গুগলের কিছু ব্যতিক্রমী ব্যবহার – শিখে রাখুন, কাজে লাগবেই

তথ্য খোজার জন্য সবচেয়ে বেশি যে ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুগল। ইন্টারনেট ব্যাবহার করে অথচ গুগল সম্পর্কে জানে না বিশ্বে এমন লোক খুজে পাওয়া সম্ভব নয়। তথ্য খোজা ছাড়াও গুগল ইঞ্জিন কে বেশ কিছু প্রয়োজনীয় কাজে ব্যাবহার করা যার। আজ গুগল সার্চ ইঞ্জিনের ব্যাতিক্রম কিছু ব্যাবহার সম্পর্কে আলোচনা করব।

গুগলকে ব্যবহার করুন ক্যালকুলেটর হিসেবে

গুগলের সার্চ বারকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। গুগলের built-in ক্যালকুলেটর ফাংশন ব্যাবহারের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগের চিন্হগুলো ব্যাবহারে করুন  ("+,-,/.*")। আপনার প্রযোজনীয় হিসাবের শেষে সমান (=) চিন্হটি লিখুন।

  • সার্চ বারে যেভাবে লিখবেন: সংখ্যা (চিন্হ"+,-,/.*") সংখ্যা = । যেমন- ৮+৯=
  • উদাহরণ: 5*9+(sqrt 10)^3=

গুগলকে ব্যবহার করুন অভিধান হিসেবে

গুগলকে আপনি অভিধান হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য প্রয়োজনীয় শব্দের পূর্বে “define:” শব্দটি লিখুন।

  • সার্চ বারে যেভাবে লিখবেন:  define: <word>। যেমন define: philosophy
  • উদাহরণ:  Define philosophy

গুগলকে ব্যবহার করুন সমার্থক শব্দ খোজার ক্ষেত্রে

আপনি যদি কোন শব্দের প্রতিশব্দের জানতে চান, তবে শব্দটির পূর্বে টিল্ড চিহ্ন (~) লিখুন।

  • সার্চ বারে যেভাবে লিখবেন: ~ <word>। যেমন ~fast food
  • উদাহরণ: ~fast food

গুগলকে ব্যবহার করুন Unit Conversion এর ক্ষেত্রে

আপনি উচ্চতার পরিমাপ, ওজন, এবং অনেকের মধ্যে ভলিউম বিভিন্ন ইউনিটের মধ্যে রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন। এজন্য সার্চ বক্সে কাঙ্ক্ষিত রূপান্তর লিখুন।

গুগলকে ব্যবহার করুন Currency Conversion এর ক্ষেত্রে

গুগলকে খুব সহজেই Currency Conversion এর কাজে ব্যবহার করা যায়। এজন্য সার্চবারে প্রয়োজনীয় মুদ্রা গুলো লিখে সার্চ করলেই উত্তর পাবেন।

  • সার্চ বারে যেভাবে লিখবেন: USD in Euro।
  • উদাহরণ: 150 GBP in USD

গুগলের মাধ্যমে জানুন স্থানীয় সময়

বিশ্বের যে কোন স্থানের সময় জানার জন্য আপনি গুগলের সাহায্য নিতে পারেন। এজন্য প্রয়োজনীয় স্থানের পূর্বে “time” শব্দটি লিখুন।

  • সার্চ বারে যেভাবে লিখবেন: time PLACE। যেমন time Dhaka
  • উদাহরণ: time Dhaka

গুগলের মাধ্যমে জানুন স্থানীয় আবহাওয়ার

বিশ্বের যে কোন শহরের জন্য স্থানীয় আবহাওয়া দেখতে গুগলকে ব্যবহার করতে পারেন। এজন্য শহর বা রাজ্যের নামের পূর্বে “weather” শব্দটি লিখুন।

  • সার্চ বারে যেভাবে লিখবেন: weather PLACE। যেমন weather Dhaka
  • উদাহরণ: weather Dhaka

তথ্যসূত্র: বার্তা ভুবন। বাংলা ভাষায় সোশ্যাল বুকমার্কিং ও সোশ্যাল নিউজ শেয়ারিং ওয়েবসাইট।

http://bartavubon.com

Level 0

আমি বার্তা ভুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি তথ্য-প্রযুক্তির সমূদ্রে হারিয়ে যেতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাঝে মাঝেই কাজে লাগবে আশা করি। চলতে থাকুন…

Level 0

ধইন্যা…

Level 0

পরিচিত গুগল এর অপরিচিত ব্যবহার শিখলাম। ধন্যবাদ আপনাকে।

Level 0

Thank u very much.

সুন্দর ও সাজানো গোছানো একটা টিউন।

Level 0

ভালো লাগলো ,ধন্যবাদ!!!