“কীভাবে সহজে অনলাইনে আয় করা যায়" - এই কীওয়ার্ডে গুগল সয়লাব। অনলাইনে আয় করা কম পরিশ্রমসাপেক্ষ, এটা মানুষজনের অনেক বড় বায়াস। সহজ উপায় হিসেবে অনেকের চোখে ব্লগিং করাকে সুবিধাজনক বলে মনে হতে পারে। সেইমতো ব্লগ সাইট খুলে তাতে কন্টেন্ট পাবলিশ করা শুরু করতেই দেখা যায় নানান বিপত্তি। একজন বিগিনার ব্লগার হিসেবে নিজে যেসব সমস্যা ফেস করেছি, সে আলোকেই টিউনটিকে সাজিয়েছি। শুরু করা যাক।
১. সাইট স্লো।
ফ্রি হোস্টিং এ এটা খুব সাধারণ সমস্যা। প্রথম দিকে এক-দুটো আর্টিকেল বা পেজ পাব্লিশ করার সময় ঝামেলা হয় না। পরবর্তীতে লম্বা ও ছবিযুক্ত কন্টেন্ট আপলোড করা শুরু হলে পার্ফমেন্স ডাউন হওয়া শুরু হয়। এজন্য অনেকে AMP ব্যবহার করতে চান। ব্লগস্পটে AMP বসানো হয়তো সম্ভব, কিন্তু অনেক কষ্টসাধ্য। ওয়ার্ডপ্রেসে AMP প্লাগিন ব্যবহার করলে প্রায়ই থিম বা প্লাগিনের incompatibility শো করে। AMP এর পিছনে না ঘুরে কয়েকটা সাধারণ পদক্ষেপেই এ সমস্যা সমাধানযোগ্য:
ছবিগুলো webp ফরম্যাটে আপলোড করা এবং আপলোডের আগে অপ্টিমাইজ করে নেওয়া। jpg, jpeg বা png ফরম্যাটের চেয়ে webp অনেক কার্যকর। অপ্টিমাইজের কাজটি কোনো প্লাগিনের সাহায্যে বা ম্যানুয়ালি বিভিন্ন ওয়েবসাইটের সহায়তায় করা যেতে পারে।
পেজের অদরকারি Widget বাদ দিয়ে দেওয়া।
ক্যাশিং (পেইজ ও অবজেক্ট ক্যাশে) চালু করা ও মাঝেমধ্যে ক্যাশে ক্লিন করা।
ফ্রি হোস্টিং এ সমস্যা পুরোপুরি যাবে না। পেইড হোস্টিং এ পারফরম্যান্স অনেক ডেভেলপ করে।
২. অপ্রয়োজনীয় শব্দ ও অপ্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার।
এর মাধ্যমে ইউজার বিরক্তবোধ করে। আপনার সাইট ক্লিক করার পর ইউজার সেটাই জানতে চায় যেটা তার প্রয়োজন। এজন্য আর্টিকেলের শব্দসংখ্যা বাড়ানোর জন্য বারবার একই কী ওয়ার্ড উদ্ধৃত করা আর্টিকেলের মান নষ্ট করে। এই সমস্যা থেকে উত্তরণের উপায় হলো, অনেক তথ্য জেনে তারপর আর্টিকেল লেখা। চাইলে এআই প্রম্পটের সাহায্য নিতে পারেন। কিন্তু ভাষা সাবলীল হওয়া চাই। মানসম্মত ৭০০ শব্দ বিরক্তিকর ১৩০০ শব্দের চেয়ে ভালো। স্পিনিং টুল - এ বিগ নো।
৩. SEO না করা।
অনেকে ভাবেন ইন্টারনেটে কোটি কোটি সাইটে তো আমারটা গুগল ইন্ডেক্স করবেই, মানুষ পড়বেই। কিন্তু ভেবে দেখেছেন, গুগল কেন আপনার ওয়েবসাইটকেই সার্চ রেজাল্টে শো করবে? কষ্ট করে হলেও এসইও শিখে নেওয়াই ভালো।
৪. নিয়মিত টিউন না করা।
একনাগাড়ে ২০ টা টিউন লিখে ৬ মাস বসে থাকার চেয়ে মাসে নিদেনপক্ষে কয়েকটা টিউন লিখতে পারলে ভালো। নিয়মিত লিখতে থাকলে ব্লগের ডেভেলপমেন্ট এর ভালো মন্দ চোখে পড়তে থাকে। ক্রমাগত উন্নতির সুযোগ থাকে।
৫. অধৈর্য হওয়া।
আমার ব্লগ তৈরির ৩ মাসের মধ্যেই আয় করব - এই মনোভাব না রাখাটাই ভালো। আয় পরে, আগে ব্লগটিকে ভালোভাবে সার্কুলেট করাকে প্রাধান্য দেওয়া উচিত। মান ভালো হলে আয় এমনিতেই আসবে।
আমি নাজমা খাতুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।