আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আমাদের সবারই পুরনো দিনের ক্যামেরা এবং ছবি তুলার প্রক্রিয়া মনে থাকার কথা। তখন ক্যামেরায় ফিল্ম বা নেগেটিভ ব্যবহার করা হতো। সেই ফিল্ম গুলো স্টুডিওতে নিয়ে পূর্ণ ছবিতে কনভার্ট করা লাগতো। তারও আগে ছবি তুলার কাছে ব্যবহৃত হতো ফটোগ্রাফিক স্লাইড। সেই ছবি গুলো হার্ড-কপি হিসেবে আমরা সংরক্ষণ করতাম।
সেই ছবি গুলো হয়তো আমরা সফট কপিতে রূপান্তর করতে চাই যা সহজে একে অপরের সাথে শেয়ার করা যাবে। হার্ড কপি গুলো থেকে সহজে হয়তো স্ক্যান করেই সফট কপি করে ফেলা যায়। তবে যদি আমাদের কাছে কেবল স্লাইড বা ফিল্ম থাকে?
ফিল্ম বা স্লাইড থেকে ছবি ডিজিটাল ফরমেটে কনভার্ট করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং ফটোগ্রাফিক স্টুডিওর উপর নির্ভর করতে হয়। তবে আজকের এই টিউনে আমরা একাধিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব যেগুলোর মাধ্যমে আপনি সহজে ঘরে বসেই পুরনো ছবি গুলোকে নতুন ডিজিটাল ফরমেটে কনভার্ট করে ফেলতে পারবেন।
স্লাইড বা নেগেটিভ থেকে পরিষ্কার ছবি পেতে প্রথমে এগুলো ভালভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু অনেক দিন পড়েছিল, ময়লা তো অবশ্যই লাগার কথা। কীভাবে পরিষ্কার করবেন? নিরাপদে পরিষ্কার করতে আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে যেমন,
স্লাইড পরিষ্কারের সময় অবশ্যই পানি জাতীয় ক্যামিক্যাল এড়িয়ে যেতে হবে। ভাল বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিতে হবে। প্রথম একটি স্লাইড টেস্ট করে দেখতে হবে ভাল ফলাফল পাওয়া যায় কিনা। সব কিছু ঠিক থাকে তাহলে কাজ চালিয়ে যেতে পারেন তবে এর ব্যতিক্রম হলে অন্য জায়গায় বা মেথড ব্যবহার করুন।
প্রথমে গ্লাভস পরে নিন, শুকনো কাপড় দিয়ে স্লাইড জুড়ে সরল রেখায় মুছুন। বেশি চাপ দেয়ার দরকার নেই। যদি ফ্রেমের প্রান্তে ময়লা থাকে তাহলে কমপ্রেস এয়ার ক্যানের মাধ্যমে পরিষ্কার করুন।
নেগেটিভ মূলত ময়লা প্রবণ হয়। যদি এগুলো ঠাণ্ডা জায়গায় পাস্টিকের প্যাকেটে ভাল ভাবে সংরক্ষণ করা না হয় তাহলে ময়লা হবেই। কাজ কীভাবে শুরু করবেন?
গ্লাভস পরে নিন। শুকনা, পরিষ্কার অ্যান্টি-স্ট্যাটিক কাপড় নিয়ে এটিকে নেগেটিভ স্ট্রিপের চারপাশে ভাঁজ করে হালকে ভাবে টানুন। এভাবে উভয় পাশ পরিষ্কার হবে।
নেগেটিভ থেকে ময়লা বা মরিচা তুলতে অ্যালকোহল ক্লিনার নিন। উলের বলে অল্প পরিমাণ অ্যালকোহল নিয়ে নেগেটিভ মুছুন। ময়লা পুরোপুরি উঠার আগ পর্যন্ত ঘষতে থাকুন। বেশি জোরে বা চাপ দিয়ে ঘষা যাবে না।
একটি তুলো উলের বলের উপর অল্প পরিমাণ অ্যালকোহল ক্লিনার দিয়ে ময়লা, ছাঁচ এবং এমনকি মরিচা মুছে ফেলা যেতে পারে। ময়লা অপসারণ না হওয়া পর্যন্ত এটিকে ধীরে ধীরে ঘষুন নেগেটিভের উপর এবং পিছনে।
ছবি খুব বেশি পরিষ্কার করা যায় না। ছবিটি কতটা পুরনো এটার উপর নির্ভর করে এটি কেমন হবে। ছবিতে ধুলো ময়লা জমলে কেবল পরিষ্কার করা যায়, সেটা করতে আপনি ছোট বাতাস পাম্প টুল ব্যবহার করতে পারেন অথবা সফট ব্রাশ দিয়ে ধুলো ময়লা ঘষে তুলতে পারেন।
অনেক দিনের পুরনো ছবিতে ময়লা ছাড়াও যে দাগ বা ভাজ পড়ে সেটা ফটোশপ দিয়ে ক্লিয়ার করতে হবে। আবার ছবি যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে অভিজ্ঞ লোক দিয়ে সেটা রিস্টোর করতে পারেন। ছবিতে ব্যবহৃত প্রযুক্তির উপর ভিত্তি করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এখন আমরা জানব কীভাবে আপনি সহজে স্লাইড গুলো স্ক্যান করবেন। চলুন পাঁচটি মেথড জেনে নেয়া যাক,
ফটোগ্রাফিক স্লাইড ডিজিটাল করতে উপযুক্ত একটি টুল হতে পারে ফ্ল্যাটবেড স্ক্যানার। এই ডিভাইসটি আলাদাও হতে পারে আবার প্রিন্টারের সাথেও যুক্ত থাকতে পারে। স্ক্যানার স্লাইড দিয়ে আপনি স্লাইড থেকে ইমেজ বের করতে পারবেন।
আপনি স্লাইড প্রজেক্টরের মাধ্যমে চাইলে স্লাইডকে ডিজিটাল ছবিতে রূপান্তর করতে পারবেন। এজন্য অবশ্যই আপনার একটি স্লাইড প্রজেক্টর লাগবে। নতুন না থাকলে তাইলে অনলাইন থেকে পুরনো মডেলও কিনে নিতে পারেন।
প্রজেক্টর দিয়ে স্লাইডটি শো করতে সাদা দেয়াল অথবা সাদা কাপড় ব্যবহার করুন। এবার সাদা কাপড়ে প্রজেক্ট হওয়া ছবিটি ডিজিটাল ক্যামেরা দিয়ে ক্যাপচার করুন। ছবি তুলার সময় ভাল ছবি তুলতে অবশ্যই রুমের লাইট বন্ধ রাখুন এবং ট্রাইপড ব্যবহার করুন।
DSLR এ আপনি স্লাইড ডুপ্লিকেটর ব্যবহার করে পুরনো স্লাইড গুলোকে নতুন ছবিতে রূপান্তর করে ফেলতে পারেন। আলাদা কিনতে পাওয়া যায় এবং অবশ্যই ক্যামেরা ব্র্যান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে।
এই ডিভাইসটিতে স্লাইড রাখার আলাদা জায়গা আছে। এটি আপনাকে ফুল রেজুলেশন ছবি দিতে সাহায্য করবে। এর মাধ্যমে কেবল ছবি তুলাই নয় বরং ক্যামেরা পিসির সাথে কানেক্ট করে, স্লাইড শো আকারে দেখতে পারবে। সফটওয়্যারের মাধ্যমে ছবি তুলা শুরু করে ভিডিও রেকর্ড করতে পারবেন।
স্লাইডকে ডিজিটাল ইমেজে রূপান্তর করতে আপনি ডেডিকেটেড হার্ডওয়্যারও ব্যবহার করতে পারেন৷ যেমন ডেডিকেটেড স্লাইড স্ক্যানার। কখনো কখনো এমন ডিভাইস দিয়ে নেগেটিভ থেকেও ছবি তৈরি করা যায়।
কেনার আগে অবশ্যই ভাল ব্র্যান্ডের কোন স্ক্যানার কিনবেন। আপনি KODAK এর N SCAN ব্যবহার করতে পারেন। স্ক্যান প্রক্রিয়া খুবই সহজ, স্লাইড ডিভাইসটির ভেতর প্রবেশ করাবেন, বাটনে চাপ দেবেন, ব্যাস স্ক্যান হয়ে যাবে। চাইলে মেমোরি কার্ডে সেভ করতে পারেন অথবা USB দিয়ে পিসিতে নিয়ে যেতে পারেন।
আপনি চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমেও পুরনো স্লাইডকে ডিজিটাল করতে পারবেন। আইফোন এবং এন্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমের জন্যই আছে ভাল মানের কিছু অ্যাপ।
ফোনের ক্যামেরা দিয়ে ছবি উঠলেও এই অ্যাপ গুলো ছবি গুলোকে ভাল করে প্রসেস করতে পারে। ছবি তুলার জন্য স্লাইডটিকে একটা লাইট সোর্স এর সামনে নিতে হবে। ছবিটি তুলে অ্যাপটি এটিকে প্রসেস করে ডিজিটাল ইমেজে রূপান্তর করে ফেলবে।
এবার আমরা দেখব কীভাবে নেগেটিভ স্ক্যান করবেন। তিনটি উপায়ে আপনি নেগেটিভ স্ক্যান করতে পারেন,
আপনি নেগেটিভ স্ক্যানার দিয়ে চাইলে সহজেই ফটোগ্রাফিক নেগেটিভকে স্ক্যান করে ফেলতে পারবেন। স্ক্যানারে নেগেটিভটি দিয়ে স্ক্যান করে সেটা পিসিতে স্টোর করতে পারবেন। পিসিতে নেয়ার পর ভাল কোন ফটো এডিটর দিয়ে নেগেটিভ ইমেজকে কালার ইমেজে কনভার্ট করে ফেলুন।
অনেক স্লাইড স্ক্যানার দিয়ে নেগেটিভও স্ক্যান করা যায়। এই ধরনের স্ক্যানার গুলোতে নেগেটিভ রাখলে সেটা স্ক্যান করে আপনাকে ছবি দেবে, সেটা এডিটর দিয়ে এডিট করে কালারফুল ছবিতে রূপান্তর করতে পারবেন।
আপনি Kodak Slide N Scan ব্যবহার করতে পারেন।
আপনি চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে নেগেটিভ স্ক্যান করতে পারেন। ফোনের অ্যাপ দিয়েই নেগেটিভকে কালার ইমেজে কনভার্ট করা যাবে এজন্য ডেক্সটপ ব্যবহার করা লাগবে না। অ্যান্ড্রয়েডের জন্য Photo Negative Scanner এবং আইফোনের জন্য Negative Photo: Photo Inverter।
দুইটি অ্যাপটি দিয়ে এডভান্সড সুবিধা ও ওয়াটার মার্ক রিমুভ করতে পে করতে হবে। তাছাড়া আপনি Rybozen Mobile Film and Slide Scanner ডিভাইসটি ব্যবহার করে নেগেটিভ থেকে স্ক্যান করতে পারেন।
পুরনো ছবি গুলোতে মিশে আছে আমাদের কত স্মৃতি ও ভাল লাগার গল্প৷ ঘরে পড়ে থাকা স্লাইড বা নেগেটিভ গুলোকে স্ক্যান করে আপনি রাখতে পারেন পিসিতে বা মোবাইলে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানান দিতে পারেন কেমন ছিলেন ছোট বেলায়। আশা করছি এই টিউনটি আপনাকে এই কাজে দারুণ ভাবে সাহায্য করবে।
তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।