VLC Player এ রেডিও শুনুন

ইন্টারনেট কানেশন থাকলে , আপনি আপনার ভি এল সি প্লেয়ার দিয়ে রেডিও শুনতে পারবেন। চাইলে টিভিও দেখতে পারবেন, তবে তার জন্য নেট কানেশন হাই স্পিড হওয়াটা জরুরী। তো আসুন শুরু করি:

১। ভি এল সি অপেন করুন।
২। view হতে playlist চালু করুন।
৩। Manage হতে services Discovery > Shoutcast radio listings ক্লিক করুন।
৪। দেখুন shoutcast নামে playlist পাওয়া যাবে। এবার সার্চ (search ) এ hindi টাইপ করে সার্চ দিন।
৫। এখন লিস্ট এ প্রর্দশিত hindi এর উপর ডাবল ক্লিক করুন। রেডিও চালু হবে।
৬। হিন্দী এর লিস্টে দেখুন আরো অনেক স্টেশন আছে, তা হতে অন্যান্য গুলাও শুনুন।

ভি এল সি প্লেয়ার ডাউনলোড করুন এই লিংক হতে।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কৈ ভাই কাম হয় না তো।

ভাই অনেক বড় উপকার করলেন আমি কালকে রেডিও শোনার জন্য Screamer নামিয়ে ছিলাম কাজ করে না। ভিএলসি দারুন কাজ করছে। গ্রেইট টিউন।

Level 0

মজার বিষয় হল এর একটিভএক্স ব্যবহার করে আপনি আপনার সাইটেও রেডিও শোনার ব্যবস্থা করতে পারেন। লিংক: http://www.mosaraf.zxq.net/radio.html
ব্রাউজার আই ই তে ভাল কাজ করে।

@ টিনটিন – কই আমার তো কাজ করতেছে।

@ microqatar – আরে ওয়েব বেইজটা তো দারুন। কিন্তু স্টেশন নির্বাচনের অপশন নাই। আর ভিএলসতে বাংলা স্টেশন খুঁজে পেলাম না। নাই নাকি? একটু জানাবেন?

Level 0

বাংলা (bangla) দিয়ে সার্চ করে দেখুন, আমি মাঝে মাঝে পাই, তবে নিয়মিত না। আমার সাইটা আমি শুধু মাত্র এক্সপেরিমেন্টাল কাজে ব্যবহার করি, তবে স্টেশন নির্বাচন অপশন ইনশাল্লাহ যুক্ত করবো।
আরেকটা কথা কেউ চাইলে তার নিজের অডিও ফাইল, স্ট্রীম আকারে লোকাল নেট এ সার্ভ করতে পারেন।

ভাই, ডাউনলোড হয় কিন্তু ইন্সটল করা যায়না। অন্য কোন পদ্ধতি থাকলে জানাবেন। ধন্যবাদ।

Level 0

গান থেমে থেমে আসে

Level 0

বাংলাদেশে এখন On Line Radio তে বাংলা গান শুনা যাচ্ছে Beta Testing : http://netbetar.com/Audio.php

Level 0

আশরাফ ভাই , মনে হচ্ছে আপনার ও এস সমস্যা আছে।
রকি ভাই , আপনার মনে হয় ডায়ালআপ নে্ট কানেকশন। সে জন্য থেমে থেমে আসে।
rex ভাই, আপনি যে লিংক দিলেন, সেটাতো স্ট্রীম সাইট না, এটাকে কিভাবে রেডিও সেষ্টন বলবেন।
তারচেয়ে এটা দেখুন। http://www.radiogoongoon.com/

কাতার ভাই অনেক ধন্যবাদ সুন্দর টিপস এর জন্য।

ভাই অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন যাবত চেষ্টা করছিলাম অনলাইন Radio শোনার জন্য । ভাই বাংলা Radio শোনার জন্য কোন সাইট দিবেন।