আসসালামু আলাইকুম। আমার আজকের টিউনে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউনে আমরা এমন ৩ টি টেলিগ্রাম বট সম্পর্কে জানব যা আপনার দৈনন্দিন জীবনে মোবাইল ব্যবহারকে আরো সহজ এবং মজাদার করে তুলবে। এছাড়াও এই বটগুলো ব্যবহারের মাধ্যমে আপনি জীবনযুদ্ধে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ মনে করুন যে, কোন জিনিসের দাম কমার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং সাথে সাথে আপনি সেটা কিনে নিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন মজার মজার চারটি টেলিগ্রাম বট সম্পর্কে যার মাধ্যমে আপনি কোন পণ্য কেনার ক্ষেত্রে নিজের টাকা সাশ্রয় করতে পারবেন।
এই টেলিগ্রাম বট হচ্ছে মূলত একটি কেনাবেচার জায়গা। মনে করুন আপনি আ্যমাজন বা ফ্লিপকার্ট থেকে কোন একটি জিনিস কিনতে চান, এক্ষেত্রে আপনি সেই প্রোডাক্ট এর লিংক কপি করে এই বটের কাছে সেন্ড করে দিতে পারেন। এই বটের মূল কাজ হচ্ছে, এই প্রোডাক্টে যখন কোন অফার আসবে বা হঠাৎ করে এই প্রোডাক্টের দাম যখন বিক্রেতা কর্তৃক কমানো হবে তখন এই বট আপনাকে নোটিফিকেশন পাঠাবে। এমন সময় আপনি খুব সহজেই কম দামে এই প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এই বট এর সহায়তায়।
এক্ষেত্রে আপনি একই প্রোডাক্ট অত্যন্ত কম দামে পেতে পারেন। খুবই কাজের একটি বট বলে আমার কাছে মনে হয়েছে। এখন থেকে আপনি Amazon অথবা Flipkart থেকে যে কোন প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই এই বট এর শরণাপন্ন হবেন। এতে আপনি প্রোডাক্টটি খুব সহজে খুঁজে পাবেন এবং এই প্রোডাক্টটি সবথেকে কম দামে যে সেলারের কাছ থেকে পাবেন সেই সেলার এর স্টোর লিংক এই বট আপনাকে দিয়ে দিবে। এছাড়াও হঠাৎ করে যদি এই প্রোডাক্টের দাম কমে যায় তাহলে সেটিও এই বট আপনাকে জানিয়ে দিবে।
Bot link: Amazon Flipkart Price Tracker & Alert Bot:
এখানে থেকে আপনি মূলত কোনো ফ্লাইট এর টিকিট কিনতে পারবেন। কম দামে ফ্লাইট বুক করার জন্য এর থেকে ভালো ওয়েবসাইট বা অ্যাপ আপনি কখনোই খুঁজে পাবেন না। খুব সহজে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান সেটি এই বট কে সেন্ড করে দিলেই এটি আপনাকে সবথেকে ভালো রুট এবং সবথেকে কম দামে সব থেকে ভালো টিকিট সাজেস্ট করবে। এখান থেকে আপনি আপনার পছন্দমতো টিকিট নিয়ে খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারবেন।
এখান থেকে টিকিট কেনার যে প্রধান সুবিধা তা হচ্ছে, আপনি যদি অন্য কোথাও থেকে টিকেট কিনেন তাহলে সেই টিকিটের দাম ১ থেকে দেড় হাজার টাকা বেশি চার্জ করবে। কিন্তু এখানে আপনি সবথেকে কম দামের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির টিকেট বুক করতে পারবেন। এখানে আপনি ভিআইপি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ইকোনোমি ইত্যাদি লেভেলে সিট বুক করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে যেকোনো ধরনের ফ্লাইট এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য আজকের লিস্টে এই বট জায়গা করে নিয়েছে।
Bot link:AirTrack Bot:
আমার আজকের লিস্ট এর পূর্বের দুটি বট হলেও এটি একটি টেলিগ্রাম চ্যানেল। এখানে আপনি পেয়ে যাবেন সকল মজার মজার এই ধরনের অনেকগুলো বট এর কালেকশন। উপরের দেওয়া বট গুলোর মত অনেক নতুন নতুন এবং উন্নত মানের বট আপনি এই চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন এবং এগুলো আপনি আপনার দৈনন্দিন করা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। এই চ্যানেলে থাকা বট গুলো অনেক আকর্ষণীয় এবং অনেক বড় ও কঠিন কাজ খুব সহজেই এগুলোর মাধ্যমে সম্পাদন করা যায়। এই ধরনের আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর টেলিগ্রাম বট গুলো আপনি এই চ্যানেল থেকে খুব সহজেই খুঁজে বের করতে পারেন।
Channel link:Telegram bots
আমার আজকের টিউনটি এ পর্যন্তই ছিল। আশাকরি আমার আজকের টিউনে থাকা তিনটি টেলিগ্রাম বট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আশাকরি আপনারা আমার আজকের টিউন থেকে সম্পূর্ণ নতুন কিছু জ্ঞান লাভ করতে পেরেছেন। এছাড়াও আমি আশা করছি যে আমার আজকের টিউনে থাকা এই তিনটি টেলিগ্রাম বট এবং চ্যানেল আপনারা নিয়মিত ব্যবহার করে উপকৃত হবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।
আমি সাদিক মাহমুদ। নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 মাস 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
Whether you're a tech wiz or just starting out, I'm here to help you navigate the exciting world of technology. Feel free to ask me anything - no question is too basic! Let's explore the coolest tech together!