Windows 11 এ এক সাথে সব অ্যাপ ক্লোজ করার ৫ টি পদ্ধতি

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা মাল্টি টাস্কিং। আমরা একই সাথে অনেক গুলো কাজ করতে পছন্দ করি। এক সাথে একাধিক অ্যাপে কাজ না করলেও, কাজ করতে করতে গান শুনতে কে না ভালবাসে। তবে কখনো এই মাল্টি টাস্কিং এর কিছু অসুবিধাও আছে। যেমন অধিক র‍্যাম ইউজের ফলে কখনো পিসি স্লো হয়ে যায়, হ্যাং করে। আর তখন এক মাত্র পথ থাকে সব গুলো অ্যাপ ক্লোজ করা৷

আজকের এই টিউনে আমরা জানব কীভাবে Windows 11 এ এক সাথে সব অ্যাপ ক্লোজ করবেন।

১. টাস্ক ম্যানেজারের মাধ্যমে

হ্যাং করার পর অ্যাপ ক্লোজ করতে টাস্ক বার সেই প্রথম থেকে ব্যবহার হয়ে আসছে৷ স্টার্ট আইকনে রাইট ক্লিক করে Task Manager সিলেক্ট করুন অথবা CTRL + Shift + Esc এক সাথে প্রেস করুন।

অ্যাপ আইকনে রাইট ক্লিক করে End Task এ ক্লিক করুন।

২. রিসোর্স মনিটর দিয়ে

Resource Monitor লিখে সার্চ করুন এবং অ্যাপটি ওপেন করুন।

Overview ট্যাবে ক্লিক করে যে অ্যাপ গুলো ক্লোজ করতে চান সেগুলো সিলেক্ট করুন।  এবার যেকোনো অ্যাপে রাইট ক্লিক করে  End Process সিলেক্ট করুন।

এটি অনেকটা টাস্ক ম্যানেজারের মতই দেখতে। কোন অ্যাপ ভুলে ক্লোজ হয়ে গেলে সেটা পুনরায় ওপেন করার অপশনও পাবেন।

৩. Command Prompt এর মাধ্যমে

Command Prompt কত দরকারি এবং পাওয়ারফুল অ্যাপ সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি খুব সহজে চাইলে Command Prompt এর মাধ্যমেও ওপেন থাকা সব অ্যাপ ক্লোজ করে দিতে পারবেন।

আপনি যদি ক্রোমের সব একটিভ উইন্ডোজ ক্লোজ কর‍তে চান তাহলে নিচের মত কমান্ড দিন।

taskkill /f /im chrome.exe

এভাবে অন্য অ্যাপ গুলোও ক্লোজ করতে পারবেন। এখানে একটা সমস্যাই সেটা হল প্রতিটি অ্যাপ এর জন্য আলাদা আলাদা কমান্ড দিতে হবে।

৪. স্ক্রিপ্ট ব্যবহার করে

সিঙ্গেল ক্লিকে ক্লোজ করতে আপনি একটি স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন। স্ক্রিপ্ট তৈরি করতে ডেক্সটপ থেকে New Text Document এ যান। নিচের কমান্ডটি লিখুন মাল্টিপল অ্যাপ এর ক্ষেত্রে একই লাইন লিখুন।

taskkill /f /im Chrome.exe /T > null

সর্বশেষ. bat নামে সেভ করুন। এখন যখন ইচ্ছে এখানে ক্লিক করলেই নির্দিষ্ট অ্যাপ ক্লোজ হয়ে যাবে। পরবর্তীতে এটা এডিট করে নতুন অ্যাপও এখানে এড করতে পারেন।

৫. থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করে

আপনি চাইলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও এই কাজটি আরও ভাল করে করতে পারেন। ইন্টারনেটে সার্চ করে আপন অসংখ্য অ্যাপ পেয়ে যাবেন।

শেষ কথা

পিসি হ্যাং বা স্লো কাজ করার সময় উপরের মেথড গুলো ফলো করে আপনি সহজেই অ্যাপ গুলো ক্লোজ করতে পারেন। আশা করছি এই টিউনটি আপনার উপকারে আসবে।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস