল ম্যাপের প্রত্যেকটি ভার্সনে একটি "কারেন্ট লোকেশন" বাটন রয়েছে, যেখানে ক্লিক করে ম্যাপটি সুবিধামতো জুম (zoom) করে নেওয়া যায় এবং এটি আপনার exact location খুঁজে পেতে অধিকতর সহায়তা করবে।
তাছাড়াও আপনি যদি বাইরের কোন জায়গায় ঘুরতে বের হন, তাহলে গুগল ম্যাপে আপনার গন্তব্য স্থান সেট করে রাখবেন, এরপর সম্পূর্ণ রাস্তায় আপনি নিজেকে ট্রাক করে দেখতে পারবেন।
এভাবে আপনি কোন সময় কোথায় অবস্থান করছেন, আপনার গন্তব্য স্থান থেকে কত দূরে রয়েছেন এবং গন্তব্যস্থানে পৌঁছাতে আর কত সময় লাগবে এসব কিছু গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দিবে।
তাহলে চলুন নিচে জেনে নেওয়া যাক, গুগল ম্যাপ ব্যবহার করে মোবাইলে নিজের লাইভ লোকেশন কিভাবে জানবেন?
স্টেপ ১:
এজন্য সবচেয়ে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংস (Setings) এ প্রবেশ করতে হবে। এরপর Location অপশনের উপর ক্লিক করে লোকেশন চালু (on) করতে হবে।
নিচের ছবিটির মতো করে আপনার মোবাইলে প্রথমে লোকেশন চালু করে নিন।
স্টেপ ২:
এখন আপনাকে Google Maps এপ্লিকেশনটি চালু করতে হবে।
যদি আপনি প্রথম বারের মতো গুগল ম্যাপ এপ্লিকেশন ব্যবহার করে থাকেন, তাহলে এখানে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন (sign in) করে নিতে হবে।
স্টেপ ৩:
এখন আপনি ম্যাপের মধ্যে নিজের লোকেশনটা ভালোভাবে বুঝতে পারবেন না। নিজের বর্তমান লোকেশন জানার জন্য নিচের দিকে ডান কর্ণারে একটি "Location Button" দেখতে পারবেন।
নিচের ছবির মতো বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
স্টেপ ৪:
সেই লোকেশন বাটনটিতে ট্যাপ করার সাথে সাথেই ম্যাপের মধ্যে একটি Blue কালারের আইকন দেখতে পারবেন। এই ব্লু আইকনটি হলো আপনার লোকেশন নির্দেশক আইকন।
অর্থাৎ আপনি এখন এই ব্লু আইকনের মাধ্যমে চিহ্নিত করা জায়গায় অবস্থান করছেন। এরপর আপনি যেখানে যাবেন, আপনার মোবাইল স্ক্রিনের নীল বিন্দুটিও সেখানে সরে যাবে।
এবার ম্যপটিকে হাত দিয়ে টেনে জুম করে আপনার আশেপাশে থাকা বিভিন্ন জায়গা এবং রাস্তাগুলো দেখে নিতে পারবেন।
TIPS: Google Map এর মধ্যে আপনি Shopping Malls, Restaurants, Hotels, Groceries, Gas, Pharmacies এরকরম কতগুলো অপশন দেখতে পারবেন।
এই অপশনগুলোতে ট্যাপ করলে আপনার Nearby Restaurants, Shopping Malls, Hotels, Groceries ইত্যাদি জায়গাগুলো আপনাকে ছবি সহকারে ভালোভাবে দেখিয়ে দেওয়া হবে।
তাছাড়া ম্যাপের একেবারে উপরের দিকে search করার অপশন রয়েছে।
আপনি যদি কোন প্রতিষ্ঠান, দোকান কিংবা রেস্টুরেন্টের নাম জানেন, কিন্তু সেটা কোন জায়গায় অবস্থিত তা জানেন না, তাহলে সার্চ অপশনের মধ্যে সেই প্রতিষ্ঠান কিংবা দোকানের নাম লিখে সার্চ করলে আপনি সেই প্রতিষ্ঠানের লোকেশন দেখতে পারবেন।
মনে রাখবেন, গুগল ম্যাপ ব্যবহার করে উপরে দেখানো প্রক্রিয়ায় নিজের লাইভ লোকেশন জানতে আপনার মোবাইল ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন (internet connection) থাকতে হবে।
মোবাইলে গুগল ম্যাপ অ্যান্ড্রয়েড এপ্লিকেশনের সাহায্যে নিজের লাইভ লোকেশন খুঁজে বের করার নিয়ম উপরে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি।
তবে যদি কোন কারণে Google Maps Application এর দ্বারা আপনি নিজের বর্তমান লোকেশন জানতে না পারেন কিংবা এতে কোন সমস্যায় পড়েন, তাহলে এর বিকল্প পদ্ধতি হিসেবে আপনি WhatsApp ব্যবহার করেও আপনি নিজের live location জেনে নিতে পারবেন।
আপনার লোকেশন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অন্য কারো সাথে শেয়ারও করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এন্ড্রয়েড এপ্লিকেশনের সাহায্য নিজের লাইভ লোকেশন জানার পদ্ধতি অনেক সহজ।
আপনি এখন কোন জায়গায় আছেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সেটা জানার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
স্টেপ ১:
প্রথমে আপনার স্মার্টফোনে WhatsApp Application টি চালু (open) করে নিন।
তারপর আপনার Chat list এ থাকা যে কোনো একজন ব্যক্তির প্রোফাইল থেকে Message অপশনে যেতে হবে। এরপর attachment বাটনটির উপর ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। এগুলো থেকে Location এর উপর ক্লিক করুন।
স্টেপ ২:
লোকেশনে ক্লিক করার পর To send a nearby place or location, allow WhatsApp access to your location এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে নিচে Continue এর উপর ক্লিক করতে হবে।
এরপর আপনার device এর location access করার জন্য অনুমতি চাইলে আপনাকে Allow করে দিতে হবে।
স্টেপ ৩:
এবার আপনাকে আগের মতো blue colour এর একটি icon এর মাধ্যমে আপনার বর্তমান লোকেশন দেখিয়ে দেওয়া হবে।
আপনি চাইলে ম্যাপটি হাত দিয়ে zoom করে নিয়ে আপনার অবস্থান ভালোভাবে জেনে নিতে পারবেন এবং আশেপাশের সকল রাস্তা ও জায়গা সম্পর্কে জানতে পারবেন।
তাছাড়াও Share live location এ ক্লিক করে আপনার বর্তমান লোকেশন WhatsApp এ যে কোন ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন।
এতে শেয়ার করা লোকেশনের সাহায্যে সেই ব্যক্তি বিভিন্ন সময়ে আপনার অবস্থান ট্রাক করতে সক্ষম হবেন।
আমরা দুইটি অ্যান্ড্রয়েড এপ্লিকেশন যেমন: গুগল ম্যাপস এবং হোয়াটসঅ্যাপ এর দ্বারা নিজের লাইভ লোকেশন খুঁজে বের করার সহজ পদ্ধতি সম্পর্কে উপরে জানলাম।
এছাড়াও একদম সহজে কেবল গুগলে সার্চ করার মাধ্যমে আমরা কোন জায়গায় আছি সেটা জেনে নিতে পারি।
যেমন: আপনি যদি কম্পিউটার বা মোবাইল ফোনে যে কোন একটি ওয়েব ব্রাউজারে গিয়ে "গুগল আমি এখন কোথায় আছি" এটা লিখে গুগলে সার্চ করেন, তাহলেও সার্চ রেজাল্টে ম্যাপের মাধ্যমে গুগল আপনার বর্তমান ঠিকানা দেখিয়ে দিবে। এতে আপনাকে কোন ধরনের Android apps এর ব্যবহার করতে হবে না।
তাছাড়াও এমন কিছু কিওয়ার্ড (keyword) আছে, যেগুলো লিখে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনার লোকেশন চলে আসবে। যেমন: My location, My location right now, বর্তমানে আমার লোকেশন কোথায় ইত্যাদি।
গুগল ম্যাপ কি কি কাজে ব্যবহার করা হয় এবং এর সুবিধাগুলো কি কি এই বিষয়ে আপনারা মোটামুটি জানেন।
চলুন নিচে গুগল ম্যাপ ব্যবহারের ৫ টি সুবিধা এবং লাভ সম্পর্কে জেনে নেওয়া যাক।
আপনি যদি কোনো এলাকায় নতুন হয়ে থাকেন তাহলে আপনি গুগল ম্যাপের মাধ্যমে খুব সহজেই সেই এলাকার অলিগলি বা সব অচেনা জায়গা চিনে ফেলতে পারবেন।
গুগল ম্যাপ আমাদের যে কোন দুইটি অবস্থানের মধ্যবর্তী দুরত্ব মাপার সুবিধা দিয়ে থাকে। এখানে আপনি একটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য একটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবেন।
অথবা একটি সোজা রাস্তার দুরত্ব একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কত কিলোমিটার সেটা সহজেই নির্ণয় করতে পারবেন।
সেই সাথে এই দূরত্ব গাড়িতে, মোটরসাইকেলে কিংবা পায়ে হেটে যেতে কত সময় লাগবে সে বিষয়েও আপনি গুগল ম্যাপের সাহায্যে ধারণা পেয়ে যাবেন।
Share your location in real time নামে গুগল ম্যাপের নতুন ফিচার রয়েছে। এই ফিচারটির সাহায্যে আপনি এখন কোন জায়গায় আছেন সেটা অন্যদের জানাতে পারবেন।
এজন্য Maps এর মেনু থেকে Share Location এ ক্লিক করতে হবে তারপর Duration সেট করে, Google contact থেকে আপনার পরিচিত যে কারো সাথে নিজের live location share করতে পারবেন।
আপনি যদি কোন জায়গার নাম জানেন কিন্তু সেই জায়গায় কখনো যান নি, তাহলে গুগল ম্যাপে সেই জায়গার নাম লিখে সার্চ করে জেনে নিতে পারবেন জায়গাটি কোথায় অবস্থিত।
এছাড়াও সেখানে কোন দিক দিয়ে যেতে হবে, যাওয়ার জন্য কোন রাস্তা ব্যবহার করা সুবিধাজনক হবে এবং আপনার বর্তমান অবস্থান থেকে সেই ঠিকানা কতদূর এসব বিষয়ে জানতে পারবেন।
Google Maps এর এই feature টি ভ্রমণ (travel) কিংবা যাতায়াত করার ক্ষেত্রে অনেক কাজে আসে।
কারণ এই ফিচারটির মাধ্যমে যে কোন সড়ক কিংবা মহাসড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা যায়।
কোন রাস্তায় কি পরিমাণ ট্রাফিক আছে, কোথাও যানযট কিংবা traffic jam আছে কিনা এই বিষয়ে সঠিক ধারণা পাওয়া যায়। এতে ব্যবহারকারী চাইলে যানযট সমস্যা এড়িয়ে বিকল্প পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারেন।
তাহলে বন্ধুরা, আমি এখন কোন জায়গায় আছি বা আমার লোকেশন কোথায় এটা Google Maps এবং WhatsApp এর মাধ্যমে কিভাবে সহজেই জানা যায় এই বিষয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যদি আর্টিকেলটি পড়ে আপনি নিজের লাইভ লোকেশন খুঁজে বের করা শিখেছেন তাহলে আর্টিকেলটি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।
আর প্রতিনিয়ত নতুন এবং আপডেট টিপস & ট্রিকস পেতে আমার TukhorTech ব্লগে ভিজিট করবেন। ধন্যবাদ।
আমি মিঃ অক্সিডেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Harder than the hardest | Softer than the softest