আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা বাড়াতে SSD এর বিকল্প নেই। ভাল মানের SSD আপনার কম্পিউটারের গতিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তবে অন্যান্য হার্ডওয়্যারের মতই SSD প্রতিও যত্নশীল হতে হয় তা না হলে এর জীবনকাল কমে যেতে পারে। আজকের এই টিউনে SSD জীবনকাল বাড়ানোর জন্য দারুণ একটি ট্রিকস শেয়ার করব।
SSD বেশ ব্যয়বহুল আর তাই এর জীবন কালের উপর আমাদের নজর দিতে হবে৷ কারণ আপনি চাইলে বারবার SSD কিনতে পারবেন না। পিসিতে ছোট একটি কাজ করে SSD জীবনকাল আপনি বাড়িয়ে নিতে পারেন।
TRIM কি বুঝতে হলে আগে SSD কীভাবে কাজ করে সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। আমরা SSD থেকে যখন কোন ডাটা ডিলিট করি তখন সেখানে একটা ফাকা ব্লক থেকে যায়। আবার যখন নতুন ডাটা রাইট করা হয় তখন সেটা সেই ব্লকে গিয়ে সেভ হয়। আর এভাবে চলতে থাকে। ফিজিক্যালি এই ব্লক ডিলিট হয় না। আর এভাবে এক ব্লক বারবার ব্যবহারের ফলে পুরো SSD এর কর্মক্ষমতা কমে যায়।
এভাবে SSD এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় না। TRIM এমন একটি ব্যবস্থার নাম যেখানে কোন ফাইল ডিলিট করা হলে ফিজিক্যালি পুরো ব্লকটিই ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে নতুন ফাইল রাইট করা হলে সম্পূর্ণ ফ্রেশ ভাবে রাইট হবে। আর এভাবে দীর্ঘমেয়াদে SSD ভাল রাখা যায়।
TRIM এনেভল করতে প্রথমে CMD তে যান এবং নিচের কমান্ড দিন।
fsutil behavior query DisableDeleteNotify
যদি ভ্যালু 0 থাকে তাহলে আপনার SSD এনেভল আছে।
আর যদি না থাকে তাহলে এনেভল করে নিতে হবে। এনেভল করতে নিচের কমান্ডটি দিন।
fsutil behavior set DisableDeleteNotify 0.
আবার ডিজেবল করতে চাইলে নিচের কমান্ড ব্যবহার করুন।
fsutil behavior set DisableDeleteNotify 1.
TRIM এনেভল করার মাধ্যমে আপনি যেমন SSD এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবেন তেমনি আপনার SSD এর জীবনকালও বৃদ্ধি পাবে।
তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।