ইন্টারনেট কানেশন থাকলে , আপনি আপনার ভি এল সি প্লেয়ার দিয়ে রেডিও শুনতে পারবেন। চাইলে টিভিও দেখতে পারবেন, তবে তার জন্য নেট কানেশন হাই স্পিড হওয়াটা জরুরী। তো আসুন শুরু করি:
১। ভি এল সি অপেন করুন।
২। view হতে playlist চালু করুন।
৩। Manage হতে services Discovery > Shoutcast radio listings ক্লিক করুন।
৪। দেখুন shoutcast নামে playlist পাওয়া যাবে। এবার সার্চ (search ) এ hindi টাইপ করে সার্চ দিন।
৫। এখন লিস্ট এ প্রর্দশিত hindi এর উপর ডাবল ক্লিক করুন। রেডিও চালু হবে।
৬। হিন্দী এর লিস্টে দেখুন আরো অনেক স্টেশন আছে, তা হতে অন্যান্য গুলাও শুনুন।
ভি এল সি প্লেয়ার ডাউনলোড করুন এই লিংক হতে।
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
@ microqatar – আরে ওয়েব বেইজটা তো দারুন। কিন্তু স্টেশন নির্বাচনের অপশন নাই। আর ভিএলসতে বাংলা স্টেশন খুঁজে পেলাম না। নাই নাকি? একটু জানাবেন?
বাংলাদেশে এখন On Line Radio তে বাংলা গান শুনা যাচ্ছে Beta Testing : http://netbetar.com/Audio.php
ভাই অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন যাবত চেষ্টা করছিলাম অনলাইন Radio শোনার জন্য । ভাই বাংলা Radio শোনার জন্য কোন সাইট দিবেন।
কৈ ভাই কাম হয় না তো।