আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রথম পোষ্টে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন?
আমি রেগুলার এই সাইট এ আসি কিন্তু সময়ের অভাবে পোষ্ট করা হয়না । 🙁
Windows 7 এর ৩২বিট এ যে সমস্যা দেখা যায় তা হল, 4GB এর সবটা ব্যবহার করা যায় না। উইন্ডোজ থেকে লক করা থাকে। সেজন্য অনেকে ৬৪ বিট এর windows ব্যবহার করে।
নিচে কিছু স্কিনশর্ট দেখুন...
অথচ ছোট্ট একটা Patch file দিয়ে 4GB RAM এর সবটুকু ব্যবহার করতে পারবেন।
এই Patch প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে windows 7 এর কার্নেল ফাইল "ntkrnlpa.exe" এর একটি কপি তৈরি করে এবং ফাইলটিকে "ntkrlICE.exe" নামে সেভ করে. তারপর কপি হওয়া ফাইলটি "ntkrlICE.exe" থেকে লক সরিয়ে ফেলে ও একটি অতিরিক্ত উইন্ডোজ 7 বুট মেনু তৈরি করে নতুন কার্নেল ফাইল যুক্ত করে। তাহলে মূল কার্নেল ফাইল "ntkrnlpa.exe" অথবা নতুন কার্নেল ফাইল "ntkrlICE.exe" ২টা দিয়েই windows boot করা যাবে।
Patch করার আগে..
Patch করার পরে..
এবার আসা যাক pabtch করা নিয়ে।
প্রথমে এই patch file টি ডাউনলোড করেন এখানে থেকে। http://www.mediafire.com/?wd5d6suumkma3ql
অ্যান্টিভাইরাস বাবাজী থেকে সাবধান । (অ্যান্টিভাইরাস বাবাজী Patchটাকে virus মনে করে)
Patchটি ওপেন করলে নিচের মতো দেখাবে। তারপর Patch x86 Ramlock এ ক্লিক করবেন... তারপর কম্পিউটার restart দিবেন।
দেখবেন নতুন একটা boot option তৈরি হইছে। ভয় পাওয়ার কারন নাই। নতুনটা দিয়ে লগইন করুন।
লগইন করার পর যদি নিচের পিকচার এর মতো কিছু আসে...
তাহলে patch file টি আবার ওপেন করুন। এবং Remove watermark এ ক্লিক করুন। কাজ শেষ। আবার Restart দিন।
এখন boot configure করার পালা। তার জন্য Patch file থেকে start msconfig এ ক্লিক করুন...
দেখা যাবে ২টা বুট অপশন আছে। Patch করার পরেরটাকে Set as default করে দিন নিচের পিকচার এর মতো করে। অথবা আগের বুট এ ফিরে যান। সব আপনার ইচ্ছে...
ধন্যবাদ সবাইকে কষ্ট করে লেখাটা দেখার জন্য।
আমি অবুঝ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজ করলে খুব ভাল। তাহলে আমার ল্যাপটপ এও আমি 4GB পর্যন্ত expand করব। আর একটু কষ্ট করে আপনার কম্পিউটার এর windows 7 benchmark থেকে memory operation per second এ কত score করেছে সেটার screen shot টাও অ্যাড করে দিন। if u have trouble, go to my computer properties>performance information tools(at the bottom left tab)> and then rate your computer.
দেখতে চাচ্ছিলাম কতটুকু performance improve করে