এবার উইন্ডোজ সেভেন 32bit এ 4GB RAM এর সবটুকু ব্যবহার করুন!

আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রথম পোষ্টে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন?

আমি রেগুলার এই সাইট এ আসি কিন্তু সময়ের অভাবে পোষ্ট করা হয়না । 🙁

Windows 7  এর ৩২বিট এ যে সমস্যা দেখা যায় তা হল, 4GB এর সবটা ব্যবহার করা যায় না। উইন্ডোজ থেকে লক করা থাকে। সেজন্য অনেকে ৬৪ বিট এর windows ব্যবহার করে।

নিচে কিছু স্কিনশর্ট দেখুন...

অথচ ছোট্ট একটা Patch file দিয়ে 4GB RAM এর সবটুকু ব্যবহার করতে পারবেন।

এই Patch প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে windows 7 এর কার্নেল ফাইল "ntkrnlpa.exe" এর একটি কপি তৈরি করে এবং ফাইলটিকে "ntkrlICE.exe" নামে সেভ করে. তারপর কপি হওয়া ফাইলটি "ntkrlICE.exe" থেকে লক সরিয়ে ফেলে ও একটি অতিরিক্ত উইন্ডোজ 7  বুট মেনু তৈরি করে নতুন কার্নেল ফাইল যুক্ত করে।  তাহলে মূল কার্নেল ফাইল "ntkrnlpa.exe" অথবা নতুন কার্নেল ফাইল "ntkrlICE.exe" ২টা দিয়েই windows boot করা যাবে।

Patch করার আগে..

.


Patch করার পরে..

.

এবার আসা  যাক pabtch করা নিয়ে।

প্রথমে এই patch file টি ডাউনলোড করেন এখানে থেকে। http://www.mediafire.com/?wd5d6suumkma3ql

অ্যান্টিভাইরাস বাবাজী থেকে সাবধান । (অ্যান্টিভাইরাস বাবাজী Patchটাকে virus মনে করে)

Patchটি ওপেন করলে নিচের মতো দেখাবে। তারপর Patch x86 Ramlock এ ক্লিক করবেন... তারপর কম্পিউটার restart দিবেন।

দেখবেন নতুন একটা boot option তৈরি হইছে। ভয় পাওয়ার কারন নাই। নতুনটা দিয়ে লগইন করুন।

লগইন করার পর যদি নিচের পিকচার এর মতো কিছু আসে...

তাহলে patch file টি আবার ওপেন করুন। এবং Remove watermark এ ক্লিক করুন। কাজ শেষ। আবার Restart দিন।

এখন boot configure করার পালা। তার জন্য Patch file থেকে start msconfig এ ক্লিক করুন...

দেখা যাবে ২টা বুট অপশন আছে। Patch করার পরেরটাকে Set as default করে দিন নিচের পিকচার এর মতো করে। অথবা আগের বুট এ ফিরে যান। সব আপনার ইচ্ছে...

ধন্যবাদ সবাইকে কষ্ট করে লেখাটা দেখার জন্য।

Level 0

আমি অবুঝ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজ করলে খুব ভাল। তাহলে আমার ল্যাপটপ এও আমি 4GB পর্যন্ত expand করব। আর একটু কষ্ট করে আপনার কম্পিউটার এর windows 7 benchmark থেকে memory operation per second এ কত score করেছে সেটার screen shot টাও অ্যাড করে দিন। if u have trouble, go to my computer properties>performance information tools(at the bottom left tab)> and then rate your computer.
দেখতে চাচ্ছিলাম কতটুকু performance improve করে

    Level 0

    @tech_no: ধন্যবাদ আপনাকে। আপনার কথাটা মনে রাখলাম। স্ক্রীন শর্ট নেয়ার পর আপনাকে জানাবো।

অসাধারন ! পূর্বে মনে করতাম শুধুমাত্র ৬৪বিটে এটা সম্ভব । আমার র‍্যাম এর রেটিংও বৃদ্ধি পেয়েছে । অনেক অনেক ধন্যবাদ ।

    Level 0

    @শিমুল: ধন্যবাদ আপনাকে। আপনাদের কাজে লাগলো বলে আমার পোষ্টটিও ধন্য হল । এটা আমার প্রথম টিউন।

Level 2

আগে এইটা দেখাতো — Installed Memory (RAM) 4.00 GB (3GB usable)
এখন এইটা দেখায় — Installed Memory (RAM) 4.00GB
— সব ঠিক আছে তো ?
আর একটা কথা – Win XP তে কি 4.00 GB RAM এর সবটুকু use করা যায় ?

    Level 0

    @Rohan: শুধু usable memory বাড়বে না, computer এর performance ও বাড়বে। win xp চেষ্টা করিনি। তাই বলা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে।

      Level 2

      @Sumon: আপনাকে অনেক অনেক ধন্যবাদ । এতো সুন্দর এবং কাজের টিউন করার জন্য । সত্যিই কম্প এর পারফরমেন্স বেড়েছে !!! 😀

Pach korara por amar tai (3.86 GB Usable) Show kora ar aga (3.25 GB Usable) Show korto…..Thanks for this Pach at least 600 MB holao Increase korcha….Thanks again……

    Level 0

    @সাদি: এবার পুনরায় রেটিং করে দেখেন performance বাড়ল কিনা। ধন্যবাদ আপনাকে।

64 bit এর জন্য এমন কিছু নেই ?

    Level 0

    @Rashed Kamal: ৬৪বিট এ তো রাম মেমরি ঠিক থাকে।

Level 0

vai amar 64 bit a maja pray shomoy 6gb ram a 4gb/5gb usable lakha utha. ar karon ki? Plz.. help.

    Level 0

    @MORICHIKA: আপনার উইন্ডোজ কি অরিজিনাল নাকি? যদি অরিজিনাল না হয় তবে আবার অন্য ভার্সন এর উইন্ডোজ সেভেন সেটআপ করে দেখতে পারেন।

Level 0

vai pc restart dile tar por windows 7 without ddr ram lock diya open hoy na, ki korom ami plzzzzzzz bole……

    Level 0

    @Sajib Sur: windows এ সমস্যা আছে হয়তো…

Level 0

thanks for ur reply but I’ve tried different version windows 7 64bit but same problem. my windows is original.

Level 0

ভাই আমার win 7 এ এই patch টা দিলে কম্পিউটার চালু হয় না । pls help . i need it

    @shoaib_393: আপনার পিসি এর উইন্ডোজ এ সমস্যা থাকেতে পারে। নতুন করে সেটআপ করে দেখতে পারেন।

Level 0

TRY করে দেখি কাজ দেয় কিনা

ভাই বুট এর ২টা অপশন কে একটা করা যায় না। প্রিজ জানান না ভাই।

    @অসম সমীকরন: অবশ্যই যাবে। আপনি যেটা রাখতে চান ওটা দিয়ে বুট করুন। তারপর msconfig দিয়ে বুট ডিফল্ট করে দিন। অথবা অন্যটা ডিলিট করে দিন।

Asolai kajar tips. Thanks !

ভাই, এরকম সমস্যা হওয়ার কারণ কী?